কলকাতা, 8 এপ্রিল : কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে বেসরকারি বাসগুলিকে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে । কিন্তু পরিকাঠামোর অভাবে নিয়ম মেনে বাস ডিপোগুলিকে স্যানিটাইজ় করা সম্ভব হচ্ছে না বলে দাবি বাস মালিকদের । তাই এবিষয়ে পরিবহন দপ্তরের সাহায্য চাইল বেসরকারি বাস সংগঠনগুলি ।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেনে, "এখন বেশি সংখ্যক বাসই বন্ধ রয়েছে । অত্যাবশ্যক কাজের জন্য শুধু কিছু সংখ্যক বাস চলছে। তবে কোরোনা মোকাবিলায় প্রত্যেকদিন বাসগুলিকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে । কিন্তু কোরোনার মতো মহামারীর সংক্রমণ রুখতে শুধুমাত্র সাবান ও জল দিয়ে পরিষ্কার যথেষ্ট নয় । তাই আমরা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানাচ্ছি যাতে তিনি প্রতিটি বেসরকারি বাস ও ডিপোগুলিকে স্যানিটাইজ় করার পদক্ষেপ করেন ।"
শহরের বেশিরভাগ মানুষ গণপরিবহনের উপর নির্ভরশীল । প্রতিদিন বহু মানুষ বাসে যাতায়াত করেন । দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা । তপনবাবু বলেন, " লকডাউন তুলে নেওয়া হলেও যে দেশ সম্পূর্ণভাবে কোরোনামুক্ত হবে তেমনটা নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা । তাই পরিষেবা চালু হওয়ার আগেই সানিটাইজ় করানো প্রয়োজন বেসরকারি বাসগুলিতে ।"
অন্যদিকে, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রদীপ নারায়ণ বোস বলেন , " আমি এই বিষয়ে পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগমকে জানিয়েছি । আমাদের আর্জি, লকডাউন উঠে যাওয়ার আগের দিন দু'বার অর্থাৎ সকালবেলায় ও রাতেরবেলায় বাসগুলিকে যেন স্যানিটাইজ় করার ব্যবস্থা করানো হয় । পাশাপাশি পরিষেবা শুরু হয়ে গেলে যাতে সকালে বাস বেরোনোর আগে একবার এবং সারাদিন পরে বাস ডিপোতে এলে আর একবার স্যানিটাইজ় করানো হয় সেই বিষয় আবেদন জানিয়েছি ।"
বেসরকারি বাস ও ডিপোগুলিকে স্যানিটাইজ় করার দাবি সংগঠনগুলির - private bus
বেসরকারি বাস ও ডিপোগুলিকে দুইবার করে স্যানিটাইজ় করার আর্জি জানালো বাস সংগঠনগুলি ।
কলকাতা, 8 এপ্রিল : কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে বেসরকারি বাসগুলিকে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে । কিন্তু পরিকাঠামোর অভাবে নিয়ম মেনে বাস ডিপোগুলিকে স্যানিটাইজ় করা সম্ভব হচ্ছে না বলে দাবি বাস মালিকদের । তাই এবিষয়ে পরিবহন দপ্তরের সাহায্য চাইল বেসরকারি বাস সংগঠনগুলি ।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেনে, "এখন বেশি সংখ্যক বাসই বন্ধ রয়েছে । অত্যাবশ্যক কাজের জন্য শুধু কিছু সংখ্যক বাস চলছে। তবে কোরোনা মোকাবিলায় প্রত্যেকদিন বাসগুলিকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে । কিন্তু কোরোনার মতো মহামারীর সংক্রমণ রুখতে শুধুমাত্র সাবান ও জল দিয়ে পরিষ্কার যথেষ্ট নয় । তাই আমরা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানাচ্ছি যাতে তিনি প্রতিটি বেসরকারি বাস ও ডিপোগুলিকে স্যানিটাইজ় করার পদক্ষেপ করেন ।"
শহরের বেশিরভাগ মানুষ গণপরিবহনের উপর নির্ভরশীল । প্রতিদিন বহু মানুষ বাসে যাতায়াত করেন । দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা । তপনবাবু বলেন, " লকডাউন তুলে নেওয়া হলেও যে দেশ সম্পূর্ণভাবে কোরোনামুক্ত হবে তেমনটা নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা । তাই পরিষেবা চালু হওয়ার আগেই সানিটাইজ় করানো প্রয়োজন বেসরকারি বাসগুলিতে ।"
অন্যদিকে, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রদীপ নারায়ণ বোস বলেন , " আমি এই বিষয়ে পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগমকে জানিয়েছি । আমাদের আর্জি, লকডাউন উঠে যাওয়ার আগের দিন দু'বার অর্থাৎ সকালবেলায় ও রাতেরবেলায় বাসগুলিকে যেন স্যানিটাইজ় করার ব্যবস্থা করানো হয় । পাশাপাশি পরিষেবা শুরু হয়ে গেলে যাতে সকালে বাস বেরোনোর আগে একবার এবং সারাদিন পরে বাস ডিপোতে এলে আর একবার স্যানিটাইজ় করানো হয় সেই বিষয় আবেদন জানিয়েছি ।"