ETV Bharat / state

কলকাতায় স‍্যানিটাইজ়িং টানেল উদ্বোধন পার্থ চট্টোপাধ্যায়ের

হরিয়ানা, কর্নাটক, তেলাঙ্গানা সহ দেশের একাধিক রাজ্যে এই বিশেষ টানেল বসানো হয়েছে । আজ রামগড়ে বসানো হল এই স‍্যানিটাইজ়িং টানেল ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 15, 2020, 11:48 PM IST

কলকাতা, 15 এপ্রিল : কোরোনা মোকাবিলায় আজ রামগড়ে স্যানিটাইজ়িং টানেলের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়‌। বিশেষ এই টানেলে প্রবেশের পরই সোডিয়াম হাইপোক্লোরাইডে জীবাণুমুক্ত হয়ে যাবে শরীরের বাইরের অংশ।

কোরোনা সংক্রামণের মোকাবিলায় একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে কলকাতা পৌরনিগম। এবার সাধারণ মানুষের পরিষেবায় রামগড় বাজারে বসানো হল স্যানিটাইজ়িং টানেল। ইতিমধ্যেই হরিয়ানা, কর্নাটক,গুজরাত, তেলাঙ্গানা, তামিলনাড়ু সহ দেশের নানা রাজ্যে এই বিশেষ টানেল বসানো হয়েছে । টানেলে প্রবেশ করা মাত্রই সোডিয়াম হাইপোক্লোরাইডের বাষ্পে জীবাণুমুক্ত হবেন মানুষ। এই পরিস্থিতিতে এই ধরনের টানেল কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মনে করছে পৌরনিগমের আধিকারিকরা ।

এবিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "এই টানেলে প্রবেশের মাধ্যমে প্রত্যেকে জীবাণুমুক্ত হবেন । আশা করি বর্তমান পরিস্থিতিতে এই টানেলের দ্বারা সাধারণ মানুষ খুব উপকৃত হবেন। "

কলকাতা, 15 এপ্রিল : কোরোনা মোকাবিলায় আজ রামগড়ে স্যানিটাইজ়িং টানেলের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়‌। বিশেষ এই টানেলে প্রবেশের পরই সোডিয়াম হাইপোক্লোরাইডে জীবাণুমুক্ত হয়ে যাবে শরীরের বাইরের অংশ।

কোরোনা সংক্রামণের মোকাবিলায় একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে কলকাতা পৌরনিগম। এবার সাধারণ মানুষের পরিষেবায় রামগড় বাজারে বসানো হল স্যানিটাইজ়িং টানেল। ইতিমধ্যেই হরিয়ানা, কর্নাটক,গুজরাত, তেলাঙ্গানা, তামিলনাড়ু সহ দেশের নানা রাজ্যে এই বিশেষ টানেল বসানো হয়েছে । টানেলে প্রবেশ করা মাত্রই সোডিয়াম হাইপোক্লোরাইডের বাষ্পে জীবাণুমুক্ত হবেন মানুষ। এই পরিস্থিতিতে এই ধরনের টানেল কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মনে করছে পৌরনিগমের আধিকারিকরা ।

এবিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "এই টানেলে প্রবেশের মাধ্যমে প্রত্যেকে জীবাণুমুক্ত হবেন । আশা করি বর্তমান পরিস্থিতিতে এই টানেলের দ্বারা সাধারণ মানুষ খুব উপকৃত হবেন। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.