ETV Bharat / state

Robot to clean Manholes: রাজ্যে প্রথম নিকাশি নালা সাফাই করবে রোবট - নিকাশি নালা সাফাই করবে রোবট

স্মার্ট সিটি নিউটাউন, এবার নতুন সংযোজন ম্যানহোল ক্লিনিং রোবট। এবার থেকে ম্যানহোল পরিষ্কার করার জন্য আর শুধু মানুষ নয়, রোবট ব্যবহার করা হবে সেখানে। মোট তিনটি রোবট কেনা হয়েছে এই কাজের জন্য। প্রত্যেকটি রোবটের দাম 33 লক্ষ টাকা। কন্ট্রোলরুমে বসেই মনিটারিং করা যাবে এই রোবট গুলোকে।

Robots in Drainage Systems
নিকাশি নালা সাফাই করবে রোবট!
author img

By

Published : Jun 11, 2023, 7:24 AM IST

নিকাশি নালা সাফাই করবে রোবট

কলকাতা, 10 জুন: সামনেই বর্ষাকাল। আর বর্ষাকালে আবর্জনা ভরে গিয়ে নিকাশি ব্যবস্থা থমকে যায়। যার ফলে বাড়ে জল জমার প্রবণতা। জল জমা আটকানোর জন্য রাস্তার উপরের ম্যানহোলগুলো পরিষ্কার থাকা যথেষ্ট প্রয়োজনীয়। এবার শক্তিশালী ক্যামেরার মাধ্যমে নিকাশি নালার ভিতরের নারী নক্ষত্র ফুটে উঠবে বিশেষ এলসিডি স্ক্রিনে। ভিতরে কতটা পলি জমেছে, কতটা জলস্তর। জলের গতি স্বাভাবিক কি না, মিথেনের মত বিষাক্ত ও দাহ্য গ্যাস আছে কি না, সবকিছুরই খুঁটিনাটি তথ্য চোখের পলকে ফুটে উঠবে স্ক্রিনে। প্রায় 1 কোটি টাকা খরচ করে নিকাশি ব্যবস্থার উন্নতিপ্রকল্পে অত্যাধুনিক তিনটি রোবট কিনেছে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি।

এমন রোবট ইতিমধ্যেই দেশের দুই রাজ্য অসম ও কেরলে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন পৌর এলাকায় পলি নিষ্কাশন করার কাজে ব্যবহার করা হয়। তবে পশ্চিমবঙ্গে এই প্রথম। এই প্রযুক্তিতে ম্যানহোলে নেমে কর্মী মৃত্যু এড়ানো যাবে বলেই আশাবাদী এনকেডিএ কর্তৃপক্ষ। এনকেডিএ সূত্রে জনা গিয়েছে, এত দিন নিকাশি নালা সাফাই কর্মীরা সাফ করত। কিন্তু ম্যানহোলে নামা বারণ আছে আইনেও। আবার ঝুঁকিও থেকে যায়। তাই ধীরে ধীরে নিকাশি উন্নতির কথা ভাবা হয়েছে।

জানা গিয়েছে, এই রোবট ব্যবহার অন্য মাত্রা আনবে নিকাশি ব্যবস্থায়। রোবট গুলি হবে বিদ্যুত চালিত। একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা হবে পুরো বিষয়টি। ইতিমধ্যেই শনিবার ডিসি ব্লক এলাকায় পরীক্ষা মূলক কাজ শুরু হয়েছে। এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন এনকেডিএ চেয়ারম্যান দেবাশিস সেন, সিইও প্রশান্ত কুমার বরাই-সহ অন্যান্য আধিকারিকরা।এক আধিকারিকের কথায়, ম্যানহোল পরিষ্কারে প্রাণের ঝুঁকি কমবে এই রোবট ব্যবহারে। এই কাজে অল্প সময় যেমন লাগবে তেমনি প্রযুক্তিগত উন্নতির কারণে কাজও হবে আরও সুন্দর ও মসৃণ ৷

আপাতত তিনটি রোবট দিয়ে কাজ শুরু হলেও, পরবর্তীকালে আরও রোবট কেনা হবে। এই রোবটটি চলবে ছোট জেনেরেটর-এর মাধ্যমে বলে জানালেন এনকেডিএর ম্যানেজিং ডাইরেক্টর দেবাশিস সেন। তাঁর দাবি, এই রোবর্ট আসায় স্মার্ট সিটি নিউটাউন আরও স্মার্ট হল।

উল্লেখ্য, এই মেশিনে থাকবে জেড কাম সাকশন যার মাধ্যমে পলি তোলা হবে। 1.7 মিটার পর্যন্ত একেবারে পলি তুলতে সক্ষম এই যন্ত্র। এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "আমাদের কাজের ধরন অনুসারে এই রোবট এখন প্রয়োজন নেই। কারণ এই অত্যাধুনিক রোবট দিয়ে যে যে কাজ করার কথা বলা হচ্ছে, সেই সমস্ত কাজ করার জন্য আধুনিক যন্ত্র চালিত গাড়ি আছে আমাদের। পলি তলার জন্য গাড়ি, জেট কাম সাকশান গাড়ি সবটাই আছে। আমাদের ম্যানহোলে পলি তলার কাজে কোনও শ্রমিককে নামানো হয় না। গাড়ি গুলো বেশ কয়েক বছর ধরে কেনা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। ফলে বিপুল খরচে এই পরিকাঠামো রেখে নতুন প্রযুক্তি এই মুহূর্তে দরকার নেই।"

