ETV Bharat / technology

বর্ষশেষের আগে বাজার দখলে TVS Apache RTR 160 4V

TVS Motors 160 cc সেগমেন্টের TVS Apache RTR 160 4V আপডেট করেছে। আপডেটের পাশাপাশি কিছু ফিচার, প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

TVS Apache
TVS Apache RTR 160 4V (TVS Motors)
author img

By ETV Bharat Tech Team

Published : 3 hours ago

হায়দরাবাদ: নতুন বছরের আগেই বাজারে এল টিভিএসে মোটরস-এর আপডেটেড মডেল 2025 TVS Apache RTR 160 4V ৷ নতুন এই আপডেটেড মডেলে রয়েছে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ হয়েছে ৷ তিনটি নতুন রঙে পাওয়া যাচ্ছে এই বাইক ৷ এবার জেনে নেওয়া যাক TVS Apache RTR 160 4V-এর অন্যান্য বৈশষ্ট্য ৷

এই স্কুটারে 100 কিলোমিটার যেতে খরচ মাত্র সাড়ে 7 টাকা!

TVS RTR 160 4V আপডেট মডেল: TVS Motors একটি আপডেট সহ ভারতীয় বাজারে 160 cc বাইক Apache RTR 160 4V লঞ্চ করেছে ৷ সংস্থাটি আপডেটে মডেলে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য এবং প্রযুক্তি যুক্ত করেছে । TVS Apache RTR 160 4V বাইকে রয়েছে 159.7 cc অয়েল-কুলড ফুয়েল ইনজেক্টেড 4 ভালভ ইঞ্জিন ৷ ফলে বাইকটি 17.55 PS শক্তি এবং 14.73 নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে ৷

বড়দিনের আগে বাজারে আসছে Honda Amaze-এর ফেসলিফট মডেল

অন্যান্য ফিচার: কেবলমাত্র ইঞ্জিনের ক্ষেত্রেই পরিবর্তন আনা হয়নি, বাইকটির অন্যান্য ফিচারে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ বাইকটি স্পোর্ট, আরবান এবং রেইন এই তিনটি মোডে চালানো যাবে ৷ বাইকটি TVS 2025-মডেলের বাইকটি SmartXonnect প্রযুক্তির ব্যবহার করা হয়েছেে। এছাড়াও রয়েছে ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল, এসএমএস সতর্কতা এবং ভয়েস সহায়তার সুবিধা ৷ বাইকটিতে জিটিটি প্রযুক্তি থাকায় ভারী ট্র্যাফিকের মধ্যে চালানো সহজ হবে টু-হুইলারটি । চালকের নিরাপত্তার কথা ভেবে বাইকটিতে ডুয়াল চ্যানেল ABS-সহ RLP, LED হেডলাইট, টেল ল্যাম্প ও একটি বুলপাপ এক্সজস্টের সুবিধা যোগ করা হয়েছে ৷

চলতি বছরের শেষে ভারতীয় বাজারে আসছে Triumph Tiger Sport 800

TVS Apache RTR 160 4V আপগ্রেড: নতুন এই মডেল প্রসঙ্গেই টিভিএস মোটরসের (প্রিমিয়াম) বিজনেস হেড বিমল সুম্বলে বলেন, "আমরা টিভিএস অ্যাপাচে আরটিআর 160 4V-এর অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং উন্নত প্রযুক্তির আপগ্রেডে মডেল বাজারে লঞ্চ করতে পেরে আনন্দিত। 2025 মডেল গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ।"

দাম কত: TVS আপডেটেড Apache RTR 160 4V বাইকের দাম 1.40 লক্ষ টাকা শুরু হচ্ছে (এক্স-শোরুম প্রাইস)।

রঙের বিকল্প: 2025 TVS Apache RTR 160 4V বাইকটি গ্রানাইট গ্রে, ম্যাট ব্ল্যাক এবং পার্ল হোয়াইট রঙে লঞ্চ করা হয়েছে। এটিকে রেসিং বাইক বললেও ভুল হয় না ৷ গ্রাফিক্স, গোল্ডেন ফিনিশ ইউএসডি ফর্ক এবং লাল অ্যালয় হুইলও রয়েছে।

