তিরুঅনন্তপুরম, 20 নভেম্বর: ভারতে আসছেন লিওনেল মেসি ৷ 2011 সালে সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল লিও মেসির আর্জেন্তিনা ৷ 14 বছর পর ফের দেশের মাটিতে ফুটবলের রাজপুত্রের জাদু দেখবে ভারত ৷ আগামী বছর একটি প্রদর্শনী ম্যাচ খেলবে বিশ্বজয়ী আর্জেন্তিনা দল ৷
কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বুধবার বলেন, ‘‘কিংবদন্তি লিওনেল মেসি-সহ আর্জেন্তিনা ফুটবল দল আগামী বছর একটি প্রদর্শনী ম্যাচ খেলতে কেরলে আসছে ৷’’ এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান যে ম্যাচটি রাজ্য সরকারের সম্পূর্ণ তত্ত্বাবধানে পরিচালিত হবে । ম্যাচ আয়োজনের যাবতীয় খরচ দেবে রাজ্যের শিল্পপতিরা ৷ যদিও ওই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কারা হবে, তা এখনও জানানো হয়নি ৷
|
2006 সালে বিশ্বকাপে অভিষেক ৷ আর্জেন্তিনার তৎকালীন কোচ হোসে পেকারম্যান চিনতেই পারেননি ‘বিস্ময় বালক’কে ৷ 2008 সালে বেজিং অলিম্পিকসে সোনাজয়ী লা-আলবিসেলেস্তে'র সদস্য ছিলেন মেসি ৷ তারপর থেকে দেশের জার্সিতে শুধুই ব্যর্থতা ৷ 2010 বিশ্বকাপে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়া । 2014 বিশ্বকাপে ব্রাজিল মাতিয়ে দিয়েছিলেন আধুনিক ফুটবলের বরপুত্র । কিন্তু ফাইনালে ন্যুয়েরকে টপকাতে পারেননি । গোৎজের শেষ মুহূর্তের গোলে হেরে যায় আর্জেন্তিনা । 2018 বিশ্বকাপে ফ্রান্সের কাছে লজ্জার হার ৷ টানা দু’টি কোপা আমেরিকার ফাইনালে হার, টাইব্রেকারে পেনাল্টি মিস ৷ ক্লাবের জার্সিতে সফল মেসিই ছিলেন দেশের জার্সিতে ‘ট্যাজিক হিরো’ ৷
গত দু'বছরে সেই ছবিটাই আমুল বদলে গিয়েছে । শুধু দেশকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোই নয়, ব্যক্তিগত সাফল্যের ঝুলিটাও ভরিয়েছেন লিও । ফলে 2011 সালের মেসি’কে নিয়ে যে উন্মাদনা দেখেছিল ভারত, এবার তার পরিমাণটা যে আরও কয়েকগুণ হবে, তা বলাই বাহুল্য ৷