কলকাতা, ২০ ফেব্রুয়ারি : "ভিডিয়ো ফুটেজ দেখে চিহ্নিত করা হবে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের গর্ব। তার নাম বারবার কালিমালিপ্ত করা হচ্ছে। এটা বড়ই মর্মান্তিক এবং দুঃখের।" আজ সকালে অসুস্থ উপাচার্য সুরঞ্জন দাশকে হাসপাতালে দেখতে গিয়ে একথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বিগত কয়েকবছর ধরে বিভিইশুকে কেন্দ্র করে বারবার উত্তাল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গতকালও বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের ধস্তাধস্তিতে আক্রান্ত হন উপাচার্য সুরঞ্জন দাশ। শিক্ষামন্ত্রী আরও বলেন, "উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার সবার কাছ থেকে পুরো ঘটনাই শুনেছি। মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাব। এই ঘটনায় উপাচার্য শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। উনি ভাবতেই পারছেন না যে ছাত্ররা তাঁকে ধাক্কা মারতে পারে। তাঁর সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলতে পারে।"
ছাত্রদের শিক্ষামন্ত্রীর বার্তা, "ছাত্রদের কাছে বলব অভাব থাকবে, অভিযোগ থাকবে। কিন্তু নন ইশুকে ইশু করা হচ্ছে। আমি সকলের কাছে অনুরোধ করব, কোনও সমস্যা হলে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষকে জানাতে হবে। প্রয়োজনে আমরাও পাশে আছি। কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের দাবি মেটাতে কখনও VC-কে ধাক্কা দেওয়া হচ্ছে। কখনও ঘেরাও করা হচ্ছে। এইসব চলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বজায় রাখার দায়িত্ব ছাত্রছাত্রীদেরই।"
উল্লেখ্য, অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি উপাচার্য। তাঁর এই সিদ্ধান্তের সমর্থনে শিক্ষামন্ত্রী বলেন, “উনি শিক্ষক হিসেবে কোনও ভুল কথা বলেননি। কিন্তু শিক্ষকতা আর প্রশাসন চালানো দু'টো একদমই আলাদা বিষয়।”