ETV Bharat / state

আলিপুরদুয়ারে শিক্ষক খুনে গ্রেফতার দুই গোর্খা জনমুক্তি মোর্চা নেতা

স্কুল শিক্ষক শান্তাবীর তামাং জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ তার জেরেই খুন ৷ গ্রেফতার দুই গোর্খা জনমুক্তি মোর্চা নেতা ৷

Alipurduar teacher murder
গোর্খা জনমুক্তি মোর্চা নেতা গ্রেফতার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

আলিপুরদুয়ার, 20 নভেম্বর: জুয়ায় আসক্তির কারণে করুণ পরিণতি আলিপুরদুয়ারে বেসরকারি স্কুলের শিক্ষকের ৷ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের ৷ এই ঘটনায় দুই গোর্খা জনমুক্তি মোর্চা নেতাকে গ্রেফতার করল পুলিশ ৷

জয়গাঁ থানার পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ওই এলাকার বেশ কিছু যুবকের সঙ্গে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন শান্তাবীর তামাং ৷ ওই শিক্ষক একটি গাড়ি কিনেছিলেন ৷ জুয়া খেলায় তাঁর সেই গাড়িটি বাজি ধরে হেরে যান রোহিত থাপা নামে এক বন্ধু ৷ সেই গাড়ি ঋণে কিনেছিলেন আলিপুরদুয়ারের নিহত শিক্ষক ৷ ফলে সংস্থার তরফে গাড়ির লোনের কিস্তি শোধের জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ ৷

পুলিশ জানিয়েছে, রোহিতের কাছে গাড়ির দরুণ প্রায় লক্ষাধিক টাকা পেতেন ওই শিক্ষক ৷ তিনি সেই টাকা দাবি করেন রোহিতের কাছে ৷ রোহিত টাকা দিতে না পারায় তা নিয়ে তাঁদের মধ্যে বচসা বাঁধে ৷ আর এরপরেই শান্তাবীর তামাংকে খুনের পরিকল্পনা করা হয় ৷ রোহিত থাপা এবং পাষাং লামা দু'জনে মিলে খুনের ষড়যন্ত্র করেন ৷ কিন্তু পান্ডু রাই ও বিজয় সুব্বাকে দিয়ে গোটা কাজটি করানো হয় বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ ৷

আলিপুরদুয়ারে যৌনাঙ্গ কেটে শিক্ষক খুনের ঘটনায় সোমবার পান্ডু রাই ও বিজয় সুব্বা নামে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । জয়গাঁও থানার পুলিশ জানিয়েছে, পান্ডু রাই এবং বিজয় সুব্বার দেওয়া বয়ানের ভিত্তিতে এরপরে মঙ্গলবার রোহিত থাপা এবং পাষাং লামা নামে আরও দু'জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয় । জানা গিয়েছে, ধৃত দু'জনেই গোর্খা জনমুক্তি মোর্চার নেতা । জয়গাঁও এসডিপিও প্রশান্ত দেবনাথ বলেন, "ধৃত ব্যক্তিরা শান্তাবীর তামাংকে খুন করার মূল ষড়যন্ত্রকারী । এই ঘটনায় আমরা মোট চারজনকে গ্রেফতার করেছি । আমরা আরও তদন্ত করছি ।"

পুলিশ সূত্রে খবর, গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোহিত থাপা এবং পাষাং লামাকে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে তোলে পুলিশ । ওই দিন বিকেলে বিচারক দুই অভিযুক্তকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । যদিও ধৃত দু'জনকে দলের নেতা হিসাবে মানতে নারাজ গোর্খা জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরি ৷ তাঁর কথায়, "রোহিত থাপা এবং পাষাং লামা একসময় আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং দায়িত্বপূর্ণ পদেও ছিলেন । বর্তমানে তাঁরা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত নেই ৷ বহুদিন ধরে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগও রাখেননি ।"

প্রসঙ্গত, শনিবার সকালে জয়গাঁ থানা এলাকার একটি মাঠে রক্তাক্ত অবস্থায় 38 বছর বয়সি শান্তাবীর তামাংয়ের দেহ উদ্ধার করা হয় । এই ঘটনায় বেসরকারি স্কুল শিক্ষকের যৌনাঙ্গ কেটে খুনের অভিযোগ ওঠে ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই শিক্ষকের জুয়া খেলার নেশা ছিল ।

শিক্ষকের আসল বাড়ি দলসিং পাড়ায় ৷ তবে তিনি বেশ কয়েক বছর থেকে জয়গাঁ এলাকাতেই থাকতেন । জয়গাঁর মেচিয়া বস্তির শুকরাজোত এলাকায় একটা বেসরকারি স্কুল চালাতেন শান্তাবীর তামাং । সেই সুবাদেই তিনি সেখানেই থাকতেন । পুলিশ সূত্রে খবর, শনিবার দেহ উদ্ধারের পর শান্তাবীর তামাংয়ের ভাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ৷ এরপরেই তদন্তে নেমে ওই শিক্ষকের সাত বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । সেখান থেকেই জুয়া খেলার বিষয়টি জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা ৷ তদন্তে নেমে প্রথমে দু'জনকে গ্রেফতার করা হয় ৷ পরে আরও দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ ৷