ইথানলে চলবে Honda-এর এই বাইক, টান পড়বে না পকেটে

হায়দরাবাদ: নতুন বছরের আগেই বাজারে এল টিভিএসে মোটরস-এর আপডেটেড মডেল 2025 TVS Apache RTR 160 4V ৷ নতুন এই আপডেটেড মডেলে রয়েছে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ হয়েছে ৷ তিনটি নতুন রঙে পাওয়া যাচ্ছে এই বাইক ৷ এবার জেনে নেওয়া যাক TVS Apache RTR 160 4V-এর অন্যান্য বৈশষ্ট্য ৷

এই স্কুটারে 100 কিলোমিটার যেতে খরচ মাত্র সাড়ে 7 টাকা!

TVS RTR 160 4V আপডেট মডেল: TVS Motors একটি আপডেট সহ ভারতীয় বাজারে 160 cc বাইক Apache RTR 160 4V লঞ্চ করেছে ৷ সংস্থাটি আপডেটে মডেলে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য এবং প্রযুক্তি যুক্ত করেছে । TVS Apache RTR 160 4V বাইকে রয়েছে 159.7 cc অয়েল-কুলড ফুয়েল ইনজেক্টেড 4 ভালভ ইঞ্জিন ৷ ফলে বাইকটি 17.55 PS শক্তি এবং 14.73 নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে ৷

বড়দিনের আগে বাজারে আসছে Honda Amaze-এর ফেসলিফট মডেল

অন্যান্য ফিচার: কেবলমাত্র ইঞ্জিনের ক্ষেত্রেই পরিবর্তন আনা হয়নি, বাইকটির অন্যান্য ফিচারে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ বাইকটি স্পোর্ট, আরবান এবং রেইন এই তিনটি মোডে চালানো যাবে ৷ বাইকটি TVS 2025-মডেলের বাইকটি SmartXonnect প্রযুক্তির ব্যবহার করা হয়েছেে। এছাড়াও রয়েছে ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল, এসএমএস সতর্কতা এবং ভয়েস সহায়তার সুবিধা ৷ বাইকটিতে জিটিটি প্রযুক্তি থাকায় ভারী ট্র্যাফিকের মধ্যে চালানো সহজ হবে টু-হুইলারটি । চালকের নিরাপত্তার কথা ভেবে বাইকটিতে ডুয়াল চ্যানেল ABS-সহ RLP, LED হেডলাইট, টেল ল্যাম্প ও একটি বুলপাপ এক্সজস্টের সুবিধা যোগ করা হয়েছে ৷

চলতি বছরের শেষে ভারতীয় বাজারে আসছে Triumph Tiger Sport 800

TVS Apache RTR 160 4V আপগ্রেড: নতুন এই মডেল প্রসঙ্গেই টিভিএস মোটরসের (প্রিমিয়াম) বিজনেস হেড বিমল সুম্বলে বলেন, "আমরা টিভিএস অ্যাপাচে আরটিআর 160 4V-এর অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং উন্নত প্রযুক্তির আপগ্রেডে মডেল বাজারে লঞ্চ করতে পেরে আনন্দিত। 2025 মডেল গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ।"

দাম কত: TVS আপডেটেড Apache RTR 160 4V বাইকের দাম 1.40 লক্ষ টাকা শুরু হচ্ছে (এক্স-শোরুম প্রাইস)।

রঙের বিকল্প: 2025 TVS Apache RTR 160 4V বাইকটি গ্রানাইট গ্রে, ম্যাট ব্ল্যাক এবং পার্ল হোয়াইট রঙে লঞ্চ করা হয়েছে। এটিকে রেসিং বাইক বললেও ভুল হয় না ৷ গ্রাফিক্স, গোল্ডেন ফিনিশ ইউএসডি ফর্ক এবং লাল অ্যালয় হুইলও রয়েছে।

ইথানলে চলবে Honda-এর এই বাইক, টান পড়বে না পকেটে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.