কলকাতা, 18 নভেম্বর : কোরোনায় আক্রান্ত রাজ্য সরকারি কর্মীরা দাবি জানিয়েছিলেন আগেই । অবশেষে সেই দাবি পূরণ হল । কোরোনা আক্রান্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ কোয়ারানটিন লিভ ঘোষণা করল রাজ্যের অর্থ দপ্তর । মার্চ মাস থেকে এই বিশেষ ছুটি কার্যকর হবে ৷
আজ অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়৷ তাতে বলা হয়, SARS, MARS, COVID19, CCHF, নভেল ইনফ্লুয়েঞ্জা হলে বিশেষ এই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। শুধুমাত্র সরকারি কর্মীরাই নন, তাঁর পরিবারের কোনও সদস্য যদি এই রোগে আক্রান্ত হন তবে তিনিও এই বিশেষ ছুটি পাবেন। নির্দেশিকার আরও বলা হয়, রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
12 মার্চ থেকে এই ছুটি কার্যকর করা হবে। অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মী covid-19 আক্রান্ত হয়ে বিগত দিনে ছুটি নিয়েছিলেন কিংবা কোয়ারানটিনে ছিলেন, তাঁরাও এই বিশেষ ছুটি পাবেন। সরকারের এই ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মীরা।