ETV Bharat / state

কাল বিশ্বভারতীতে নাগরিক কনভেনশন SFI ও DYFI-এর - Visva-Bharati university

বিশ্বভারতীতে চলা অচলাবস্থার জেরে যাতে কোনওভাবেই ছাত্র-ছাত্রীরা বিপাকে না পড়ে, ভরতি প্রক্রিয়া ব্যাহত না হয়, সেই দাবিতে নাগরিক কনভেনশনের ডাক বাম ছাত্র ও যুব সংগঠনের ৷

বিশ্বভারতী
বিশ্বভারতী
author img

By

Published : Aug 21, 2020, 10:33 PM IST

কলকাতা, 21 অগাস্ট : বিশ্বভারতীর অচলাবস্থা কাটুক । এই দাবিতে কাল কলকাতা থেকে নাগরিক কনভেনশন করতে যাচ্ছেন SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ DYFI-এর রাজ্য নেতৃত্ব । তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সমগ্র কর্মসূচি হবে বলে জানানো হয়েছে SFI এবং DYFI-এর পক্ষ থেকে ।

SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, কাল শান্তিনিকেতনে নাগরিক কনভেনশনে DYFI এবং SFI-এর রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন । সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিশৃঙ্খল আচরণের জেরে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে দুই বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে । সেই কারণেই কাল নাগরিক কনভেনশন ডাকা হয়েছে বলে আজ জানান সৃজন ভট্টাচার্য ।

বিশ্বভারতীর বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রী, অধ্যাপক ও কর্মীদের সঙ্গে কোনওরকম আলোচনায় আগ্রহী নয়। একের পর এক ক্ষেত্রে স্বেচ্ছাচার চালিয়ে গিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য, এমনটাই দাবি SFI-এর । রবীন্দ্রনাথের হাতে গড়া বিশ্বভারতীর মূল ভাবনা ও পরিবেশকে কলুষিত করেছে বলে মনে করে DYFI-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র ।

সৃজন ভট্টাচার্য বলেন, "বিশ্বভারতীর উপাচার্যের মতের বিরুদ্ধে গেলেই তিনি তাঁর ক্ষমতা প্রয়োগ করে বিরুদ্ধ মত দমন করতে সচেষ্ট হন । মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনায় উপাচার্য এবং রাজ্যের শাসক দল দু'পক্ষই যেভাবে ক্ষমতা প্রদর্শনের খেলায় মেতেছেন, তা বিশ্বভারতীর ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, আশ্রমিক ও সাধারণ রবীন্দ্রপ্রেমি মানুষের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে । আমরা এই বিশৃঙ্খলার তীব্র নিন্দা করছি । কাল সেই কারণেই শান্তিনিকেতনের নাগরিকদের নিয়ে কনভেনশনের ডাকা হয়েছে । ছাত্রদের পরীক্ষা ও ভরতির প্রক্রিয়া কোনও ভাবেই যাতে ব্যাহত না হয় তার দাবিও জানানো হবে এই কর্মসূচি থেকে ।"

কলকাতা, 21 অগাস্ট : বিশ্বভারতীর অচলাবস্থা কাটুক । এই দাবিতে কাল কলকাতা থেকে নাগরিক কনভেনশন করতে যাচ্ছেন SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ DYFI-এর রাজ্য নেতৃত্ব । তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সমগ্র কর্মসূচি হবে বলে জানানো হয়েছে SFI এবং DYFI-এর পক্ষ থেকে ।

SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, কাল শান্তিনিকেতনে নাগরিক কনভেনশনে DYFI এবং SFI-এর রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন । সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিশৃঙ্খল আচরণের জেরে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে দুই বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে । সেই কারণেই কাল নাগরিক কনভেনশন ডাকা হয়েছে বলে আজ জানান সৃজন ভট্টাচার্য ।

বিশ্বভারতীর বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রী, অধ্যাপক ও কর্মীদের সঙ্গে কোনওরকম আলোচনায় আগ্রহী নয়। একের পর এক ক্ষেত্রে স্বেচ্ছাচার চালিয়ে গিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য, এমনটাই দাবি SFI-এর । রবীন্দ্রনাথের হাতে গড়া বিশ্বভারতীর মূল ভাবনা ও পরিবেশকে কলুষিত করেছে বলে মনে করে DYFI-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র ।

সৃজন ভট্টাচার্য বলেন, "বিশ্বভারতীর উপাচার্যের মতের বিরুদ্ধে গেলেই তিনি তাঁর ক্ষমতা প্রয়োগ করে বিরুদ্ধ মত দমন করতে সচেষ্ট হন । মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনায় উপাচার্য এবং রাজ্যের শাসক দল দু'পক্ষই যেভাবে ক্ষমতা প্রদর্শনের খেলায় মেতেছেন, তা বিশ্বভারতীর ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, আশ্রমিক ও সাধারণ রবীন্দ্রপ্রেমি মানুষের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে । আমরা এই বিশৃঙ্খলার তীব্র নিন্দা করছি । কাল সেই কারণেই শান্তিনিকেতনের নাগরিকদের নিয়ে কনভেনশনের ডাকা হয়েছে । ছাত্রদের পরীক্ষা ও ভরতির প্রক্রিয়া কোনও ভাবেই যাতে ব্যাহত না হয় তার দাবিও জানানো হবে এই কর্মসূচি থেকে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.