ETV Bharat / state

আঞ্চলিক দলগুলিকে একজোট করে সরকার গড়াটাই লক্ষ্য : পার্থ - mamata

প্রথম লক্ষ্য 42-এ 42 । তারপর ফ্রন্ট করে পৌঁছে যাওয়া দিল্লির দরবারে । ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের তরফে ইউনাইটেড ইন্ডিয়া নিয়ে আশার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : May 8, 2019, 9:38 AM IST

Updated : May 8, 2019, 9:44 AM IST

কলকাতা, 8 মে : রাজ্যে 25 টি আসনে ভোট হয়ে গিয়েছে । বাকি আর দু'দফায় 17টি আসনে নির্বাচন । 23 মে রাজ্যে ঘাসফুল যে ফুটছেই, তা নিয়ে একপ্রকার নিশ্চিত তৃণমূল কংগ্রেসের অন্যতম সেনাপতি পার্থ চট্টোপাধ্যায় । আঞ্চলিক দলগুলিকে একজোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মসনদে পৌঁছে যাওয়ার বিষয়েও আশাবাদী তিনি । ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের দল, বিরোধী দলগুলি ও নির্বাচন কমিশন নিয়ে উঠে এল একাধিক প্রসঙ্গ । রইল সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব ।

ETV ভারত : বিরোধীরা একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যে ভোটে সন্ত্রাস চলছে ও কেন্দ্রীয় বাহিনীকে অকেজো করে ভোট হচ্ছে । কী বলবেন ?

পার্থ চট্টোপাধ্যায় : আমরা রাজ্যের পুলিশ বাহিনীকে চুপ করিয়ে রেখেছি । কেন্দ্রীয় বাহিনীকে চুপ করিয়ে রেখেছি । রাজ্যের ভোটারদেরও আমাদের সঙ্গে রেখেছি । তাহলে কি BJP-র খাতা খুলতে গেলে রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্সকে আনতে হবে ? যদিও কখনও তা হবে না । রাজ‍্যের মানুষের হয়ে যাদের লড়াইয়ের ইতিহাস নেই, তারা এসেছে ক্ষমতা দখল করতে ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

ETV ভারত : ভোটের 24 ঘণ্টা আগে পুলিশ অফিসারদের বদলি করছে কমিশন । এটা কি পক্ষপাতদুষ্ট বলে মনে হচ্ছে ?

পার্থ চট্টোপাধ্যায় : এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন আসবে । নির্বাচন কমিশন এই অফিসারদের পরিবর্তন করে যাদের নিয়ে আসছে, তারাও তো এরাজ্যের মানুষ । কাদের বুদ্ধিতে ওরা এসব করছে জানি না । জনভিত্তি নেই তাই কখনও হাইকোর্ট, সুপ্রিমকোর্ট বা নির্বাচন কমিশনের দরকার BJP-র। এভাবে, বাংলার মানুষের আশীর্বাদ পাওয়া যায় না ।

ETV ভারত : নির্বাচনে ইউনাইটেড ইন্ডিয়া সফল হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কী হবে ?

পার্থ চট্টোপাধ্যায় : আমাদের প্রথম লক্ষ্য যতটা বেশি আসন পাওয়া, অর্থাৎ 42-এ 42টি আসনে জয়লাভ করা । তারপর আঞ্চলিক দলগুলিকে একজোট করে BJP-র বিরুদ্ধে ফ্রন্ট করে কেন্দ্রে পৌঁছে যাওয়া । মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আমাদের দল নিয়ন্ত্রক ভূমিকা হিসেবে কাজ করবে ।

সাক্ষাৎকারের পরবর্তী অংশ তৃতীয় পর্বে.........

এই সংক্রান্ত খবর : দলে নিজেদের মধ্যে অল্প-বিস্তর ভুল বোঝাবুঝি রয়েছে : পার্থ

কলকাতা, 8 মে : রাজ্যে 25 টি আসনে ভোট হয়ে গিয়েছে । বাকি আর দু'দফায় 17টি আসনে নির্বাচন । 23 মে রাজ্যে ঘাসফুল যে ফুটছেই, তা নিয়ে একপ্রকার নিশ্চিত তৃণমূল কংগ্রেসের অন্যতম সেনাপতি পার্থ চট্টোপাধ্যায় । আঞ্চলিক দলগুলিকে একজোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মসনদে পৌঁছে যাওয়ার বিষয়েও আশাবাদী তিনি । ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের দল, বিরোধী দলগুলি ও নির্বাচন কমিশন নিয়ে উঠে এল একাধিক প্রসঙ্গ । রইল সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব ।

ETV ভারত : বিরোধীরা একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যে ভোটে সন্ত্রাস চলছে ও কেন্দ্রীয় বাহিনীকে অকেজো করে ভোট হচ্ছে । কী বলবেন ?

