ETV Bharat / state

বাংলাদেশে মোষ পাচারের চেষ্টা, জওয়ানদের বোমা ছুড়ল স্মাগলাররা ! - smuggler

মুর্শিদাবাদের নির্মল চরে গতরাতে রাখালের ছদ্মবেশ ধরে মোষ পাচারের চেষ্টা করে স্মাগলাররা । বাধা দেওয়ায় BSF জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে তারা । বোমের আঘাতে জখম হন বেশ কয়েকজন জওয়ান ।

মোষ পাচারের চেষ্টা
author img

By

Published : Jul 10, 2019, 10:50 PM IST

Updated : Jul 10, 2019, 11:01 PM IST

কলকাতা, 10 জুলাই : রাতের অন্ধকার আর ঝিরঝিরে বৃষ্টি । গোরু পাচারকারীরা ভেবেছিল, এদেশের সীমান্তরক্ষীবাহিনীর সদস্যরা হয়ত কিছুটা ঢিলে দিয়েছেন । এই তো সুযোগ । বৃষ্টির রাতে অন্ধকারকে ঢাল করে এদেশে ঢুকে পড়ে স্মাগলাররা । এক আধজন নয়, প্রায় 200 জন । এদেশের নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে 100-র বেশি মোষ নিয়ে পাচার করার ধান্দা ছিল । কিন্তু সীমান্ত পাহারায় অতন্দ্র BSF জওয়ানদের চোখে ফাঁকি দেওয়া যায়নি । বাধা দেন তাঁরা । সঙ্গে সঙ্গে পালটা আক্রমণ । BSF জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া শুরু । বোমের আঘাতে জখম হন বেশ কয়েকজন জওয়ান । তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর । তবে স্মাগলারদের উদ্দেশ্য সফল হয়নি । রীতিমতো লড়াই করে উদ্ধার করা হয়েছে 107টি মোষ।

Murshidabad
এই মোষগুলিই পাচারের চেষ্টা করা হচ্ছিল

ঘটনাস্থান মুর্শিদাবাদের নির্মল চর । গতরাতে সেখানেই রাখালের ছদ্মবেশ ধরে মোষ পাচারের চেষ্টা হয় । বাংলাদেশি স্মাগলারদের সঙ্গে ছিল দা,হাঁসুয়া, বোমা আর বাঁশ । বিপুল সংখ্যক মোষ পাচারের খবর পেয়ে বাধা দেন BSF জওয়ানরা । এরপরেই দা,হাঁসুয়া, বোমা নিয়ে BSF জওয়ানদের উপর চড়াও হয় স্মাগলাররা । বোমার আঘাতে জখম হন বেশ কয়েকজন জওয়ান । তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। চকিত আক্রমণের পালটা প্রতিরোধ করে BSF । আত্মরক্ষার্থে চলে গুলি । অবশেষে পিছু হাটে স্মাগলাররা । মোষ ফেলেই পালায় তারা। উদ্ধার হয় 107টি মোষ।

BSF-পক্ষ থেকে পুরো বিষয়টি মুর্শিদাবাদ পুলিশকে জানানো হয়েছে । উদ্ধার হওয়া মোষগুলোকে আনা হয়েছে BOP-তে । কিন্তু, যেভাবে ভয়ডরহীন হয়ে স্মাগলাররা BSF-কে আক্রমণ করল তা চিন্তার বিষয় । উল্লেখ্য, দিন কয়েক আগেই মালদাতেও আক্রমণের মুখে পড়তে হয়েছে BSF-কে। ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ানো হচ্ছে সীমান্ত প্রহরীর সংখ্যা ।

কলকাতা, 10 জুলাই : রাতের অন্ধকার আর ঝিরঝিরে বৃষ্টি । গোরু পাচারকারীরা ভেবেছিল, এদেশের সীমান্তরক্ষীবাহিনীর সদস্যরা হয়ত কিছুটা ঢিলে দিয়েছেন । এই তো সুযোগ । বৃষ্টির রাতে অন্ধকারকে ঢাল করে এদেশে ঢুকে পড়ে স্মাগলাররা । এক আধজন নয়, প্রায় 200 জন । এদেশের নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে 100-র বেশি মোষ নিয়ে পাচার করার ধান্দা ছিল । কিন্তু সীমান্ত পাহারায় অতন্দ্র BSF জওয়ানদের চোখে ফাঁকি দেওয়া যায়নি । বাধা দেন তাঁরা । সঙ্গে সঙ্গে পালটা আক্রমণ । BSF জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া শুরু । বোমের আঘাতে জখম হন বেশ কয়েকজন জওয়ান । তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর । তবে স্মাগলারদের উদ্দেশ্য সফল হয়নি । রীতিমতো লড়াই করে উদ্ধার করা হয়েছে 107টি মোষ।

