ETV Bharat / state

রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক

author img

By

Published : May 11, 2021, 8:10 PM IST

রাজভবনের সামনে থাকা ল্যাম্পপোস্টটিকে ছুঁতেই ছিটকে পড়েন ওই ব্যক্তি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷

রাজভবনের সামনে জমা জলে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত এক
রাজভবনের সামনে জমা জলে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত এক

কলকাতা, 11 মে : রাজভবনের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ব্যক্তি ৷ মৃতের পরিচয় এখনও অজ্ঞাত ৷

দুপুর থেকেই শহর কলকাতায় তুমুল বৃষ্টি । কলকাতার বিভিন্ন রাস্তায় জমে গিয়েছে জল । তেমনই জল জমে রাজভবনের সামনেও । সেই জল ভেঙেই আসতে আসতে হেঁটে অফিস থেকে ফিরছিলেন তিনি । জানা ছিল না, সাক্ষাৎ মৃত্যু ওঁত পেতে আছে । রাজভবনের সামনে থাকা ল্যাম্পপোস্টটিকে ছুঁতেই ছিটকে পড়েন । ঘটনাস্থলেই মৃত্যু ৷ বিদ্যুৎস্পৃষ্ট থেকেই মৃত্যু হয়েছে ব্যক্তির, এমনটাই অনুমান প্রত্যক্ষদর্শীর ৷

আরও পড়ুন : লকডাউন-কার্ফুতে ঘরবন্দি মানুষ, করোনাকে হারাতে মরিয়া দেশ

ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত এলাকার লোকজন । ভয়ে মৃতদেহের কাছে যেতে সাহস পায়নি কেউ ৷ দীর্ঘক্ষণ জমা জলেই পরে থাকে দেহ ।

কলকাতা, 11 মে : রাজভবনের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ব্যক্তি ৷ মৃতের পরিচয় এখনও অজ্ঞাত ৷

দুপুর থেকেই শহর কলকাতায় তুমুল বৃষ্টি । কলকাতার বিভিন্ন রাস্তায় জমে গিয়েছে জল । তেমনই জল জমে রাজভবনের সামনেও । সেই জল ভেঙেই আসতে আসতে হেঁটে অফিস থেকে ফিরছিলেন তিনি । জানা ছিল না, সাক্ষাৎ মৃত্যু ওঁত পেতে আছে । রাজভবনের সামনে থাকা ল্যাম্পপোস্টটিকে ছুঁতেই ছিটকে পড়েন । ঘটনাস্থলেই মৃত্যু ৷ বিদ্যুৎস্পৃষ্ট থেকেই মৃত্যু হয়েছে ব্যক্তির, এমনটাই অনুমান প্রত্যক্ষদর্শীর ৷

আরও পড়ুন : লকডাউন-কার্ফুতে ঘরবন্দি মানুষ, করোনাকে হারাতে মরিয়া দেশ

ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত এলাকার লোকজন । ভয়ে মৃতদেহের কাছে যেতে সাহস পায়নি কেউ ৷ দীর্ঘক্ষণ জমা জলেই পরে থাকে দেহ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.