ভাঙড়, 4 ডিসেম্বর: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায়।
অভিযোগ, গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী, সমর্থকদের নিয়ে ভাঙ্গড় 2 নম্বর ব্লক অফিসে যায়। আর সেই দিন আরাবুল ইসলামের সঙ্গে তার অনুগামীরা যান ব্লক অফিসে।
অভিযোগ, আরাবুল ইসলামের সঙ্গে যাওয়ার অপরাধে তাঁর অনুগামীদের বাড়ি ভাঙচুর, এমনকী তাঁর অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। এখনও তপ্ত রয়েছে ভাঙড়। পুলিশ পিকেট বসানো হয়েছে।
এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার রাত্রে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলাম অনুগামীরা। ঘটনার তদন্ত শুরু হাতিশালা থানার পুলিশ। এ বিষয়ে আরাবুল ইসলাম বলেন, "আদালতের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আমি যখন বিডিও অফিসে পৌঁছই তখন রীতিমতো মানুষের ঢল নেমেছিল ৷ কয়েক হাজার মানুষ আমার সঙ্গে রাস্তায় হেঁটেছিল ৷ সেই ক্ষোভ থেকেই 3 তারিখ রাতে আমাদের কর্মী বাদল মণ্ডলের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তারা সকলেই শওকত মোল্লার অনুগামী, ডানহাত ৷ আমার বাবা-মায়ের নাম করেও অশ্লীল কথা বলা হয়েছে ৷ আমরা ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা চাই, ভাঙড়ে শান্তি ফিরে আসুক। এলাকার মানুষ শান্তি চায়। এলাকায় উন্নয়ন হোক।"