ETV Bharat / state

মিছিল আটকাল পুলিশ, রোড শো-র বদলে পদযাত্রা বিজেপি-র - রোড শো-র বদলে পদযাত্রার সিদ্ধান্ত বিজেপি-র

মিছিল করতে হলে হেঁটে করতে হবে বলে জানিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে । এরপরেই বিজেপি-র পক্ষ থেকে রোড শো-র বদলে পদযাত্রার সিদ্ধান্ত নেওয়া হয় ।

BJP rally
রোড শো-র বদলে পদযাত্রার সিদ্ধান্ত বিজেপি-র
author img

By

Published : Jan 4, 2021, 3:30 PM IST

Updated : Jan 4, 2021, 3:58 PM IST

কলকাতা , 4 জানুয়ারি : শুরুতেই বিজেপির মিছিল আটকাল কলকাতা পুলিশ । পুলিশের অভিযোগ, মিছিলে অনুমতি নেই । এরপরই বিজেপি কর্মী এবং পুলিশদের মধ্যে ধস্তাধস্তি হয় । কলকাতা পুলিশ জানিয়ে দেয়, হেঁটেই মিছিল করতে হবে । তাই হেঁটে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির সদর কার্যালয় পৌঁছাবে বিজেপি । জানালেন বিজেপি রাজ্য কমিটির সদস্য রাকেশ সিং ।

আজ কৈলাস বিজয়বর্গীয়, শোভন চট্টোপাধ্যায় ও রাকেশ সিংয়ের নেতৃত্বে বিজেপির বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল । কিন্তু, মিছিলের অনুমতি দেয়নি পুলিশ । দুপুর সাড়ে 3টে নাগাদ কলকাতার আলিপুর থেকে ওই মিছিল শুরু হওয়ার কথা ছিল । কিন্তু গতরাতে শোনা যায়, বাইক মিছিলের অনুমতি দেয়নি লালবাজার । গাড়ি মিছিলের অনুমতি না দেওয়া নিয়ে পুলিশের সিদ্ধান্তে মোটেও খুশি হননি বিজেপি নেতারা । তবে মিছিল নিয়ে তাঁরা অনড় ছিলেন । তাই, বাইক ও গাড়ির সংখ্যা কমিয়ে মিছিলের সিদ্ধান্ত নেন তাঁরা ।

আরও পড়ুন, পুলিশ অনুমতি দেয়নি, মিছিলে অনড় বিজেপি

কিন্তু মিছিল শুরুর আগে বিজেপিকে বাধা দেয় পুলিশ । মিছিল করতে হলে হেঁটে করতে হবে বলে জানিয়ে দেওয়া হয় । এরপরেই রোড শো-র বদলে পদযাত্রার সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি-র পক্ষ থেকে ।

কলকাতা , 4 জানুয়ারি : শুরুতেই বিজেপির মিছিল আটকাল কলকাতা পুলিশ । পুলিশের অভিযোগ, মিছিলে অনুমতি নেই । এরপরই বিজেপি কর্মী এবং পুলিশদের মধ্যে ধস্তাধস্তি হয় । কলকাতা পুলিশ জানিয়ে দেয়, হেঁটেই মিছিল করতে হবে । তাই হেঁটে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির সদর কার্যালয় পৌঁছাবে বিজেপি । জানালেন বিজেপি রাজ্য কমিটির সদস্য রাকেশ সিং ।

আজ কৈলাস বিজয়বর্গীয়, শোভন চট্টোপাধ্যায় ও রাকেশ সিংয়ের নেতৃত্বে বিজেপির বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল । কিন্তু, মিছিলের অনুমতি দেয়নি পুলিশ । দুপুর সাড়ে 3টে নাগাদ কলকাতার আলিপুর থেকে ওই মিছিল শুরু হওয়ার কথা ছিল । কিন্তু গতরাতে শোনা যায়, বাইক মিছিলের অনুমতি দেয়নি লালবাজার । গাড়ি মিছিলের অনুমতি না দেওয়া নিয়ে পুলিশের সিদ্ধান্তে মোটেও খুশি হননি বিজেপি নেতারা । তবে মিছিল নিয়ে তাঁরা অনড় ছিলেন । তাই, বাইক ও গাড়ির সংখ্যা কমিয়ে মিছিলের সিদ্ধান্ত নেন তাঁরা ।

আরও পড়ুন, পুলিশ অনুমতি দেয়নি, মিছিলে অনড় বিজেপি

কিন্তু মিছিল শুরুর আগে বিজেপিকে বাধা দেয় পুলিশ । মিছিল করতে হলে হেঁটে করতে হবে বলে জানিয়ে দেওয়া হয় । এরপরেই রোড শো-র বদলে পদযাত্রার সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি-র পক্ষ থেকে ।

Last Updated : Jan 4, 2021, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.