কলকাতা, 18 জুলাই : বেতন বৃদ্ধির দাবিতে আজ প্রাথমিক শিক্ষকরা মিছিল করেন । মিছিলে ছিলেন প্রায় 400 জন শিক্ষক শিক্ষিকা । মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ধর্মতলায় । পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি হয় প্রাথমিক শিক্ষকদের ।
সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন ও ভাতার দাবিতে আজ দুপুরে সুবোধ মল্লিক স্কয়্যার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা । ধর্মতলায় মিছিল আটকায় পুলিশ । পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন প্রাথমিক শিক্ষকরা । তখন তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ।
মিছিলে ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মণ্ডল । তিনি বলেন, "সপ্তম বেতন কমিশনের সুপারিশ অধিকাংশ রাজ্য মেনে নিলেও পশ্চিমবঙ্গে তা মানা হয়নি । রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের কাজ শুরু হয়েছে 2015 সালে । কিন্তু তার মেয়াদ বেড়েই চলেছে । তাই আমরা পথে নেমেছি । আমরা কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক বেতন ও ভাতা চাই । " মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চিঠি দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । নিমাইবাবু বলেন, "চিঠি মোতাবেক মুখ্যমন্ত্রী আমাদের সময় দেবেন আশা করছি । যদি তিনি সময় না দেন তাহলে আমরা বিকল্প পথের খোঁজ করব ।"আগামী দিনে এই দাবিতে জোরদার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা ।