কলকাতা, 4 ডিসেম্বর: পিকনিক কিংবা বিয়ের অনুষ্ঠান থেকে পানশালা ও রেস্তোরাঁ ৷ দেদার ব্যবসা করলেও দিনের পর দিন বকেয়া বিনোদন কর ৷ এবার সেই সমস্ত কর খেলাপিদের বিরুদ্ধে ময়দানে কলকাতা পুরনিগমের বিনোদন কর বিভাগ ৷ প্রত্যেক বিনোদন কর খেলাপিদের নোটিশ পাঠানো শুরু হল ৷
বকেয়া মেটানোর জন্য 15 দিন সময় দেওয়া হচ্ছে ৷ নাহলে আইনি পদক্ষেপ করা হবে ৷ কলকাতার 16টি বরোর প্রত্যেকটিতে এই ধরনের কর খেলাপি হোটেল, রেস্তোরাঁ বা পানশালা থেকে পিকনিক স্পট, বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ির তালিকাও তৈরি করেছে বিনোদন কর বিভাগ ৷ সেই মতো এবার বকেয়া আদায়ে ঝাঁপাতে শুরু করেছে বিভাগের কর্মী আধিকারিকরা ৷
চলতি বছরের নভেম্বর মাসে কলকাতা পুরনিগমে একটি বৈঠক হয় ৷ সেখানে মূলত রাজস্ব আদায় নিয়ে আলোচনা হয় ৷ সম্পত্তি কর মূল্যায়ন বিভাগ থেকে বিনোদন কর, বিজ্ঞাপন, বাজার-সহ বিভিন্ন বিভাগ উপস্থিত ছিল ৷ সেখানেই পুরনিগমের রাজস্ব আদায় কমে যাওয়া নিয়ে কঠোর মনোভাব দেখান মেয়র ফিরহাদ হাকিম ৷ বৈঠকে রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশ দেওয়া হয় ৷ নতুন উদ্যম নিয়ে বিভাগের কর্মী আধিকারিকদের পথে নামতে ৷
এরপরেই বিনোদন কর বিভাগের বরোভিত্তিক কর খেলাপি চিহ্নিত করে তালিকা তৈরি হয় ৷ এবার সেই তালিকা ধরে ধরেই বিভিন্ন ওয়ার্ডে বিনোদন কর বকেয়া রেখেছেন এমন অনুষ্ঠান বাড়ির মালিক, পানশালা বা হোটেল রেস্তোরাঁ মালিককে কর্পোরেশন নোটিশ দিচ্ছে ৷ 15 দিন সময় দেওয়া হচ্ছে বকেয়া মেয়র জন্য ৷
এই বিষয় কলকাতা পুরনিগমের আধিকারিক বলেন, "লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় অনেকেই বিনোদন কর ফাঁকি দিচ্ছে ৷ অনেকের বকেয়া টাকার পরিমাণ বেশ বড় অঙ্কের ৷ তাঁরা দীর্ঘ দিন ব্যবসা করলেও বিনোদন কর দিচ্ছে না কর্পোরেশনকে ৷ এবার সেই বকেয়া মেটানোর আবেদন জানিয়ে নোটিশ দেওয়া হচ্ছে তাদের ৷ বকেয়া আদায় ও নতুন বিনোদন কর আদায় বাড়ানোই লক্ষ্য, যাতে আয় বাড়ে ৷" সম্পত্তি কর বিভাগের কর্মীরাও টাকা আদায়ে মনোযোগ দিয়েছেন ৷ ওই বৈঠকের পরে পার্কিং বিভাগ নাইট ড্রাইভ শুরু করেছে ৷ এবার বিনোদন কর বিভাগের পালা ৷
সূত্র মারফত জানা গিয়েছে, বিনোদনকর বিভাগ গত বার 15 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছিল ৷ কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 50 কোটি ৷ এবার সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়ার জন্য নামল বিভাগ ৷ মূলত নাইট ক্লাব, বার, রেস্তোরাঁ, পিকনিক স্পট, স্পা, বিউটি পার্লার, হোটেল, অনুষ্ঠান বাড়ি বাইপাস, দক্ষিণ কলকাতার বহু অংশে সংখ্যা বেড়েছে ৷ ইতিমধ্যে মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতার কিছু এমন হোটেল, পানশালা, নাইট ক্লাবে নোটিশ দেওয়া হয়েছে ৷ কর্পোরেশনের আধিকারিকের কথায়, নোটিশ দেওয়ার পর সময় দেওয়া হয়েছে ৷ 15 দিনের মধ্যে টাকা না মেটালে আইনি পদক্ষেপ ৷