আরও পড়ুন: নিউটাউনে দূষণ রোধে ই-অটো চালাতে চায় এনকেডিএ

আপাতত সারা দেশে 19টি শহরে নিকাশি ব্যবস্থায় এই রোবট ব্যবহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে নিউটাউনেই প্রথম এই ব্যবস্থা শুরু হচ্ছে। এবার নিউটাউনের রাস্তায় দেখা যাবে ম্যানহোল ক্লিনিং মেশিন বা রোবটকে।

নিকাশি নালা সাফাই করবে রোবট

কলকাতা, 10 জুন: সামনেই বর্ষাকাল। আর বর্ষাকালে আবর্জনা ভরে গিয়ে নিকাশি ব্যবস্থা থমকে যায়। যার ফলে বাড়ে জল জমার প্রবণতা। জল জমা আটকানোর জন্য রাস্তার উপরের ম্যানহোলগুলো পরিষ্কার থাকা যথেষ্ট প্রয়োজনীয়। এবার শক্তিশালী ক্যামেরার মাধ্যমে নিকাশি নালার ভিতরের নারী নক্ষত্র ফুটে উঠবে বিশেষ এলসিডি স্ক্রিনে। ভিতরে কতটা পলি জমেছে, কতটা জলস্তর। জলের গতি স্বাভাবিক কি না, মিথেনের মত বিষাক্ত ও দাহ্য গ্যাস আছে কি না, সবকিছুরই খুঁটিনাটি তথ্য চোখের পলকে ফুটে উঠবে স্ক্রিনে। প্রায় 1 কোটি টাকা খরচ করে নিকাশি ব্যবস্থার উন্নতিপ্রকল্পে অত্যাধুনিক তিনটি রোবট কিনেছে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি।

এমন রোবট ইতিমধ্যেই দেশের দুই রাজ্য অসম ও কেরলে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন পৌর এলাকায় পলি নিষ্কাশন করার কাজে ব্যবহার করা হয়। তবে পশ্চিমবঙ্গে এই প্রথম। এই প্রযুক্তিতে ম্যানহোলে নেমে কর্মী মৃত্যু এড়ানো যাবে বলেই আশাবাদী এনকেডিএ কর্তৃপক্ষ। এনকেডিএ সূত্রে জনা গিয়েছে, এত দিন নিকাশি নালা সাফাই কর্মীরা সাফ করত। কিন্তু ম্যানহোলে নামা বারণ আছে আইনেও। আবার ঝুঁকিও থেকে যায়। তাই ধীরে ধীরে নিকাশি উন্নতির কথা ভাবা হয়েছে।

জানা গিয়েছে, এই রোবট ব্যবহার অন্য মাত্রা আনবে নিকাশি ব্যবস্থায়। রোবট গুলি হবে বিদ্যুত চালিত। একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা হবে পুরো বিষয়টি। ইতিমধ্যেই শনিবার ডিসি ব্লক এলাকায় পরীক্ষা মূলক কাজ শুরু হয়েছে। এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন এনকেডিএ চেয়ারম্যান দেবাশিস সেন, সিইও প্রশান্ত কুমার বরাই-সহ অন্যান্য আধিকারিকরা।এক আধিকারিকের কথায়, ম্যানহোল পরিষ্কারে প্রাণের ঝুঁকি কমবে এই রোবট ব্যবহারে। এই কাজে অল্প সময় যেমন লাগবে তেমনি প্রযুক্তিগত উন্নতির কারণে কাজও হবে আরও সুন্দর ও মসৃণ ৷

আপাতত তিনটি রোবট দিয়ে কাজ শুরু হলেও, পরবর্তীকালে আরও রোবট কেনা হবে। এই রোবটটি চলবে ছোট জেনেরেটর-এর মাধ্যমে বলে জানালেন এনকেডিএর ম্যানেজিং ডাইরেক্টর দেবাশিস সেন। তাঁর দাবি, এই রোবর্ট আসায় স্মার্ট সিটি নিউটাউন আরও স্মার্ট হল।

উল্লেখ্য, এই মেশিনে থাকবে জেড কাম সাকশন যার মাধ্যমে পলি তোলা হবে। 1.7 মিটার পর্যন্ত একেবারে পলি তুলতে সক্ষম এই যন্ত্র। এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "আমাদের কাজের ধরন অনুসারে এই রোবট এখন প্রয়োজন নেই। কারণ এই অত্যাধুনিক রোবট দিয়ে যে যে কাজ করার কথা বলা হচ্ছে, সেই সমস্ত কাজ করার জন্য আধুনিক যন্ত্র চালিত গাড়ি আছে আমাদের। পলি তলার জন্য গাড়ি, জেট কাম সাকশান গাড়ি সবটাই আছে। আমাদের ম্যানহোলে পলি তলার কাজে কোনও শ্রমিককে নামানো হয় না। গাড়ি গুলো বেশ কয়েক বছর ধরে কেনা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। ফলে বিপুল খরচে এই পরিকাঠামো রেখে নতুন প্রযুক্তি এই মুহূর্তে দরকার নেই।"

আরও পড়ুন: নিউটাউনে দূষণ রোধে ই-অটো চালাতে চায় এনকেডিএ

আপাতত সারা দেশে 19টি শহরে নিকাশি ব্যবস্থায় এই রোবট ব্যবহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে নিউটাউনেই প্রথম এই ব্যবস্থা শুরু হচ্ছে। এবার নিউটাউনের রাস্তায় দেখা যাবে ম্যানহোল ক্লিনিং মেশিন বা রোবটকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.