কলকাতা, 24 মে : সুপার সাইক্লোন যশ মোকাবিলায় লালবাজারে আজ বিশেষ বৈঠক । বৈঠকে মূলত ঠিক করা হবে কোন কোন পুলিশ আধিকারিক কোথায় কোথায় ডিউটিতে থাকবেন । উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র । বৈঠকে উপস্থিত থাকার কথা কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) সুভংকর সিনহা সরকারেরও ।
একই সঙ্গে বৈঠকে কলকাতা পুলিশের নয়টি ডিভিশনের ডেপুটি কমিশনার সহ প্রত্যেক থানার ওসির উপস্থিত থাকার কথা । থাকবেন কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরাও ।
ইতিমধ্যেই লালবাজারের তরফে আইটি গাইড লাইন মেনে চলতে বলা হয়েছে পুলিশকে ৷ এই গাইডলাইন হল,
- সিইএসসি এবং পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সরবরাহকারি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখবে কলকাতা পুলিশ ৷ বিপর্যয়ের দিন যাতে তাদের প্রত্যেক কর্মী কর্তব্যরত অবস্থায় থাকেন সেদিকে নজর দিতে হবে ।
- প্রত্যেক থানায় রাখতে হবে গামবুট, করাত, হেলমেট ৷ পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে ঋণ, জ্যাকেট, ছাতা ।
- যেসমস্ত থানার অধীনে কোভিড এবং সেবামূলক হাসপাতাল রয়েছে, অফিসার ইনচার্জ সহ দায়িত্বপ্রাপ্ত ডিভিশনাল ডিসিদের সেগুলিতে নজর রাখতে হবে ৷ খেয়াল রাখতে হবে যাতে সেই সমস্ত হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহতে কোনও বিঘ্ন না ঘটে ৷ সেখানে যাতে বিদ্যুৎ বিভ্রাট না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে ।
- পৌরনিগমের কর্মীদের সঙ্গে 24 ঘণ্টা সমন্বয় সাধন করতে হবে কলকাতা পুলিশকে ।
- ঝড়ের আগেই পৌরনিগমের কর্মীদের ম্যানহোলগুলিকে পরিষ্কার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ।
- কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে অতি সক্রিয় অবস্থায় রাস্তায় থাকতে হবে ঝড়ের দিন ৷ কোনও অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছতে হবে ঘটনাস্থলে ।
- যে সমস্ত থানার অধীনে পুরানো বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়ির বাসিন্দাদের সাবধান করতে হবে ৷ কিংবা তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে ।
- বিদ্যুতের তার রাস্তায় পড়ে কোনও ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে যাতে মারা না যান, তার খেয়াল রাখতে হবে পুলিশকে ৷