কলকাতা, 10 জুলাই : রাতের অন্ধকার আর ঝিরঝিরে বৃষ্টি । গোরু পাচারকারীরা ভেবেছিল, এদেশের সীমান্তরক্ষীবাহিনীর সদস্যরা হয়ত কিছুটা ঢিলে দিয়েছেন । এই তো সুযোগ । বৃষ্টির রাতে অন্ধকারকে ঢাল করে এদেশে ঢুকে পড়ে স্মাগলাররা । এক আধজন নয়, প্রায় 200 জন । এদেশের নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে 100-র বেশি মোষ নিয়ে পাচার করার ধান্দা ছিল । কিন্তু সীমান্ত পাহারায় অতন্দ্র BSF জওয়ানদের চোখে ফাঁকি দেওয়া যায়নি । বাধা দেন তাঁরা । সঙ্গে সঙ্গে পালটা আক্রমণ । BSF জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া শুরু । বোমের আঘাতে জখম হন বেশ কয়েকজন জওয়ান । তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর । তবে স্মাগলারদের উদ্দেশ্য সফল হয়নি । রীতিমতো লড়াই করে উদ্ধার করা হয়েছে 107টি মোষ।
ঘটনাস্থান মুর্শিদাবাদের নির্মল চর । গতরাতে সেখানেই রাখালের ছদ্মবেশ ধরে মোষ পাচারের চেষ্টা হয় । বাংলাদেশি স্মাগলারদের সঙ্গে ছিল দা,হাঁসুয়া, বোমা আর বাঁশ । বিপুল সংখ্যক মোষ পাচারের খবর পেয়ে বাধা দেন BSF জওয়ানরা । এরপরেই দা,হাঁসুয়া, বোমা নিয়ে BSF জওয়ানদের উপর চড়াও হয় স্মাগলাররা । বোমার আঘাতে জখম হন বেশ কয়েকজন জওয়ান । তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। চকিত আক্রমণের পালটা প্রতিরোধ করে BSF । আত্মরক্ষার্থে চলে গুলি । অবশেষে পিছু হাটে স্মাগলাররা । মোষ ফেলেই পালায় তারা। উদ্ধার হয় 107টি মোষ।
BSF-পক্ষ থেকে পুরো বিষয়টি মুর্শিদাবাদ পুলিশকে জানানো হয়েছে । উদ্ধার হওয়া মোষগুলোকে আনা হয়েছে BOP-তে । কিন্তু, যেভাবে ভয়ডরহীন হয়ে স্মাগলাররা BSF-কে আক্রমণ করল তা চিন্তার বিষয় । উল্লেখ্য, দিন কয়েক আগেই মালদাতেও আক্রমণের মুখে পড়তে হয়েছে BSF-কে। ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ানো হচ্ছে সীমান্ত প্রহরীর সংখ্যা ।