কলকাতা, 5 মার্চ : দেড় মাস কেটে গেছে । কিন্তু কোনও দাবি পূরণ হয়নি । তাই এবার নিজেদের দাবি পূরণের জন্য কলেজ স্ট্রিট মোড়ে অবস্থান শুরু করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু ও গার্লস হস্টেলের আবাসিক ও পড়ুয়ারা । যার জেরে কলেজ স্ট্রিট মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় ।
জানুয়ারির শেষ থেকে হিন্দু হস্টেল নিয়ে একাধিক দাবিতে ক্যাম্পাসেই অবস্থান করছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । কিন্তু দেড় মাস পরও পূরণ হয়নি কোনও দাবি । বরং অভিযোগ ক্যাম্পাসে আসাই বন্ধ করে দিয়েছেন উপাচার্য অনুরাধা লোহিয়া । তাই আজ প্রথমে মিছিল করে প্রেসিডেন্সির পডু়য়ারা । মিছিল ক্যাম্পাস থেকে শুরু হয় । তারপর কলেজ স্ট্রিট মোড়ে মিছিল পৌঁছালে সেখানেই অবস্থান শুরু করে তারা ।
পড়ুয়াদের সকলের হাতেই ছিল থালা-বাসন । মেস স্টাফ না থাকার কারণে অনাহারে থাকতে হচ্ছে তা বোঝাতেই থালা-বাসন বাজিয়ে মিছিল করে তারা । পড়ুয়াদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না উপাচার্য তাদের সমস্যার কোনও সমাধান করছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে ।