ETV Bharat / state

ধর্মতলায় মাদ্রাসা শিক্ষকদের জমায়েত, টেনে-হিঁচড়ে নিয়ে গেল পুলিশ

অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষকরা ধর্মতলায় জড়ো হতে শুরু করলেই তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ ।

Kolkata
মাদ্রাসা শিক্ষকদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা মেয়ো রোডে
author img

By

Published : Dec 1, 2020, 1:15 PM IST

Updated : Dec 1, 2020, 1:42 PM IST

কলকাতা , 1 ডিসেম্বর : আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ়ড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন । সেই ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই ধর্মতলায় আসতে শুরু করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষকরা । কিন্তু, সেখানে আসতেই তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ । জমায়েতকারী মাদ্রাসা শিক্ষকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।

একাধিক দাবিতে আজ গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ সহ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তারা । কিন্তু মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ , মিছিল শুরুর আগেই তাঁদের বাধা দেয় পুলিশ-প্রশাসন । জোর করে টেনেহিঁচড়ে তাঁদের পুলিশ ভ্যানে তোলা হয় ।

ধর্মতলায় মাদ্রাসা শিক্ষকদের জমায়েত ঘিরে উত্তেজনা

বিক্ষোভকারী এক মাদ্রাসা শিক্ষক মুখ্যমন্ত্রী ও পুলিশ-প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দেন । বলেন , "বেতনের দাবিতে প্রশাসনের চিঠি নিয়ে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ-সহ নবান্ন অভিযান ছিল আমাদের । সেখানে অনুমোদহীন মাদ্রাসার সমস্ত শিক্ষক-শিক্ষিকারা এসেছেন । আন্দোলন তো দূরে থাক , আমরা রাস্তায় একটু চলাচল করতেই পুলিশ প্রশাসন আমাদের টেনেহিঁচড়ে মেরে ভ্যানে তুলেছে । আমাদের কোনও কথা শুনতে চায়নি । এটা হয়তো মাননীয়া ভুলে গেছেন আমরা শিক্ষকরা কখনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করি না । আমরা সবসময় শিক্ষাদান করে এসছি । আমাদের উপর এইরকম অমানবিক অত্যাচার কেন করা হবে । "

কলকাতা , 1 ডিসেম্বর : আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ়ড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন । সেই ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই ধর্মতলায় আসতে শুরু করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষকরা । কিন্তু, সেখানে আসতেই তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ । জমায়েতকারী মাদ্রাসা শিক্ষকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।

একাধিক দাবিতে আজ গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ সহ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তারা । কিন্তু মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ , মিছিল শুরুর আগেই তাঁদের বাধা দেয় পুলিশ-প্রশাসন । জোর করে টেনেহিঁচড়ে তাঁদের পুলিশ ভ্যানে তোলা হয় ।

ধর্মতলায় মাদ্রাসা শিক্ষকদের জমায়েত ঘিরে উত্তেজনা

বিক্ষোভকারী এক মাদ্রাসা শিক্ষক মুখ্যমন্ত্রী ও পুলিশ-প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দেন । বলেন , "বেতনের দাবিতে প্রশাসনের চিঠি নিয়ে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ-সহ নবান্ন অভিযান ছিল আমাদের । সেখানে অনুমোদহীন মাদ্রাসার সমস্ত শিক্ষক-শিক্ষিকারা এসেছেন । আন্দোলন তো দূরে থাক , আমরা রাস্তায় একটু চলাচল করতেই পুলিশ প্রশাসন আমাদের টেনেহিঁচড়ে মেরে ভ্যানে তুলেছে । আমাদের কোনও কথা শুনতে চায়নি । এটা হয়তো মাননীয়া ভুলে গেছেন আমরা শিক্ষকরা কখনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করি না । আমরা সবসময় শিক্ষাদান করে এসছি । আমাদের উপর এইরকম অমানবিক অত্যাচার কেন করা হবে । "

Last Updated : Dec 1, 2020, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.