ETV Bharat / state

পণের দাবিতে খুনের অভিযোগ যুবতিকে, অভিযুক্তরা পলাতক - one women murdered for dowry

পণের দাবিতে এক যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। গতকাল এম আর বাঙুর হাসপাতালে তার মৃত্যু হয়েছে । নরেন্দ্রপুর থানায় 306 ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।

সন্তোষী প্রামাণিক
author img

By

Published : May 5, 2019, 12:34 PM IST

Updated : May 5, 2019, 1:10 PM IST

কলকাতা, 5 মে : পণের দাবিতে যুবতির গায়ে আগুন দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে । ঘটনাটি বনহুগলি এলাকার । গতকাল হাসপাতালে সন্তোষী প্রামাণিক নামে ওই যুবতির মৃত্যু হয়েছে । আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ।

7 বছর আগে সন্তোষীর সঙ্গে বনহুগলির বাসিন্দা উত্তম প্রামাণিকের বিয়ে হয় । অভিযোগ, বিয়ের সময় উত্তম যৌতুক নিয়েছিল । কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে ফের পণের দাবি শুরু হয় । এই নিয়ে সংসারে অশান্তি শুরু হয় । অভিযোগ, সন্তোষীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হত । ছেলের সামনেই তার গায়ে আগুন লাগিয়ে দেয় স্বামী ও শাশুড়ি । পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি । এম আর বাঙুর হাসপাতালে গতকাল সে মারা যায় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নরেন্দ্রপুর থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । তাদের বিরুদ্ধে 306 ধারায় মামলা রুজু করা হয়েছে ।

কলকাতা, 5 মে : পণের দাবিতে যুবতির গায়ে আগুন দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে । ঘটনাটি বনহুগলি এলাকার । গতকাল হাসপাতালে সন্তোষী প্রামাণিক নামে ওই যুবতির মৃত্যু হয়েছে । আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ।

7 বছর আগে সন্তোষীর সঙ্গে বনহুগলির বাসিন্দা উত্তম প্রামাণিকের বিয়ে হয় । অভিযোগ, বিয়ের সময় উত্তম যৌতুক নিয়েছিল । কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে ফের পণের দাবি শুরু হয় । এই নিয়ে সংসারে অশান্তি শুরু হয় । অভিযোগ, সন্তোষীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হত । ছেলের সামনেই তার গায়ে আগুন লাগিয়ে দেয় স্বামী ও শাশুড়ি । পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি । এম আর বাঙুর হাসপাতালে গতকাল সে মারা যায় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নরেন্দ্রপুর থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । তাদের বিরুদ্ধে 306 ধারায় মামলা রুজু করা হয়েছে ।

Karimganj (Assam), May 05 (ANI): 20 Bangladeshi nationals were deported to Bangladesh from Assam's Karimganj on Saturday. They were lodged in detention centers in Assam for time being. They were arrested for entering India without valid documents.
Last Updated : May 5, 2019, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.