কলকাতা, 24 মে : আমফানের জেরে তছনছ কলকাতা । বেশিরভাগ জায়গায় চারদিন ধরে বিদ্যুৎ নেই । CESC-র বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন এলাকায় । এই পরিস্থিতিতে আজ রাজ্য়ের স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে জানানো হয়, CESC সরকারকে জানিয়েছে, তারা পাটুলি, মুকুন্দপুর, যাদবপুর, NSC বোস রোড, বেহালা চৌরাস্তাসহ কলকাতার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করে দিয়েছে ।
চারদিন হয়ে গেলেও বিদ্যুৎ পরিষেবা ঠিক না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কলকাতার একাংশ মানুষ । প্রশ্ন তুলতে থাকেন, যে রাজ্যে বিদ্যুতের দাম এত বেশি সেখানে পরিষেবার অবস্থা এমন কেন ? গতকাল আমফান নিয়ে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী বলেন, "CESC-কে কি মারধর করব ? ওটা আলাদা সংস্থা । আমাদের এতে হাতে নেই । বাম জমানায় ওরা কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলির একাংশে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব পায় । আর আমার কিছু করার নেই । কারণ ওরাই জানে কোন তার কোথায় রয়েছে । ফলে, অন্য কাউকে দিয়ে মেরামতও সম্ভব নয় ।"
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর আজ আবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, CESC সরকারকে রিপোর্ট দিয়ে জানিয়েছে, তারা পাটুলি, মুকুন্দপুর, যাদবপুর, NSC বোস রোড, রিজেন্ট এস্টেট, সেলিমপুর, সার্ভে পার্ক, রাসবিহারী কানেক্টর, বেহালা চৌরাস্তা, জেমস লং সরণি, শীলপাড়া, লেকটাউন, নাগের বাজার, বি বি চ্যাটার্জি রোডের মেজর এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করেছে ।
স্বরাষ্ট্র দপ্তরের তরফে করা দ্বিতীয় টুইটে জানানো হয়েছে, পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার কাজ সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।
এদিকে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে, WBSEDCL-ও রাজ্যের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা সচল করেছে । গড়িয়া, বাঁশদ্রোণী, কেষ্টপুর, বাগুইআটি, তেঘরিয়া, সল্টলেক, নিউটাউন, বারাসত, তমলুক, এগরা, কাঁথি, কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী, রানাঘাট, গয়েশপুর, নদিয়ার বিস্তীর্ণ এলাকা ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় পরিষেবা স্বাভাবিক হয়েছে ।
সরকারকে দেওয়া রিপোর্ট WBSEDCL জানিয়েছে, হাসপাতাল ও পাম্পিং স্টেশনেও বিদ্যুৎ পরিষেবা চালু করে দেওয়া হয়েছে ।
বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্বরাষ্ট্র দপ্তরের ফের একটি টুইটে জানানো হয়, আরও কয়েকটি জায়গায় বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে ৷ এই অঞ্চলগুলি হল EM বাইপাসের লক্সরহাটের আশপাশের এলাকা, পাতিপুকুর, বেলগাছিয়া, মানিকতলা মেন রোড, লর্ডস মোড়, প্রিন্স আনোয়ার শাহ রোডের হরিপদ দত্ত লেন ও বকতিয়ার শাহ রোড ৷ অন্যদিকে উত্তর 24 পরগণার বনগাঁ, নৈহাটি, হালিশহর, ব্যারাকপুরের অধিকাংশ অংশেই বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিদিন 24 ঘন্টাই কাজ করা হচ্ছে ৷
WBSEDCL -র তরফে জানানো হয়েছে আমফান প্রভাবিত জেলাগুলিতে যে 273টি সাব স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারমধ্যে 213টি ঠিক করা হয়েছে ৷ হাই ও লো টেনশন বৈদ্যুতিক তারে কাজ চলছে ৷ হুগলি ও চন্দননগরের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে ৷