কলকাতা, 28 মে : ঝাঁকুনিটা যে দেবেন হাবেভাবেই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেইমতোই লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই একের পর এক প্রশাসনিক রদবদল করছেন তিনি । সেই পর্ব বজায় রেখে এবার মন্ত্রিসভাতেও হল বড়মাপের রদবদল ।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রদবদলের তালিকা ঘোষণা করলেন -
- পঞ্চায়েত দপ্তরের পাশাপাশি এবার পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের বাড়তি দায়িত্ব পেলেন সুব্রত মুখার্জি
- পরিবহন দপ্তরের পাশাপাশি সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব সামলাবেন শুভেন্দু অধিকারী । তাঁকে পরিবেশ দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।
- জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হল মলয় ঘটককে । তাঁর দায়িত্বে থাকল শ্রম ও আইন দপ্তর ।
- সৌমেন মহাপাত্রকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে । পাশাপাশি পরিবেশ দপ্তরের দায়িত্বও পেয়েছেন তিনি ।
- বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের পাশাপাশি বন দপ্তরের বাড়তি দায়িত্ব পেয়েছেন ব্রাত্য বসু
- দমকল দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বেই থাকছেন সুজিত বসু । পাশাপাশি বন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলাবেন তিনি
- রাজীব ব্যানার্জির দায়িত্বে ছিল অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর । বাড়তি দায়িত্ব পেয়েছেন আদিবাসী উন্নয়ন দপ্তরের ।