ETV Bharat / state

নেভি অফিসার পরিচয় দিয়ে একাধিক যুবতির সাথে 'ভাব', টাকা হাতিয়ে গ্রেপ্তার - police

ভারতীয় নৌসেনার পোশাকে সোশাল সাইটে ছবি দিয়ে বিভিন্ন যুবতির সঙ্গে ভাব জমায় যুবক। তারপর তাদের থেকে নানা বাহানায় টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার।

প্রতারক রঞ্জন শর্মা
author img

By

Published : Mar 6, 2019, 1:05 AM IST

কলকাতা, ৬ মার্চ : ভারতীয় নৌসেনার পোশাকে সোশাল সাইটে ছবি। সঙ্গে নিজেকে নৌসেনার পাইলট হিসেবে পরিচয় দেওয়া। তা থেকে বিভিন্ন যুবতির সঙ্গে ভাব জমানো। তারপর সুযোগ বুঝে ওই যুবতিদের থেকে টাকা হাতিয়ে নেওয়া। এভাবেই প্রতারণার ফাঁদ পেতেছিল যুবক। কিন্তু শেষ রক্ষা হল না। আজ দক্ষিণ ২৪ পরগনার হার্ডউড পয়েন্ট কোস্টাল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

নাম রঞ্জন শর্মা। পেশায় অনলাইন ট্রেডিং কারবারি। B.Com পাশ। কিন্তু সোশাল সাইটে নিজেকে নৌসেনা কর্মী হিসেবে পরিচয় দিয়ে আলাপ জমাত বিভিন্ন যুবতির সঙ্গে। তারপর নানা বাহানায় আত্মসাৎ করত টাকা। এভাবেই ফরিদপুরের এক যুবতিকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেয় প্রায় চার লাখ টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই যুবতি অভিযোগ করেন কলকাতা পুলিশে। তিনি জানান, ওই যুবক নানা অছিলায় তার থেকে হাতিয়ে নিয়েছে ৩ লাখ ৯২ হাজার ৭৮০ টাকা। বেশিরভাগ টাকাই দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট PayTM নম্বরে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুধু ওই যুবতিকেই নয় আর্মি, নেভি এবং এয়ারফোর্স অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বেশ কয়েকজন যুবতির সঙ্গে একইভাবে প্রতারণা করেছে রঞ্জন। এমন কী, তার কাছে আছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন জাল কাগজপত্রও। গত বছর মে মাসে অভিযোগ পাওয়ার পর সমস্ত কাগজপত্র পরীক্ষা করে অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে পুলিশ।

undefined

জানা যায়, কাকদ্বীপ এলাকায় রয়েছে সে। সেখানে যায় কলকাতা পুলিশের একটি দল। অবশেষে আজ দুপুর দেড়টা নাগাদ হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তার কাছ থেকে দামি মোবাইল ছাড়াও উদ্ধার হয়েছে ভারতীয় এয়ার ফোর্স এবং আর্মির লোগো দেওয়া তিনটি কাফলিঙ্ক এবং তিনটি টাইপিন। উদ্ধার হয় একটি বোর্ড। যাতে লেখা ইন্ডিয়ান নেভি, রাজন জে শর্মা, পাইলট, সাব লেফটেনেন্ট।

কলকাতা, ৬ মার্চ : ভারতীয় নৌসেনার পোশাকে সোশাল সাইটে ছবি। সঙ্গে নিজেকে নৌসেনার পাইলট হিসেবে পরিচয় দেওয়া। তা থেকে বিভিন্ন যুবতির সঙ্গে ভাব জমানো। তারপর সুযোগ বুঝে ওই যুবতিদের থেকে টাকা হাতিয়ে নেওয়া। এভাবেই প্রতারণার ফাঁদ পেতেছিল যুবক। কিন্তু শেষ রক্ষা হল না। আজ দক্ষিণ ২৪ পরগনার হার্ডউড পয়েন্ট কোস্টাল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

নাম রঞ্জন শর্মা। পেশায় অনলাইন ট্রেডিং কারবারি। B.Com পাশ। কিন্তু সোশাল সাইটে নিজেকে নৌসেনা কর্মী হিসেবে পরিচয় দিয়ে আলাপ জমাত বিভিন্ন যুবতির সঙ্গে। তারপর নানা বাহানায় আত্মসাৎ করত টাকা। এভাবেই ফরিদপুরের এক যুবতিকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেয় প্রায় চার লাখ টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই যুবতি অভিযোগ করেন কলকাতা পুলিশে। তিনি জানান, ওই যুবক নানা অছিলায় তার থেকে হাতিয়ে নিয়েছে ৩ লাখ ৯২ হাজার ৭৮০ টাকা। বেশিরভাগ টাকাই দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট PayTM নম্বরে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুধু ওই যুবতিকেই নয় আর্মি, নেভি এবং এয়ারফোর্স অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বেশ কয়েকজন যুবতির সঙ্গে একইভাবে প্রতারণা করেছে রঞ্জন। এমন কী, তার কাছে আছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন জাল কাগজপত্রও। গত বছর মে মাসে অভিযোগ পাওয়ার পর সমস্ত কাগজপত্র পরীক্ষা করে অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে পুলিশ।

undefined

জানা যায়, কাকদ্বীপ এলাকায় রয়েছে সে। সেখানে যায় কলকাতা পুলিশের একটি দল। অবশেষে আজ দুপুর দেড়টা নাগাদ হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তার কাছ থেকে দামি মোবাইল ছাড়াও উদ্ধার হয়েছে ভারতীয় এয়ার ফোর্স এবং আর্মির লোগো দেওয়া তিনটি কাফলিঙ্ক এবং তিনটি টাইপিন। উদ্ধার হয় একটি বোর্ড। যাতে লেখা ইন্ডিয়ান নেভি, রাজন জে শর্মা, পাইলট, সাব লেফটেনেন্ট।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.