পার্থ চট্টোপাধ্যায় : আমরা রাজ্যের পুলিশ বাহিনীকে চুপ করিয়ে রেখেছি । কেন্দ্রীয় বাহিনীকে চুপ করিয়ে রেখেছি । রাজ্যের ভোটারদেরও আমাদের সঙ্গে রেখেছি । তাহলে কি BJP-র খাতা খুলতে গেলে রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্সকে আনতে হবে ? যদিও কখনও তা হবে না । রাজ‍্যের মানুষের হয়ে যাদের লড়াইয়ের ইতিহাস নেই, তারা এসেছে ক্ষমতা দখল করতে ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

ETV ভারত : ভোটের 24 ঘণ্টা আগে পুলিশ অফিসারদের বদলি করছে কমিশন । এটা কি পক্ষপাতদুষ্ট বলে মনে হচ্ছে ?

পার্থ চট্টোপাধ্যায় : এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন আসবে । নির্বাচন কমিশন এই অফিসারদের পরিবর্তন করে যাদের নিয়ে আসছে, তারাও তো এরাজ্যের মানুষ । কাদের বুদ্ধিতে ওরা এসব করছে জানি না । জনভিত্তি নেই তাই কখনও হাইকোর্ট, সুপ্রিমকোর্ট বা নির্বাচন কমিশনের দরকার BJP-র। এভাবে, বাংলার মানুষের আশীর্বাদ পাওয়া যায় না ।

ETV ভারত : নির্বাচনে ইউনাইটেড ইন্ডিয়া সফল হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কী হবে ?

পার্থ চট্টোপাধ্যায় : আমাদের প্রথম লক্ষ্য যতটা বেশি আসন পাওয়া, অর্থাৎ 42-এ 42টি আসনে জয়লাভ করা । তারপর আঞ্চলিক দলগুলিকে একজোট করে BJP-র বিরুদ্ধে ফ্রন্ট করে কেন্দ্রে পৌঁছে যাওয়া । মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আমাদের দল নিয়ন্ত্রক ভূমিকা হিসেবে কাজ করবে ।

সাক্ষাৎকারের পরবর্তী অংশ তৃতীয় পর্বে.........

এই সংক্রান্ত খবর : দলে নিজেদের মধ্যে অল্প-বিস্তর ভুল বোঝাবুঝি রয়েছে : পার্থ

রায়গঞ্জ, ৮ এপ্রিল, প্রসুন মৈত্র : ভুল চিকিৎসায় মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে বেসরকারি নার্সিংহোমে। মৃত ওই যুবকের নাম দেবাশিষ রায়। বাড়ি রায়গঞ্জ থাবার বোগ্রাম এলাকায়। পূর্নাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন মৃত যুবকের বাবা বিধান চন্দ রায়। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ। পরিবারসূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৬ তারিখে রায়গঞ্জ থানার বোগ্রামের বাসিন্দা বিধান চন্দ্র রায়ের ছেলে দেবাশিষ রায় সে তার নিজের মোটর বাইকে চালাতে গিয়ে আচমকায় পরে যায়। পরে যাওয়ার ফলে দেবাশিষের ডান হাতটি ভেঙ্গে যায়। পরিবারের সদস্যরা রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসক ডাক্তার আসরাফুল হককে দেখান। ডাক্তারবাবু বেসরকারি নার্সিংহোমে ভর্তি করার নির্দেশ দেন বলে অভিযোগ। গতকাল বিকেলে দেবাশিষের পরিবারের সদস্যরা রায়গঞ্জের একটি নার্সিংহোমে ভর্তি করে। রাতেই দেবাশিষের অপারেশন করা হয়। রাতেই মৃত্যু হয় দেবাশিষের। মৃত্যুর খরব জানতেই ওই বেসরকারি নার্সিংহোমে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃত যুবকের বাবা বিধান চন্দ্র রায় জানিয়েছেন, চিকিৎসার গাফিলতির কারনেই আমার ছেলে মৃত্যু হয়েছে। আমি ম্যাজিস্ট্রেট দিয়ে পূর্নাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন। আর ওই ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবীও জানিয়েছেন বিধানবাবু। এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিক তালুকদার নামে এক ব্যক্তি জানিয়েছেন, চিকিৎসার গাফিলতিতেই আমার ছেলের মৃত্যু হয়েছে। বারে বারে ওই নার্সিংহোমে এই ধরনের ঘটনা ঘটে আসছে আমাদের দাবী ওই নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা হক বলে জানান তিনি। নার্সিংহোমের কর্তৃপক্ষ পূর্নেন্দু দে জানিয়েছেন, আজ সকালে ঘটনা শুনেছি। ময়না তদন্তের পর জানা যাবে গোটা ঘটনাটি কি হয়েছে। যদি চিকিৎসকের গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Last Updated : May 8, 2019, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.