ETV Bharat / state

Professor Recruitment: অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ, উত্তীর্ণদের নম্বর প্রকাশের নির্দেশ হাইকোর্টের

কলেজ সার্ভিস কমিশনের কলেজগুলোতে অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ অবিলম্বে সমস্ত উত্তীর্ণ প্রার্থীর নম্বর প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

professor recruitment Corruption: Calcutta High Court orders to release marks of successful candidates
অধ্যাপক নিয়োগে দুর্নীতি! উত্তীর্ণদের নম্বর প্রকাশের নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Nov 15, 2021, 6:04 PM IST

কলকাতা, 15 নভেম্বর: কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজগুলোতে অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ (Professor Recruitment Corruption)। সমস্ত উত্তীর্ণ প্রার্থীদের নম্বর অবিলম্বে প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছিলেন ৷ কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে কলেজ সার্ভিস কমিশন ও রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে । সেই আপিলের প্রেক্ষিতে আজ ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেসং ভুটিয়ার ডিভিশন বেঞ্চ কলেজ সার্ভিস কমিশনকে অবিলম্বে উত্তীর্ণ প্রার্থীদের নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল ।

এ ব্যাপারে মামলাকারীদের তরফে ভূগোলের উত্তীর্ণ প্রার্থী বিনয়কৃষ্ণ পাল বলেন, ‘‘2018 সালের সরকার ঘোষিত কলেজগুলিতে নিয়োগের জন্য প্রায় 30 হাজার প্রার্থী আবেদন জানিয়েছিলেন । মোট প্রায় দুই হাজারের মতো শূন্য পদ ছিল । ফল বেরোলে পরে দেখা যায় যে, মেধাতালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ যাঁদেরকে উত্তীর্ণ বলে দেখানো হচ্ছে, তার মধ্যে ব্যাপক কারচুপি করা হয়েছে । বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম আমরা । আমাদের দাবি ছিল, সমস্ত উত্তীর্ণ প্রার্থীর নম্বরের বিভাজন-সহ অর্থাৎ কোন খাতে একজন প্রার্থীকে কী নম্বর দেওয়া হয়েছে, সেই সমস্ত উল্লেখ করে তালিকা প্রকাশ করা হোক । বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ আমাদের আবেদনে স্বীকৃতি দিয়েছিলেন । কিন্তু কলেজ সার্ভিস কমিশন ও রাজ্য সরকার এই তালিকা প্রকাশ করবে না বলে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল । ডিভিশন বেঞ্চ আজ ফের আমাদের আবেদনে স্বীকৃতি দিয়েছে । রাজ্য যে আপিল করেছিল তা খারিজ করে দিয়েছে ।"

আরও পড়ুন: Nandigram Election Case: নন্দীগ্রামের ফল পুনর্বিবেচনা মামলার শুনানি হাইকোর্টে

মামলাকারীদের তরফে আইনজীবী কাজল রায় বলেন, "সারা রাজ্যে অধ্যাপক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন । তাঁদের মূল দাবি ছিল উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করা হোক । কিন্তু রাজ্য সরকার ফল প্রকাশ করতে অস্বীকার করেন । রাজ্য ও কলেজ সার্ভিস কমিশন উভয়ের বক্তব্য ছিল, আরটিআই অ্যাক্ট-এর নিয়ম অনুযায়ী এইভাবে প্রার্থীদের নম্বর প্রকাশ করা যায় না । সেটা আইন বিরুদ্ধ । কিন্তু ডিভিশন বেঞ্চ নির্দেশে স্পষ্ট জানিয়েছে ছাত্র-ছাত্রীদের স্বার্থে, জনস্বার্থে সমস্ত প্রার্থী যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নম্বর বিভাজন-সহ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে ।"

আরও পড়ুন: Narendra Modi: মানুষের নাড়ি বুঝতে ’24-এর নির্বাচনের আগে মোদিরও অস্ত্র ‘দুয়ারে সরকার’

কলকাতা, 15 নভেম্বর: কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজগুলোতে অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ (Professor Recruitment Corruption)। সমস্ত উত্তীর্ণ প্রার্থীদের নম্বর অবিলম্বে প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছিলেন ৷ কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে কলেজ সার্ভিস কমিশন ও রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে । সেই আপিলের প্রেক্ষিতে আজ ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেসং ভুটিয়ার ডিভিশন বেঞ্চ কলেজ সার্ভিস কমিশনকে অবিলম্বে উত্তীর্ণ প্রার্থীদের নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল ।

এ ব্যাপারে মামলাকারীদের তরফে ভূগোলের উত্তীর্ণ প্রার্থী বিনয়কৃষ্ণ পাল বলেন, ‘‘2018 সালের সরকার ঘোষিত কলেজগুলিতে নিয়োগের জন্য প্রায় 30 হাজার প্রার্থী আবেদন জানিয়েছিলেন । মোট প্রায় দুই হাজারের মতো শূন্য পদ ছিল । ফল বেরোলে পরে দেখা যায় যে, মেধাতালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ যাঁদেরকে উত্তীর্ণ বলে দেখানো হচ্ছে, তার মধ্যে ব্যাপক কারচুপি করা হয়েছে । বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম আমরা । আমাদের দাবি ছিল, সমস্ত উত্তীর্ণ প্রার্থীর নম্বরের বিভাজন-সহ অর্থাৎ কোন খাতে একজন প্রার্থীকে কী নম্বর দেওয়া হয়েছে, সেই সমস্ত উল্লেখ করে তালিকা প্রকাশ করা হোক । বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ আমাদের আবেদনে স্বীকৃতি দিয়েছিলেন । কিন্তু কলেজ সার্ভিস কমিশন ও রাজ্য সরকার এই তালিকা প্রকাশ করবে না বলে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল । ডিভিশন বেঞ্চ আজ ফের আমাদের আবেদনে স্বীকৃতি দিয়েছে । রাজ্য যে আপিল করেছিল তা খারিজ করে দিয়েছে ।"

আরও পড়ুন: Nandigram Election Case: নন্দীগ্রামের ফল পুনর্বিবেচনা মামলার শুনানি হাইকোর্টে

মামলাকারীদের তরফে আইনজীবী কাজল রায় বলেন, "সারা রাজ্যে অধ্যাপক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন । তাঁদের মূল দাবি ছিল উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করা হোক । কিন্তু রাজ্য সরকার ফল প্রকাশ করতে অস্বীকার করেন । রাজ্য ও কলেজ সার্ভিস কমিশন উভয়ের বক্তব্য ছিল, আরটিআই অ্যাক্ট-এর নিয়ম অনুযায়ী এইভাবে প্রার্থীদের নম্বর প্রকাশ করা যায় না । সেটা আইন বিরুদ্ধ । কিন্তু ডিভিশন বেঞ্চ নির্দেশে স্পষ্ট জানিয়েছে ছাত্র-ছাত্রীদের স্বার্থে, জনস্বার্থে সমস্ত প্রার্থী যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নম্বর বিভাজন-সহ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে ।"

আরও পড়ুন: Narendra Modi: মানুষের নাড়ি বুঝতে ’24-এর নির্বাচনের আগে মোদিরও অস্ত্র ‘দুয়ারে সরকার’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.