ETV Bharat / technology

পিছিয়ে গেল Proba-3 মিশন, লক্ষ্মীবারে মহাশূন্য়ে রওনা দেবে PSLV-C59 - PROBA 3 POSTPONED

আজ নয়, সূর্য রহস্য অনুসন্ধান ৷ যান্ত্রিক ত্রুটির কারণে পিছিয়ে গেল Proba-3 মিশন ৷ জানানো হয়েছে ইসরোর তরফে ৷

Proba-3
পিছিয়ে গেল Proba-3 মিশন (ছবি ইসরো)
author img

By ETV Bharat Tech Team

Published : Dec 4, 2024, 4:02 PM IST

হায়দরাবাদ: পিছিয়ে গেল Proba-3 মিশন ৷ আজ নয়, বৃহস্পতিতে সূর্য রহস্য উদঘাটনে মহাকাশে পাড়ি দেবে সোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)C59 ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এদিনের মিশন ৷ পরিবর্তে আগামিকাল বিকাল 4টে12 (ভারতীয় সময়) মিনিটে উৎক্ষেপণ PSLV-C59 ৷ বুধবার মিশন শুরুর কিছু আগেই হঠাৎই স্পেসক্রাফট Proba-3 তে সমস্যা দেখা দেওয়ায় পিছিয়ে দেওয়া হয় মিশনের সময় ৷ এমনটাই জানানো হয়েছে ইসরো-র তরফে ৷

এটি ইসরোর 61তম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ৷ সময় ও দিন পরিবর্তন হলেও অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 1 থেকে PSLV-C59 রকেটে আগামিকাল মহাকাশযান Proba-3 পাড়ি দেবে সূর্যগ্রহণের রহস্য অনুসন্ধানে। এই লঞ্চ ভেহিকেলে রয়েছে করোনোগ্রাফ এবং অকাল্ট দু’টি স্যাটেলাইট ৷ এইদু’টি স্যাটেলাইট সমস্ত তথ্য সংগ্রহ করবে ৷

Proba-3-এর করোনাগ্রাফ এবং অকাল্টার একসঙ্গে সূর্যের বাইরের বায়ুমণ্ডল, করোনা অঞ্চল পর্যবেক্ষণ ৷ এটি একটি সৌর করোনাগ্রাফ তৈরি করবে ।PSLV-C59-এর Proba-3 মিশনে ব্যবহত লঞ্চ ভেহিকেল PSLV-C59-এ ব্যবহার করা হয়েছে PSLV-XL কনফিগারেশনের ৷ এই নিয়ে 26 বার ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি ৷ বর্তমানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র কাছে পাঁচটি PSLV আছে ৷ যার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী এই রকেটটি ৷ এটি শক্তিতে অন্যান্য পিএসএলভিকে ছাড়িয়ে গিয়েছে ৷ সাধারণ পিএসএলভি বা লঞ্চ ভেহিকেলে চারটির বুস্টার থাকে ৷ তবে অত্যাধুনিক PSLV-C59 তে রয়েছে ছয়টি বড় বুস্টার ৷ PSLV-C59 উৎক্ষেপণের জন্য প্রস্তুত। এদিন স্পেসক্রাফট বা মহাকাশযানে সমস্যার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে Proba-3 মিশন ৷

ISRO-এর ESA-এর Proba-3 মিশনের উৎক্ষেপণে অংশে নিয়েছে ইসরো-এর বাণিজ্যিক শাখা, নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল) ৷ মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে একটি মাইলফলক হিসাবে চিহ্নিত এটি ৷ Proba-3 মিশনটি আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে (SDSC-SHAR) প্রথম লঞ্চ প্যাড (FLP) থেকে ভারতীয় সময় 4:08 pm উৎক্ষেপণের সময় ছিল ৷ যদিও সেটি পিছিয়ে দেওয়া হয়েছে ৷

মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা, মহাকাশে পাড়ি দেবে PROBA-3

হায়দরাবাদ: পিছিয়ে গেল Proba-3 মিশন ৷ আজ নয়, বৃহস্পতিতে সূর্য রহস্য উদঘাটনে মহাকাশে পাড়ি দেবে সোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)C59 ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এদিনের মিশন ৷ পরিবর্তে আগামিকাল বিকাল 4টে12 (ভারতীয় সময়) মিনিটে উৎক্ষেপণ PSLV-C59 ৷ বুধবার মিশন শুরুর কিছু আগেই হঠাৎই স্পেসক্রাফট Proba-3 তে সমস্যা দেখা দেওয়ায় পিছিয়ে দেওয়া হয় মিশনের সময় ৷ এমনটাই জানানো হয়েছে ইসরো-র তরফে ৷

এটি ইসরোর 61তম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ৷ সময় ও দিন পরিবর্তন হলেও অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 1 থেকে PSLV-C59 রকেটে আগামিকাল মহাকাশযান Proba-3 পাড়ি দেবে সূর্যগ্রহণের রহস্য অনুসন্ধানে। এই লঞ্চ ভেহিকেলে রয়েছে করোনোগ্রাফ এবং অকাল্ট দু’টি স্যাটেলাইট ৷ এইদু’টি স্যাটেলাইট সমস্ত তথ্য সংগ্রহ করবে ৷

Proba-3-এর করোনাগ্রাফ এবং অকাল্টার একসঙ্গে সূর্যের বাইরের বায়ুমণ্ডল, করোনা অঞ্চল পর্যবেক্ষণ ৷ এটি একটি সৌর করোনাগ্রাফ তৈরি করবে ।PSLV-C59-এর Proba-3 মিশনে ব্যবহত লঞ্চ ভেহিকেল PSLV-C59-এ ব্যবহার করা হয়েছে PSLV-XL কনফিগারেশনের ৷ এই নিয়ে 26 বার ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি ৷ বর্তমানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র কাছে পাঁচটি PSLV আছে ৷ যার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী এই রকেটটি ৷ এটি শক্তিতে অন্যান্য পিএসএলভিকে ছাড়িয়ে গিয়েছে ৷ সাধারণ পিএসএলভি বা লঞ্চ ভেহিকেলে চারটির বুস্টার থাকে ৷ তবে অত্যাধুনিক PSLV-C59 তে রয়েছে ছয়টি বড় বুস্টার ৷ PSLV-C59 উৎক্ষেপণের জন্য প্রস্তুত। এদিন স্পেসক্রাফট বা মহাকাশযানে সমস্যার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে Proba-3 মিশন ৷

ISRO-এর ESA-এর Proba-3 মিশনের উৎক্ষেপণে অংশে নিয়েছে ইসরো-এর বাণিজ্যিক শাখা, নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল) ৷ মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে একটি মাইলফলক হিসাবে চিহ্নিত এটি ৷ Proba-3 মিশনটি আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে (SDSC-SHAR) প্রথম লঞ্চ প্যাড (FLP) থেকে ভারতীয় সময় 4:08 pm উৎক্ষেপণের সময় ছিল ৷ যদিও সেটি পিছিয়ে দেওয়া হয়েছে ৷

মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা, মহাকাশে পাড়ি দেবে PROBA-3

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.