ETV Bharat / state

মাধ্যমিক পরীক্ষা পত্রের রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্রে স্বাক্ষর অভিভাবকদের, বিজ্ঞপ্তি জারি

কোরোনা আবহের কারণে মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি নিয়ম বদলে দিল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ । রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্রে পড়ুয়াদের পরিবর্তে স্বাক্ষর করতে পারবেন অভিভাবকরা ।

Parents can sign the application form for review and scrutiny
Parents can sign the application form for review and scrutiny
author img

By

Published : Jul 25, 2020, 1:00 AM IST

কলকাতা, 24 জুলাই : কোরোনা ভাইরাসের জেরে এবার মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির নিয়ম বদলাল । এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি হল, রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্রে পড়ুয়াদের পরিবর্তে সাক্ষর করবেন অভিভাবকরা । যা এতদিন পর্যন্ত ফল প্রকাশ পরবর্তী রিভিউ (PPR) ও স্ক্রুটিনির (PPS) আবেদনপত্রে স্বাক্ষর করতে হত পড়ুয়াদের ।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, 2020 সালের মাধ্যমিকের ফল প্রকাশ পরবর্তী রিভিউ ও স্ক্রুটিনি আবেদনপত্রে পড়ুয়ার পরিবর্তে সাক্ষরকারী হবেন অভিভাবকরা । পড়ুয়ার পরিবর্তে অভিভাবকের থেকে পড়ুয়ার নাম, রোল নম্বর, কোন বিষয়ে রিভিউ বা স্ক্রুটিনি করতে চায় পড়ুয়া, মার্কশিটের একটি ফোটোকপি আবেদন করা হয়েছে । বোর্ডের বিভিন্ন আঞ্চলিক অফিসে রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্র জমা করার শেষ তারিখ 17 অগাস্ট ।

এর পাশাপাশি, নবম শ্রেণির রেজিস্ট্রেশনের স্ক্রুটিনির নিয়মেও আনা হয়েছে বদল । নবম শ্রেণির রেজিস্ট্রেশনের স্ক্রুটিনি তালিকাতেও পড়ুয়ার পরিবর্তে সাক্ষরকারী হবেন অভিভাবকরা । সাক্ষর করার আগে অভিভাবকদের স্ক্রুটিনি তালিকায় প্রিন্ট থাকা পড়ুয়ার নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখের সঙ্গে পড়ুয়ার বার্থ সার্টিফিকেটে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে নিতে বলা হয়েছে ।

পর্ষদের তরফে স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে, ভরতির রেজিস্টারে থাকা পড়ুয়ার তথ্যের সঙ্গে অভিবাবকদের দেওয়া তথ্য মিলিয়ে নিতে ও পড়ুয়ার বিষয়, লিঙ্গ ইত্যাদি মিলিয়ে নিতে হবে । নবম শ্রেণির স্ক্রুটিনি তালিকা জমা দেওয়ার শেষ তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান হয়েছে বিজ্ঞপ্তিতে ।

কলকাতা, 24 জুলাই : কোরোনা ভাইরাসের জেরে এবার মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির নিয়ম বদলাল । এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি হল, রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্রে পড়ুয়াদের পরিবর্তে সাক্ষর করবেন অভিভাবকরা । যা এতদিন পর্যন্ত ফল প্রকাশ পরবর্তী রিভিউ (PPR) ও স্ক্রুটিনির (PPS) আবেদনপত্রে স্বাক্ষর করতে হত পড়ুয়াদের ।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, 2020 সালের মাধ্যমিকের ফল প্রকাশ পরবর্তী রিভিউ ও স্ক্রুটিনি আবেদনপত্রে পড়ুয়ার পরিবর্তে সাক্ষরকারী হবেন অভিভাবকরা । পড়ুয়ার পরিবর্তে অভিভাবকের থেকে পড়ুয়ার নাম, রোল নম্বর, কোন বিষয়ে রিভিউ বা স্ক্রুটিনি করতে চায় পড়ুয়া, মার্কশিটের একটি ফোটোকপি আবেদন করা হয়েছে । বোর্ডের বিভিন্ন আঞ্চলিক অফিসে রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্র জমা করার শেষ তারিখ 17 অগাস্ট ।

এর পাশাপাশি, নবম শ্রেণির রেজিস্ট্রেশনের স্ক্রুটিনির নিয়মেও আনা হয়েছে বদল । নবম শ্রেণির রেজিস্ট্রেশনের স্ক্রুটিনি তালিকাতেও পড়ুয়ার পরিবর্তে সাক্ষরকারী হবেন অভিভাবকরা । সাক্ষর করার আগে অভিভাবকদের স্ক্রুটিনি তালিকায় প্রিন্ট থাকা পড়ুয়ার নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখের সঙ্গে পড়ুয়ার বার্থ সার্টিফিকেটে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে নিতে বলা হয়েছে ।

পর্ষদের তরফে স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে, ভরতির রেজিস্টারে থাকা পড়ুয়ার তথ্যের সঙ্গে অভিবাবকদের দেওয়া তথ্য মিলিয়ে নিতে ও পড়ুয়ার বিষয়, লিঙ্গ ইত্যাদি মিলিয়ে নিতে হবে । নবম শ্রেণির স্ক্রুটিনি তালিকা জমা দেওয়ার শেষ তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান হয়েছে বিজ্ঞপ্তিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.