ETV Bharat / state

বিধানসভায় সরস্বতী-আরাধনা, সূচনায় মান্নান-সুজন - বিধানসভায় সরস্বতী পুজো

বিধানসভার কর্মীদের তরফে সরস্বতী পুজোর পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে ।

বিধানসভায় বাগদেবীর আরাধনা
বিধানসভায় বাগদেবীর আরাধনা
author img

By

Published : Feb 16, 2021, 4:50 PM IST

Updated : Feb 16, 2021, 5:48 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : কোরোনা ভীতি কাটিয়ে এবার জাঁকজমক করে সরস্বতী পুজো হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। দ্য লেজিসলেচার স্টাফ রেক্রিয়েশন ক্লাব-এর উদ্যোগে এবছর সরস্বতী পুজো হচ্ছে। পুজোর সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় নিয়ম করে প্রতিবছর জন্মাষ্টমীর অনুষ্ঠান এবং বিশ্বকর্মা পুজো হয় । গত তিন বছর ধরে শুরু হয়েছে সরস্বতী পুজো। বিধানসভার গ্রন্থাগারের ভবনে আড়ম্বর করে পুজোর আয়োজন করা হয়েছে । বিধানসভার কর্মীদের তরফে সরস্বতী পুজোর পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । দু'দিনের সরকারি ছুটি ঘোষণা হলেও, বিধানসভার কর্মীরা ছুটির দিনেও পুজোর জন্য বিধানসভায় এসেছেন ।


আরও পড়ুন : করোনা-ভীতি কাটিয়ে বীণাপানির আরাধনা

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর পুজোকে কেন্দ্র করে কিছুটা হলেও কোরোনার ভীতি কাটিয়ে ওঠা গিয়েছে । সকল ধর্মের মানুষের সুস্থ ও ভালো থাকার কামনা করেন তিনি । বিশ্বপ্রকৃতি রোগমুক্ত হওয়ারও প্রার্থনা করেন তিনি ।

কলকাতা, 16 ফেব্রুয়ারি : কোরোনা ভীতি কাটিয়ে এবার জাঁকজমক করে সরস্বতী পুজো হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। দ্য লেজিসলেচার স্টাফ রেক্রিয়েশন ক্লাব-এর উদ্যোগে এবছর সরস্বতী পুজো হচ্ছে। পুজোর সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় নিয়ম করে প্রতিবছর জন্মাষ্টমীর অনুষ্ঠান এবং বিশ্বকর্মা পুজো হয় । গত তিন বছর ধরে শুরু হয়েছে সরস্বতী পুজো। বিধানসভার গ্রন্থাগারের ভবনে আড়ম্বর করে পুজোর আয়োজন করা হয়েছে । বিধানসভার কর্মীদের তরফে সরস্বতী পুজোর পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । দু'দিনের সরকারি ছুটি ঘোষণা হলেও, বিধানসভার কর্মীরা ছুটির দিনেও পুজোর জন্য বিধানসভায় এসেছেন ।


আরও পড়ুন : করোনা-ভীতি কাটিয়ে বীণাপানির আরাধনা

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর পুজোকে কেন্দ্র করে কিছুটা হলেও কোরোনার ভীতি কাটিয়ে ওঠা গিয়েছে । সকল ধর্মের মানুষের সুস্থ ও ভালো থাকার কামনা করেন তিনি । বিশ্বপ্রকৃতি রোগমুক্ত হওয়ারও প্রার্থনা করেন তিনি ।

Last Updated : Feb 16, 2021, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.