আলিপুরদুয়ার, 20 নভেম্বর: জুয়ায় আসক্তির কারণে করুণ পরিণতি আলিপুরদুয়ারে বেসরকারি স্কুলের শিক্ষকের ৷ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের ৷ এই ঘটনায় দুই গোর্খা জনমুক্তি মোর্চা নেতাকে গ্রেফতার করল পুলিশ ৷

জয়গাঁ থানার পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ওই এলাকার বেশ কিছু যুবকের সঙ্গে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন শান্তাবীর তামাং ৷ ওই শিক্ষক একটি গাড়ি কিনেছিলেন ৷ জুয়া খেলায় তাঁর সেই গাড়িটি বাজি ধরে হেরে যান রোহিত থাপা নামে এক বন্ধু ৷ সেই গাড়ি ঋণে কিনেছিলেন আলিপুরদুয়ারের নিহত শিক্ষক ৷ ফলে সংস্থার তরফে গাড়ির লোনের কিস্তি শোধের জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ ৷

পুলিশ জানিয়েছে, রোহিতের কাছে গাড়ির দরুণ প্রায় লক্ষাধিক টাকা পেতেন ওই শিক্ষক ৷ তিনি সেই টাকা দাবি করেন রোহিতের কাছে ৷ রোহিত টাকা দিতে না পারায় তা নিয়ে তাঁদের মধ্যে বচসা বাঁধে ৷ আর এরপরেই শান্তাবীর তামাংকে খুনের পরিকল্পনা করা হয় ৷ রোহিত থাপা এবং পাষাং লামা দু'জনে মিলে খুনের ষড়যন্ত্র করেন ৷ কিন্তু পান্ডু রাই ও বিজয় সুব্বাকে দিয়ে গোটা কাজটি করানো হয় বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ ৷

আলিপুরদুয়ারে যৌনাঙ্গ কেটে শিক্ষক খুনের ঘটনায় সোমবার পান্ডু রাই ও বিজয় সুব্বা নামে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । জয়গাঁও থানার পুলিশ জানিয়েছে, পান্ডু রাই এবং বিজয় সুব্বার দেওয়া বয়ানের ভিত্তিতে এরপরে মঙ্গলবার রোহিত থাপা এবং পাষাং লামা নামে আরও দু'জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয় । জানা গিয়েছে, ধৃত দু'জনেই গোর্খা জনমুক্তি মোর্চার নেতা । জয়গাঁও এসডিপিও প্রশান্ত দেবনাথ বলেন, "ধৃত ব্যক্তিরা শান্তাবীর তামাংকে খুন করার মূল ষড়যন্ত্রকারী । এই ঘটনায় আমরা মোট চারজনকে গ্রেফতার করেছি । আমরা আরও তদন্ত করছি ।"

পুলিশ সূত্রে খবর, গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোহিত থাপা এবং পাষাং লামাকে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে তোলে পুলিশ । ওই দিন বিকেলে বিচারক দুই অভিযুক্তকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । যদিও ধৃত দু'জনকে দলের নেতা হিসাবে মানতে নারাজ গোর্খা জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরি ৷ তাঁর কথায়, "রোহিত থাপা এবং পাষাং লামা একসময় আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং দায়িত্বপূর্ণ পদেও ছিলেন । বর্তমানে তাঁরা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত নেই ৷ বহুদিন ধরে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগও রাখেননি ।"

প্রসঙ্গত, শনিবার সকালে জয়গাঁ থানা এলাকার একটি মাঠে রক্তাক্ত অবস্থায় 38 বছর বয়সি শান্তাবীর তামাংয়ের দেহ উদ্ধার করা হয় । এই ঘটনায় বেসরকারি স্কুল শিক্ষকের যৌনাঙ্গ কেটে খুনের অভিযোগ ওঠে ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই শিক্ষকের জুয়া খেলার নেশা ছিল ।

শিক্ষকের আসল বাড়ি দলসিং পাড়ায় ৷ তবে তিনি বেশ কয়েক বছর থেকে জয়গাঁ এলাকাতেই থাকতেন । জয়গাঁর মেচিয়া বস্তির শুকরাজোত এলাকায় একটা বেসরকারি স্কুল চালাতেন শান্তাবীর তামাং । সেই সুবাদেই তিনি সেখানেই থাকতেন । পুলিশ সূত্রে খবর, শনিবার দেহ উদ্ধারের পর শান্তাবীর তামাংয়ের ভাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ৷ এরপরেই তদন্তে নেমে ওই শিক্ষকের সাত বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । সেখান থেকেই জুয়া খেলার বিষয়টি জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা ৷ তদন্তে নেমে প্রথমে দু'জনকে গ্রেফতার করা হয় ৷ পরে আরও দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.