ETV Bharat / international

ঢোক গিললেন ইউনুসরা, ছাত্রদের দাবি মেনেই জুলাই বিপ্লব নিয়ে ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত - BANGLADESH JULY UPRISING

জুলাই মাসের আন্দোলনের জেরে দেশ ছেড়েছিলেন হাসিনা ৷ এই ঘটনায় ঘোষণাপত্র প্রকাশ করবে ইউনুস সরকার ৷ আগে একই সিদ্ধান্ত নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

Bangladesh July Uprising
বাংলাদেশে জুলাই বিপ্লব (ফাইল ছবি)
author img

By PTI

Published : Dec 31, 2024, 6:31 PM IST

ঢাকা, 31 ডিসেম্বর: জুলাই মাসে আওয়ামী লিগ সরকার-বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ৷ গণঅভ্যুত্থানের জেরে দেশ ছাড়েন হাসিনা ৷ সেই জুলাই বিপ্লব নিয়ে এবার 'ঘোষণাপত্র' প্রকাশ করবে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ৷

সোমবার মধ্য়রাতে সরকারের তরফে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, "আমরা আর ক'দিনের মধ্যেই সর্বম্মতিক্রমে ঘোষণাপত্র তৈরি করে ফেলব ৷ জুলাই মাসে দেশ সংস্কারে, ফ্যাসিস্ত বিরোধীদের শাসন শেষ করতে মানুষ সংঘবদ্ধ হয়েছিল ৷ আর তা হয়েছিল জুলাই বিপ্লবের মাধ্যমে ৷ তাই সরকার এই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে ৷"

এর আগে 29 ডিসেম্বর একই 'জুলাই বিপ্লব ঘোষণাপত্র' শীর্ষক একটি ঘোষণাপত্র প্রকাশের কথা জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ৷ পাশাপাশি 1971 সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে যে সংবিধান প্রণয়ন হয়েছিল, তাও বাতিল করার কথা জানিয়েছে আওয়ামী বিরোধী দুই ছাত্র সংগঠন ৷ হাসনত আবদুল্লা সাংবাদিক বৈঠকে বলেন, "জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করে মুজিবের 1972 সালের সংবিধানকে কবর দেওয়া হবে ৷ জুলাই বিপ্লব থেকে নতুনের শুরু ৷"

আন্দোলনকারী ছাত্র সংগঠনের এই ঘোষণাপত্র প্রকাশ থেকে নিজেদের দূরেই রাখে ইউনুস সরকার ৷ সরকার স্পষ্ট করে জানিয়ে দেয়, এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই ৷ এটি প্রাইভেট ইনিশিয়েটিভ ৷ এর একদিন পর অর্থাৎ গতকাল তারা নিজেদের মতো করে 'জুলাই বিপ্লব ঘোষণাপত্র' প্রকাশ করার কথা জানায় ৷

অন্তর্বর্তী সরকারের ঘোষণার পরে রাত 1.30 নাগাদ দুই ছাত্র সংগঠন তাদের কর্মসূচি বদলে কথা সাংবাদিকদের জানায় ৷ মঙ্গলবার একই জায়গায় একই সময়ে দুপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পরিবর্তে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচির কথা ঘোষণা করে তারা ৷ সেইমতো বছরের শেষ দিনে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়েছেন বহু ছাত্র এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ ৷

এদিকে, ছাত্র সংগঠনের সংবিধান বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিএনপি'র নীতি প্রণয়নকারী স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস ৷ তিনি জানান, 1972 সালে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে সংবিধান লেখা হয়েছিল ৷ তিনি সাংবাদিকদের বলেন, "আপনারা যখন সংবিধান কবর দেওয়ার কথা বলেন, তখন আপনাদের সিনিয়র হিসাবে আমরা হতাশ হয়ে যাই ৷ সংবিধান সংশোধন করা যায় ৷ আপনাদের এই কথাগুলি ফ্যাসিস্তদের মতোই শোনায় ৷ " বাংলাদেশে বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি ফ্যাসিস্ত বলতে আওয়ামি লিগ সরকারের জমানার কথাই বলে থাকে ৷

ঢাকা, 31 ডিসেম্বর: জুলাই মাসে আওয়ামী লিগ সরকার-বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ৷ গণঅভ্যুত্থানের জেরে দেশ ছাড়েন হাসিনা ৷ সেই জুলাই বিপ্লব নিয়ে এবার 'ঘোষণাপত্র' প্রকাশ করবে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ৷

সোমবার মধ্য়রাতে সরকারের তরফে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, "আমরা আর ক'দিনের মধ্যেই সর্বম্মতিক্রমে ঘোষণাপত্র তৈরি করে ফেলব ৷ জুলাই মাসে দেশ সংস্কারে, ফ্যাসিস্ত বিরোধীদের শাসন শেষ করতে মানুষ সংঘবদ্ধ হয়েছিল ৷ আর তা হয়েছিল জুলাই বিপ্লবের মাধ্যমে ৷ তাই সরকার এই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে ৷"

এর আগে 29 ডিসেম্বর একই 'জুলাই বিপ্লব ঘোষণাপত্র' শীর্ষক একটি ঘোষণাপত্র প্রকাশের কথা জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ৷ পাশাপাশি 1971 সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে যে সংবিধান প্রণয়ন হয়েছিল, তাও বাতিল করার কথা জানিয়েছে আওয়ামী বিরোধী দুই ছাত্র সংগঠন ৷ হাসনত আবদুল্লা সাংবাদিক বৈঠকে বলেন, "জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করে মুজিবের 1972 সালের সংবিধানকে কবর দেওয়া হবে ৷ জুলাই বিপ্লব থেকে নতুনের শুরু ৷"

আন্দোলনকারী ছাত্র সংগঠনের এই ঘোষণাপত্র প্রকাশ থেকে নিজেদের দূরেই রাখে ইউনুস সরকার ৷ সরকার স্পষ্ট করে জানিয়ে দেয়, এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই ৷ এটি প্রাইভেট ইনিশিয়েটিভ ৷ এর একদিন পর অর্থাৎ গতকাল তারা নিজেদের মতো করে 'জুলাই বিপ্লব ঘোষণাপত্র' প্রকাশ করার কথা জানায় ৷

অন্তর্বর্তী সরকারের ঘোষণার পরে রাত 1.30 নাগাদ দুই ছাত্র সংগঠন তাদের কর্মসূচি বদলে কথা সাংবাদিকদের জানায় ৷ মঙ্গলবার একই জায়গায় একই সময়ে দুপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পরিবর্তে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচির কথা ঘোষণা করে তারা ৷ সেইমতো বছরের শেষ দিনে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়েছেন বহু ছাত্র এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ ৷

এদিকে, ছাত্র সংগঠনের সংবিধান বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিএনপি'র নীতি প্রণয়নকারী স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস ৷ তিনি জানান, 1972 সালে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে সংবিধান লেখা হয়েছিল ৷ তিনি সাংবাদিকদের বলেন, "আপনারা যখন সংবিধান কবর দেওয়ার কথা বলেন, তখন আপনাদের সিনিয়র হিসাবে আমরা হতাশ হয়ে যাই ৷ সংবিধান সংশোধন করা যায় ৷ আপনাদের এই কথাগুলি ফ্যাসিস্তদের মতোই শোনায় ৷ " বাংলাদেশে বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি ফ্যাসিস্ত বলতে আওয়ামি লিগ সরকারের জমানার কথাই বলে থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.