ETV Bharat / state

বৃষ্টি বন্ধ হলেই ফের বাড়বে শীত - possibility of decreasing temperature

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্ধমান, পানাগড়, আসানসোল, বীরভূম, মেদিনীপুরে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে । সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হয়েছে বৃষ্টি ৷ তবে পরিমাণ খুবই কম ৷

aa
মেঘলা আকাশ
author img

By

Published : Jan 9, 2020, 9:58 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে ৷ তবে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ বন্ধ হতে পারে বৃষ্টি ৷ তাপমাত্রার পারদও নামতে পারে ৷

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্ধমান, পানাগড়, আসানসোল, বীরভূম, মেদিনীপুরে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে । সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হয়েছে বৃষ্টি ৷ তবে পরিমাণ খুবই কম ৷ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে ফের আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা । পড়তে পারে জাঁকিয়ে শীতও ৷

উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজ মূলত বৃষ্টি হবে ৷ আগামী 24 ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, সিকিমের পার্বত্য এলাকায় । আগামী 48 ঘণ্টায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও ৷ তবে তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে ৷ কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে রাজ্যজুড়ে আগামী দু'দিন।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই বৃষ্টি হচ্ছে ৷ এই সময় প্রতিবছর পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে উত্তর-পূর্ব ভারতে ৷ শীতের সময় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হিমাচল প্রদেশ ও দিল্লিতে প্রতি বছর এই সময় বৃষ্টি হয় ৷ ঝঞ্ঝার দাপট বেশি থাকলে বৃষ্টি হয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ৷

কলকাতা, 9 জানুয়ারি : সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে ৷ তবে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ বন্ধ হতে পারে বৃষ্টি ৷ তাপমাত্রার পারদও নামতে পারে ৷

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্ধমান, পানাগড়, আসানসোল, বীরভূম, মেদিনীপুরে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে । সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হয়েছে বৃষ্টি ৷ তবে পরিমাণ খুবই কম ৷ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে ফের আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা । পড়তে পারে জাঁকিয়ে শীতও ৷

উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজ মূলত বৃষ্টি হবে ৷ আগামী 24 ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, সিকিমের পার্বত্য এলাকায় । আগামী 48 ঘণ্টায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও ৷ তবে তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে ৷ কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে রাজ্যজুড়ে আগামী দু'দিন।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই বৃষ্টি হচ্ছে ৷ এই সময় প্রতিবছর পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে উত্তর-পূর্ব ভারতে ৷ শীতের সময় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হিমাচল প্রদেশ ও দিল্লিতে প্রতি বছর এই সময় বৃষ্টি হয় ৷ ঝঞ্ঝার দাপট বেশি থাকলে বৃষ্টি হয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ৷

Intro:কাল থেকে আবহাওয়ার উন্নতি বৃষ্টি বন্ধ হবে। দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনাBody:আগামীকাল থেকে বৃষ্টি বন্ধ হবে। দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনাConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.