ETV Bharat / state

রাজীবকে গ্রেপ্তার করতে আদালতে দাউদের প্রসঙ্গ টানলেন CBI-এর আইনজীবী - rajeev kumar

বিচারকের উদ্দেশে CBI আইনজীবী বলেন, "রাজীব কুমারকে সমন পাঠানো হচ্ছে । অথচ উনি আসছেন না । এটা ক্রিমিনাল কন্সপিরেসি । হাইকোর্ট বলেছে, ওঁকে সাহায্য করতে । ওঁর খোঁজও মিলছে না । সর্বত্র খোঁজা হয়েছে । নোটিশ পাঠানো হয়েছিল । কিন্তু, তাঁর দেখা নেই । রাজীব কুমার পলাতক ।"

রাজীব কুমার
author img

By

Published : Sep 19, 2019, 3:18 PM IST

Updated : Sep 19, 2019, 5:33 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : আজ আলিপুর আদালতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী গোপাল হালদার ৷ পাশাপাশি, তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায় CBI ৷ সওয়াল-জবাব চলাকালীন রাজীব কুমার 'পলাতক' বলে আদালতে জানান CBI-এর আইনজীবী ৷

CGO কমপ্লেক্সে হাজিরার জন্য একাধিকবার CBI-এর তরফে রাজীব কুমারকে নোটিশ পাঠানো হয় ৷ কিন্তু, হাজিরা এড়িয়ে গেছেন তিনি ৷ শুনানি চলাকালীন আজ বিচারকের উদ্দেশে CBI-এর আইনজীবী বলেন, "রাজীব কুমারকে সমন পাঠানো হচ্ছে । অথচ উনি আসছেন না । এটা ক্রিমিনাল কন্সপিরেসি । হাইকোর্ট বলেছে, ওঁকে সাহায্য করতে । DGP-কেও চিঠি দেওয়া হয়েছে ৷ এছাড়া সব IPS কোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ ওঁর খোঁজও পাওয়া যাচ্ছে না । সর্বত্র খোঁজা হয়েছে । নোটিশ পাঠানো হয়েছিল । কিন্তু, তাঁর দেখা নেই । রাজীব কুমার পলাতক ।"

চিটফান্ড মামলায় বৃহত্তর ষড়যন্ত্রকারী রাজীব কুমার । ওই তদন্তের সঙ্গে জড়িত তিন পুলিশ কর্তা CBI-কে হলফনামা দিয়ে একথা জানিয়েছেন ৷ শুনানির সময় CBI-এর আইনজীবী বলেন, "তদন্তের সঙ্গে যুক্ত তিন পুলিশ কর্তা রাজীব কুমারের নির্দেশে কাজ করেছেন । SIT-এর তদন্তকারী অফিসারকে নির্দেশ দিতেন অর্ণব ঘোষ । তাঁকে নির্দেশ দিতেন রাজীব কুমার । " তখন বিচারক বলেন , "রাজীব কুমারকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কাছে যখন সব নথি রয়েছে তাহলে আদালতে এসেছেন কেন ? " তখন CBI-এর আইনজীবী দাউদের পালানোর প্রসঙ্গ টেনে বলেন, "দাউদের ক্ষেত্রে পুরো বিষয়টি ভালোভাবে বাঁধার জন্য আদালতে যাওয়া হয়েছিল ৷ আমরা চাই আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করতে ৷ "

এর পালটা রাজীব কুমারের আইনজীবীর বক্তব্য, "45(2) ধারায় বলা আছে, গ্রেপ্তারের জন্য রাজ্যের অনুমতি নিতে হবে ৷ এমনকী, শিলংয়ে তাঁকে 40 ঘণ্টা ধরে টানা জেরা করা হয়েছিল ৷ তাই তদন্তে অসহযোগিতার প্রশ্ন ওঠে না ৷" সওয়াল-জবাব চলার পর আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারক সুব্রত মুখার্জি ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর : আজ আলিপুর আদালতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী গোপাল হালদার ৷ পাশাপাশি, তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায় CBI ৷ সওয়াল-জবাব চলাকালীন রাজীব কুমার 'পলাতক' বলে আদালতে জানান CBI-এর আইনজীবী ৷

CGO কমপ্লেক্সে হাজিরার জন্য একাধিকবার CBI-এর তরফে রাজীব কুমারকে নোটিশ পাঠানো হয় ৷ কিন্তু, হাজিরা এড়িয়ে গেছেন তিনি ৷ শুনানি চলাকালীন আজ বিচারকের উদ্দেশে CBI-এর আইনজীবী বলেন, "রাজীব কুমারকে সমন পাঠানো হচ্ছে । অথচ উনি আসছেন না । এটা ক্রিমিনাল কন্সপিরেসি । হাইকোর্ট বলেছে, ওঁকে সাহায্য করতে । DGP-কেও চিঠি দেওয়া হয়েছে ৷ এছাড়া সব IPS কোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ ওঁর খোঁজও পাওয়া যাচ্ছে না । সর্বত্র খোঁজা হয়েছে । নোটিশ পাঠানো হয়েছিল । কিন্তু, তাঁর দেখা নেই । রাজীব কুমার পলাতক ।"

চিটফান্ড মামলায় বৃহত্তর ষড়যন্ত্রকারী রাজীব কুমার । ওই তদন্তের সঙ্গে জড়িত তিন পুলিশ কর্তা CBI-কে হলফনামা দিয়ে একথা জানিয়েছেন ৷ শুনানির সময় CBI-এর আইনজীবী বলেন, "তদন্তের সঙ্গে যুক্ত তিন পুলিশ কর্তা রাজীব কুমারের নির্দেশে কাজ করেছেন । SIT-এর তদন্তকারী অফিসারকে নির্দেশ দিতেন অর্ণব ঘোষ । তাঁকে নির্দেশ দিতেন রাজীব কুমার । " তখন বিচারক বলেন , "রাজীব কুমারকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কাছে যখন সব নথি রয়েছে তাহলে আদালতে এসেছেন কেন ? " তখন CBI-এর আইনজীবী দাউদের পালানোর প্রসঙ্গ টেনে বলেন, "দাউদের ক্ষেত্রে পুরো বিষয়টি ভালোভাবে বাঁধার জন্য আদালতে যাওয়া হয়েছিল ৷ আমরা চাই আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করতে ৷ "

এর পালটা রাজীব কুমারের আইনজীবীর বক্তব্য, "45(2) ধারায় বলা আছে, গ্রেপ্তারের জন্য রাজ্যের অনুমতি নিতে হবে ৷ এমনকী, শিলংয়ে তাঁকে 40 ঘণ্টা ধরে টানা জেরা করা হয়েছিল ৷ তাই তদন্তে অসহযোগিতার প্রশ্ন ওঠে না ৷" সওয়াল-জবাব চলার পর আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারক সুব্রত মুখার্জি ৷

Intro:কলকাতা, ১৯ সেপ্টেম্বর: চিটফান্ড মামলায় বৃহত্তর ষড়যন্ত্রকারী রাজীব কুমার। তদন্তের সঙ্গে জড়িত তিন পুলিশ কর্তা সিবিআইকে এফিডেভিট করে জানিয়েছেন, তারা রাজিব কুমারের নির্দেশে কাজ করেছেন। সিটের তদন্তকারী অফিসারকে নির্দেশ দিতেন অর্ণব ঘোষ। তাঁকে নির্দেশ দিতেন রাজীব কুমার। আলিপুর আদালতে এমন দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী।
Body:বিস্তারিত আসছেConclusion:
Last Updated : Sep 19, 2019, 5:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.