কলকাতা, 20 নভেম্বর: প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে অভিনব সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিল ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’ । ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নামে ইডেনে একটি স্ট্যান্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সিএবি ক্লাব হাউজের ডানদিকের স্ট্যান্ডটি বি ব্লক । তিন এবং চার নম্বর প্রবেশ দ্বার দিয়ে এই স্ট্যান্ডে প্রবেশ করা যায় । আগামী বাইশ জানুয়ারি ইডেনে আর্ন্তজাতিক ম্যাচের দিন এই স্ট্যান্ডের আনুষ্ঠানিক নামপ্রকাশ করবে সিএবি । ঝুলন ছাড়া সেনাবাহিনীর এক পদাধিকারীর নামেও একটি স্ট্যান্ডের নামকরণ হচ্ছে ।
ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়, পঙ্কজ রায়ের মতো প্রাক্তন ক্রিকেটারের নামে স্ট্যান্ড রয়েছে । স্ট্যান্ড রয়েছে জগমোহন ডালমিয়া এবং বিশ্বনাথ দত্তর মতো ক্রিকেট প্রশাসকের নামেও । কিন্তু বাংলার কোনও মহিলা ক্রিকেটারের নামে কোনও স্ট্যান্ড ছিল না । কিংবদন্তি ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ড করে তা পূরণ করছে সিএবি ।
গত একবছরের বেশি সময় ধরে ইডেনের লিজ নবীকরণ হয়নি । যা নিয়ে সিএবি’র অন্দরে অস্বস্তি রয়েছে । ময়দানের পুরোটাই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত বা মালিকানাধীন । ফলে লিজ নবীকরণ জরুরি শুধু নয়, অত্যাবশ্যকীয় । সেই কাজটাই কোনও এক অদৃশ্য জটে আটকে ।
শেষ অ্যাপেক্স কমিটির বৈঠকে সিনিয়র দলের নির্বাচক কমিটির বৈঠকে নিয়ে আসা হয়েছে মূলত ফিটনেস ট্রেনার হিসেবে পরিচিত প্রাক্তন ক্রিকেটার রণদীপ মৈত্রকে । দল নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ক্রিকেটারদের ফিটনেস প্রয়োজনে পরীক্ষা করবেন । বাংলার হয়ে পাঁচটি ম্যাচ খেলা রণদীপকে নির্বাচক কমিটিতে নিয়ে আসার ভাবনা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের । কোনও ক্রিকেটার ফিটনেস সমস্যায় পড়লে তাঁর দিশা বুঝতেই রণদীপকে দ্বৈত দায়িত্বে ।