ETV Bharat / sports

দল থেকে বাদ ‘সেরা’ খেলোয়াড় ! ফের তারকা হারানোর পথে পাক ক্রিকেট ? - PAKISTAN TEAM FOR SA TOUR

দুই তারকাকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন পাক দলের অন্তর্বর্তীকালীন ওডিআই ও টি-20 কোচ আকিব জাভেদ ৷

PCB announce squad For South Africa Tour
দল থেকে বাদ ‘সেরা’ খেলোয়াড় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 4, 2024, 3:28 PM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: মঙ্গলবার জিম্বাবোয়েকে 57 রানে বান্ডিল করে দিয়েছে পাকিস্তান ৷ তারপর আজ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করল পড়শি দেশ ৷ 10 ডিসেম্বর ডারবানে টি-20 ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে ৷ 17 ডিসেম্বর পারলে প্রথম ওডিআই ম্যাচ ৷ শেষে 26 ডিসেম্বর এবং 3 জানুয়ারি সেঞ্চুরিয়ন এবং কেপটাউনে দু’টি ম্যাচ খেলবে ।

পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি ৷ ইংল্যান্ডের বিপক্ষে শেষ দু’টি টেস্ট ম্যাচেও খেলেননি শাহিদ আফ্রিদির জামাতা ৷ যদিও সাদা বলের ক্রিকেটে দলে রয়েছেন শাহিন । টেস্ট ও ওডিআই দলে জায়গা পেয়েছেন নাসিম শাহ । কোনও দলেই রাখা হয়নি ফখর জামানকে । তিন ফরম্যাটেই খেলতে দেখা যাবে বাবর আজমকে ।

PCB announce squad For South Africa Tour
ফের তারকা হারানোর পথে পাক ক্রিকেট ? (ইটিভি ভারত)

তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন ফাস্ট বোলার মহম্মদ আব্বাস ৷ শেষবার 2021 সালের অগস্টে জামাইকায় খেলেছিলেন তিনি । 25 টেস্টে 90টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে । গত মাসে শ্রীলঙ্কা এ’র বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে 15 উইকেট নেওয়া পেসার খুররম শাহজাদকেও টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ।

কেন বাদ শাহিন ?

শাহিন শাহ আফ্রিদি এবং ফখর জামানকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে পাক দলের অন্তর্বর্তীকালীন ওডিআই ও টি-20 কোচ আকিব জাভেদ বলেন, ‘‘শাহীন শাহ আফ্রিদিকে টেস্ট দল থেকে বাদ দেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত ৷ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে ৷ টেস্টের ধকল না-নিতে হওয়ায় তিনি 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শারীরিক ও মানসিকভাবে সতেজ থাকবেন । যদিও ফখর জামান এখনও ফর্ম এবং ম্যাচ ফিটনেস ফিরে পাননি বলে তাঁকে দলে রাখা হয়নি ।"

আরও পড়ুন

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: মঙ্গলবার জিম্বাবোয়েকে 57 রানে বান্ডিল করে দিয়েছে পাকিস্তান ৷ তারপর আজ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করল পড়শি দেশ ৷ 10 ডিসেম্বর ডারবানে টি-20 ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে ৷ 17 ডিসেম্বর পারলে প্রথম ওডিআই ম্যাচ ৷ শেষে 26 ডিসেম্বর এবং 3 জানুয়ারি সেঞ্চুরিয়ন এবং কেপটাউনে দু’টি ম্যাচ খেলবে ।

পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি ৷ ইংল্যান্ডের বিপক্ষে শেষ দু’টি টেস্ট ম্যাচেও খেলেননি শাহিদ আফ্রিদির জামাতা ৷ যদিও সাদা বলের ক্রিকেটে দলে রয়েছেন শাহিন । টেস্ট ও ওডিআই দলে জায়গা পেয়েছেন নাসিম শাহ । কোনও দলেই রাখা হয়নি ফখর জামানকে । তিন ফরম্যাটেই খেলতে দেখা যাবে বাবর আজমকে ।

PCB announce squad For South Africa Tour
ফের তারকা হারানোর পথে পাক ক্রিকেট ? (ইটিভি ভারত)

তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন ফাস্ট বোলার মহম্মদ আব্বাস ৷ শেষবার 2021 সালের অগস্টে জামাইকায় খেলেছিলেন তিনি । 25 টেস্টে 90টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে । গত মাসে শ্রীলঙ্কা এ’র বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে 15 উইকেট নেওয়া পেসার খুররম শাহজাদকেও টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ।

কেন বাদ শাহিন ?

শাহিন শাহ আফ্রিদি এবং ফখর জামানকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে পাক দলের অন্তর্বর্তীকালীন ওডিআই ও টি-20 কোচ আকিব জাভেদ বলেন, ‘‘শাহীন শাহ আফ্রিদিকে টেস্ট দল থেকে বাদ দেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত ৷ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে ৷ টেস্টের ধকল না-নিতে হওয়ায় তিনি 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শারীরিক ও মানসিকভাবে সতেজ থাকবেন । যদিও ফখর জামান এখনও ফর্ম এবং ম্যাচ ফিটনেস ফিরে পাননি বলে তাঁকে দলে রাখা হয়নি ।"

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.