কলকাতা, 9 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'বিকশিত ভারত' সংকল্পের অনুপ্রেরণায় একটি অনন্য প্রতিযোগিতার আয়োজন করল রাজভবন ৷ বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস সকলকে এই প্রতিযোগিতায় যোগদানে আমন্ত্রণ জানিয়েছেন । আগামী 15 ডিসেম্বরের মধ্যে নাম, ছবি-সহ নির্দিষ্ট ইমেল আইডিতে আবেদন করতে বলা হয়েছে । রাজভবন সূত্রের খবর, প্রতিটি প্রতিযোগিতায় প্রতিটি বিভাগ থেকে 5 জন বিজয়ী নির্বাচন করা হবে। প্রত্যেককে 10 হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে রাজভবনের তরফে বলা হয়েছে, "এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতা উন্নত ভারতের কল্পনা করতে সাহায্য করবে । 'বিকশিত ভারত' প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতাও আছে ।"
1.প্রবন্ধ প্রতিযোগিতা: অংশগ্রহণকারীদের 'বিকশিত ভারতের ধারনা' বিষয়ের উপর প্রবন্ধ জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । প্রবন্ধগুলি সংক্ষিপ্ত হবে । তবে, কমপক্ষে তা 1000 শব্দের হতে হবে । যা ভারতের উন্নয়নের জন্য উদ্ভাবনী ধারনাগুলিকে প্রতিফলিত করবে ।
2. জেনারেটিভ এআই রচনা প্রতিযোগিতা: এটি একটি যুগান্তকারী সংযোজন । প্রতিযোগিতায় এআই-এর মাধ্য়মে তৈরি প্রবন্ধগুলিকে স্বাগত জানানো হয়েছে । এক্ষেত্রেও প্রবন্ধ লিখতে হবে 1000 শব্দের মধ্যে ৷ বিষয়: 'বিকশিত ভারতের ধারনা' ৷
3. এআই-জেনারেটেড পেন্টিং: শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মিলনের কথা মাথায় রেখে 'বিকশিত ভারতের ধারনা' বিষয়ক এআই জেনারেটেড পেন্টিং-এরও একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷
4. ইনফোগ্রাফিক্স প্রতিযোগিতা: প্রতিযোগিতাটি #Ideas4ViksitBharat-এর ওপর বেশকিছু ইনফোগ্রাফিক্স তৈরির আহ্বান জানিয়েছে । এক্ষত্রে আবেদন পত্রের সঙ্গে 5-10টি ইনফোগ্রাফিক্স যুক্ত করার কথা বলা হয়েছে ।
কীভাবে আবেদন করবেন ?
রাজভবন জানিয়েছে, আবেদনকারীদের ইমেলে তাদের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এবং ঠিকানা লিখতে হবে। আবেদন পত্র ইংরেজি, বাংলা এবং হিন্দি 3 ভাষাতেই নেওয়া হবে।
কোথায় আবেদন করা যাবে ?
সমস্ত তথ্য আগামী ই-মেইল আইডি: aamnesaamne.rajbhavankolkata@gmail.com এ 15 ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে । নির্দিষ্ট বিষয় উল্লেখ করে সাবজেক্টে লিখতে বলা হয়েছে ।
আরও পড়ুন: