ETV Bharat / state

কোন সোনার বাংলা গড়েছেন উনি ? মমতাকে কটাক্ষ শোভনের - bjp rally

গতকালই হেস্টিংস-এ বিজেপির নির্বাচনী কার্যালয়ে যান শোভন ও বৈশাখি ৷

sovan-and-baishakhi-participate-in-bjp-rally-today
sovan-and-baishakhi-participate-in-bjp-rally-today
author img

By

Published : Jan 11, 2021, 5:29 PM IST

Updated : Jan 11, 2021, 6:26 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : মান অভিমানের পালা শেষ করে অবশেষে বিজেপির মিছিলে যোগ দিলেন শোভন-বৈশাখি । আজ দক্ষিণ কলকাতায় সাংগঠনিক জেলার উদ্যোগে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বের হয় মিছিল । সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন কলকাতার প্রাক্তন মেয়র ।

মিছিল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শোভন । বলেন, "মুখ্যমন্ত্রী রানাঘাটে গিয়ে বলেছেন, সোনার বাংলা হয়ে গেছে । আজ দুঃখ, যন্ত্রণা হয় যে এই রাজনৈতিক দলের আমরা শরিক ছিলাম । টেট কেলেঙ্কারি, আমফানের অভিযোগ, কয়লা কেলেঙ্কারি । বাংলায় আয়ুষ্মান প্রকল্প না আসতে দেওয়া । এগুলো করে কোন সোনার বাংলা গড়লেন উনি ।"

শুনুন শোভনের বক্তব্য

গতকালই হেস্টিংস-এ বিজেপির নির্বাচনী কার্যালয়ে যান শোভন ও বৈশাখি ৷ আগেই জানিয়েছিলেন বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চান ৷ সেইমতো গতকাল নির্বাচনী কার্যালয়ে আসেন তাঁরা ৷ বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের যে ইতিবাচক বৈঠক হয়েছে তা শোভন ও বৈশাখির কথাতেই পরিষ্কার হয়ে যায় ৷ বৈঠকের পর সাংবাদিকদের কাছে এগিয়ে এসে শোভন বলেন, "কলকাতা জ়োনে 51টি বিধানসভা আসন আছে ৷ সেই আসনে ভালো ফল করার জন্য কৌশল তৈরি করতেই এই বৈঠক ৷ সবাই নিজের মতো করে মতামত প্রকাশ করেছে ৷ আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব ৷"

বিজেপির মিছিলে শোভন-বৈশাখি

কলকাতা, 11 জানুয়ারি : মান অভিমানের পালা শেষ করে অবশেষে বিজেপির মিছিলে যোগ দিলেন শোভন-বৈশাখি । আজ দক্ষিণ কলকাতায় সাংগঠনিক জেলার উদ্যোগে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বের হয় মিছিল । সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন কলকাতার প্রাক্তন মেয়র ।

মিছিল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শোভন । বলেন, "মুখ্যমন্ত্রী রানাঘাটে গিয়ে বলেছেন, সোনার বাংলা হয়ে গেছে । আজ দুঃখ, যন্ত্রণা হয় যে এই রাজনৈতিক দলের আমরা শরিক ছিলাম । টেট কেলেঙ্কারি, আমফানের অভিযোগ, কয়লা কেলেঙ্কারি । বাংলায় আয়ুষ্মান প্রকল্প না আসতে দেওয়া । এগুলো করে কোন সোনার বাংলা গড়লেন উনি ।"

শুনুন শোভনের বক্তব্য

গতকালই হেস্টিংস-এ বিজেপির নির্বাচনী কার্যালয়ে যান শোভন ও বৈশাখি ৷ আগেই জানিয়েছিলেন বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চান ৷ সেইমতো গতকাল নির্বাচনী কার্যালয়ে আসেন তাঁরা ৷ বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের যে ইতিবাচক বৈঠক হয়েছে তা শোভন ও বৈশাখির কথাতেই পরিষ্কার হয়ে যায় ৷ বৈঠকের পর সাংবাদিকদের কাছে এগিয়ে এসে শোভন বলেন, "কলকাতা জ়োনে 51টি বিধানসভা আসন আছে ৷ সেই আসনে ভালো ফল করার জন্য কৌশল তৈরি করতেই এই বৈঠক ৷ সবাই নিজের মতো করে মতামত প্রকাশ করেছে ৷ আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব ৷"

বিজেপির মিছিলে শোভন-বৈশাখি
Last Updated : Jan 11, 2021, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.