Murshidabad
এই মোষগুলিই পাচারের চেষ্টা করা হচ্ছিল

ঘটনাস্থান মুর্শিদাবাদের নির্মল চর । গতরাতে সেখানেই রাখালের ছদ্মবেশ ধরে মোষ পাচারের চেষ্টা হয় । বাংলাদেশি স্মাগলারদের সঙ্গে ছিল দা,হাঁসুয়া, বোমা আর বাঁশ । বিপুল সংখ্যক মোষ পাচারের খবর পেয়ে বাধা দেন BSF জওয়ানরা । এরপরেই দা,হাঁসুয়া, বোমা নিয়ে BSF জওয়ানদের উপর চড়াও হয় স্মাগলাররা । বোমার আঘাতে জখম হন বেশ কয়েকজন জওয়ান । তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। চকিত আক্রমণের পালটা প্রতিরোধ করে BSF । আত্মরক্ষার্থে চলে গুলি । অবশেষে পিছু হাটে স্মাগলাররা । মোষ ফেলেই পালায় তারা। উদ্ধার হয় 107টি মোষ।

BSF-পক্ষ থেকে পুরো বিষয়টি মুর্শিদাবাদ পুলিশকে জানানো হয়েছে । উদ্ধার হওয়া মোষগুলোকে আনা হয়েছে BOP-তে । কিন্তু, যেভাবে ভয়ডরহীন হয়ে স্মাগলাররা BSF-কে আক্রমণ করল তা চিন্তার বিষয় । উল্লেখ্য, দিন কয়েক আগেই মালদাতেও আক্রমণের মুখে পড়তে হয়েছে BSF-কে। ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ানো হচ্ছে সীমান্ত প্রহরীর সংখ্যা ।

Intro:কলকাতা, ১০ জুলাই: রাতের অন্ধকার আর ঝিরঝিরে বৃষ্টি। গরু পাচারকারীরা ভেবেছিল, এ দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা হয়তো কিছুটা ঢিলে দিয়েছে। পাওয়া যাবে মওকা। অন্ধকারের সুযোগ দিয়ে এদেশে ঢুকে পড়ে স্মাগলাররা। এক আধজন নয়, প্রায় 200 জন। এদেশের নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে একশোর বেশি মোষ নিয়ে পাচার করার ধান্দা ছিল তাদের। কিন্তু সীমান্ত পাহারায় অতন্দ্র বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দেওয়া যায়নি। বাধা দেয় তারা। সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ। বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে বোমা। আহত হয়েছেন এক জওয়ান। তবে স্মাগলারদের উদ্দেশ্য সফল হয়নি। রীতিমত লড়াই করে উদ্ধার করা হয়েছে ১০৭ টি মোষ।Body:BSF সূত্রে জানা গেছে, ঘটনাস্থান মুর্শিদাবাদের নির্মল চর। সেখানেই রাখালের ছদ্মবেশ ধরে মোষ পাচারের চেষ্টা হয় গত রাতে। বাংলাদেশি স্মাগলারদের সঙ্গে ছিল দা,হাঁসুয়া, বোমা। আর বাঁশ তো ছিলই। বিপুল সংখ্যক মোষ পাচারের চেষ্টা হচ্ছে বুঝতে পেরে বাধা দেয় বিএসএফ জওয়ানরা। বাধা পেয়ে স্মাগলাররা আক্রমণ করে বিএসএফ জওয়ানদের। দা, হাঁসুয়া, বোমা দিয়ে করা হয় আক্রমণ। এতে গুরুতর আহত হন এক জওয়ান। আহত হন আরো কয়েকজন। তারা বর্তমানে চিকিৎসাধীন। চকিত আক্রমণের পাল্টা প্রতিরোধ তৈরি করে বিএসএফ। আত্মরক্ষার্থে চলে গুলি। এবার পিছুটান দেয় স্মাগলাররা। মোষ ফেলে রেখেই পালায় তারা। উদ্ধার হয় ১০৭ টি মোষ।
Conclusion:বিএসএফের পক্ষ থেকে পুরো বিষয়টি জানানো হয়েছে মুর্শিদাবাদ পুলিশকে। উদ্ধার হওয়া মোষগুলোকে আনা হয়েছে BOP তে। কিন্তু যেভাবে ভয়ডরহীন হয়ে স্মাগলাররা বিএসএফকে আক্রমন করল তা চিন্তার বিষয়। উল্লেখ্য দিন কয়েক আগেই মালদাতেও আক্রমণের মুখে পড়তে হয়েছে বিএসএফকে। ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ানো হচ্ছে সীমান্ত প্রহরীর সংখ্যা। বিএসএফ সূত্রে পাওয়া গেছে এমন খবরই।

Last Updated : Jul 10, 2019, 11:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.