ETV Bharat / state

Baguiati Accident: বাগুইআটিতে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর - বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর

বাগুইআটিতে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর (Pedestrian dies hit by a school bus at Baguiati)৷ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ৷

Baguiati Accident
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 10, 2023, 5:08 PM IST

Updated : Jan 10, 2023, 7:12 PM IST

স্কুল বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর

সল্টলেক, 10 জানুয়ারি: বাগুইআটিতে মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident at Baguiati)৷ বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর (Pedestrian dies hit by a school bus) ৷ মঙ্গলবার দুপুরে বাগুইআটি কলেজ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ৷ এদিন কলেজ মোড় থেকে ঋষি অরবিন্দ স্কুলের একটি বাস ইউটার্ন নিচ্ছিল, ঠিক সেই সময় পথচারীকে ধাক্কা মারে বাসটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় পথচারীর (Satlake Accident)৷

এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন দুপুরে এই ব্যক্তি কলেজ মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন ৷ তাঁর হাতে দু‘টি ব্যাগ ছিল ৷ সেই সময়েই স্কুল বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করে ইউটার্ন নিতে যায় ৷ তখনই ঘটে দুর্ঘটনাটি ৷ বাসের নীচে পিষ্ট হন ওই ব্যক্তি ৷ ঘটনাস্থলে মত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিশুর, পটাশপুরে তুলকালাম

পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য ৷ পুলিশ সূত্রে খবর, মৃত পথচারী নিউটাউনের শুলংগুড়ি এলাকার বাসিন্দা। পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করেছে বাগুইআটি ট্রাফিক গার্ডের পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও বাগুইআটি জোড়া মন্দির মোড়ে এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে । এই রাস্তা যান চলাচল বেশি হয় ৷ গাড়ির গতিও বেশি থাকে ৷ এদিনের ঘটনায় পুলিশি গাফিলতির কথাও উল্লেখ করেন এলাকাবাসী ৷

স্কুল বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর

সল্টলেক, 10 জানুয়ারি: বাগুইআটিতে মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident at Baguiati)৷ বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর (Pedestrian dies hit by a school bus) ৷ মঙ্গলবার দুপুরে বাগুইআটি কলেজ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ৷ এদিন কলেজ মোড় থেকে ঋষি অরবিন্দ স্কুলের একটি বাস ইউটার্ন নিচ্ছিল, ঠিক সেই সময় পথচারীকে ধাক্কা মারে বাসটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় পথচারীর (Satlake Accident)৷

এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন দুপুরে এই ব্যক্তি কলেজ মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন ৷ তাঁর হাতে দু‘টি ব্যাগ ছিল ৷ সেই সময়েই স্কুল বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করে ইউটার্ন নিতে যায় ৷ তখনই ঘটে দুর্ঘটনাটি ৷ বাসের নীচে পিষ্ট হন ওই ব্যক্তি ৷ ঘটনাস্থলে মত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিশুর, পটাশপুরে তুলকালাম

পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য ৷ পুলিশ সূত্রে খবর, মৃত পথচারী নিউটাউনের শুলংগুড়ি এলাকার বাসিন্দা। পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করেছে বাগুইআটি ট্রাফিক গার্ডের পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও বাগুইআটি জোড়া মন্দির মোড়ে এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে । এই রাস্তা যান চলাচল বেশি হয় ৷ গাড়ির গতিও বেশি থাকে ৷ এদিনের ঘটনায় পুলিশি গাফিলতির কথাও উল্লেখ করেন এলাকাবাসী ৷

Last Updated : Jan 10, 2023, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.