ETV Bharat / state

জানালা দিয়ে ছবি তুলে মডেলকে ব্ল্যাকমেলের চেষ্টা, গ্রেপ্তার 1

গতকাল রীতিমতো আক্রমণাত্মক হয়ে পড়েন ওই একই আবাসনের বাসিন্দা লক্ষ্মী প্রসাদ । ঘটনার পরে মডেল মেঘা রায় তাঁর লিভ ইন পার্টনারকে ফোন করে পুরো বিষয়টি জানান । অভিযোগ করা হয় পঞ্চসায়র থানায় ।

মেঘা রায়
author img

By

Published : Jun 20, 2019, 5:05 PM IST

কলকাতা, 20 জুন : উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনা নিয়ে আলোচনা এখনও থামেনি । এরই মাঝে আরও এক মডেলকে হেনস্থার অভিযোগ উঠল । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে ।

মডেল মেঘা রায়কে হেনস্থা করা হয়েছে তাঁর নিজের ফ্ল্যাটেই । সেখানে তিনি তাঁর লিভ ইন পার্টনারের সাথে থাকেন । অভিযোগ, গতকাল রীতিমতো আক্রমণাত্মক হয়ে পড়ে ওই একই আবাসনের বাসিন্দা লক্ষ্মী প্রসাদ । ঘটনার পরেই ওই মডেল তাঁর লিভ ইন পার্টনারকে ফোন করে পুরো বিষয়টি জানান । অভিযোগ করা হয় পঞ্চসায়র থানায় । দেরি করেনি পুলিশ । তৎক্ষণাৎ তৎপর হয়ে ফ্ল্যাট থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে । আজ তাকে আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

মেঘার লিভ ইন পার্টনার বলেন, গতসন্ধ্যায় বাইপাসের ধারে মেঘা ফ্ল্যাটে একা ছিলেন । সেই সময় ওই ব্যক্তি এসে মেঘাকে বলে তাঁর সঙ্গে বন্ধুত্ব করতে চায় । এরপর মোবাইলে মেঘার একটি ব্যক্তিগত ছবি দেখিয়ে বলে, "বন্ধুত্ব না করলে এই ছবি ভাইরাল করে দেব । আমার কাছে এমন অনেক ছবি ও ভিডিও আছে । " মেঘার লিভ ইন পার্টনার জানিয়েছেন, ওই ব্যক্তি একই আবাসনে থাকে । ছবিগুলি সবই জানলা দিয়ে লুকিয়ে তোলা । একেবারে ব্যক্তিগত মুহূর্তের ছবি ।

ঘটনার সূত্রপাত কিছুদিন আগেই । অভিযোগ, কিছুদিন ধরেই আদতে বেঙ্গালুরুর বাসিন্দা লক্ষ্মী প্রসাদ মেঘার সঙ্গে অভব্যতার চেষ্টা করে । ফ্ল্যাটে মেঘা একা থাকলে বন্ধুত্ব করার অছিলায় আসত । দিন দশেক আগে কলের পাইপ দেখার অছিলায় ফ্ল্যাটে ঢোকে । তার ফ্ল্যাটের কলের লাইনে নাকি বেশ কিছু সমস্যা হচ্ছে । ফ্ল্যাটে ঢুকেই সে বন্ধুত্বের প্রস্তাব রাখে ।

কলকাতা, 20 জুন : উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনা নিয়ে আলোচনা এখনও থামেনি । এরই মাঝে আরও এক মডেলকে হেনস্থার অভিযোগ উঠল । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে ।

মডেল মেঘা রায়কে হেনস্থা করা হয়েছে তাঁর নিজের ফ্ল্যাটেই । সেখানে তিনি তাঁর লিভ ইন পার্টনারের সাথে থাকেন । অভিযোগ, গতকাল রীতিমতো আক্রমণাত্মক হয়ে পড়ে ওই একই আবাসনের বাসিন্দা লক্ষ্মী প্রসাদ । ঘটনার পরেই ওই মডেল তাঁর লিভ ইন পার্টনারকে ফোন করে পুরো বিষয়টি জানান । অভিযোগ করা হয় পঞ্চসায়র থানায় । দেরি করেনি পুলিশ । তৎক্ষণাৎ তৎপর হয়ে ফ্ল্যাট থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে । আজ তাকে আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

মেঘার লিভ ইন পার্টনার বলেন, গতসন্ধ্যায় বাইপাসের ধারে মেঘা ফ্ল্যাটে একা ছিলেন । সেই সময় ওই ব্যক্তি এসে মেঘাকে বলে তাঁর সঙ্গে বন্ধুত্ব করতে চায় । এরপর মোবাইলে মেঘার একটি ব্যক্তিগত ছবি দেখিয়ে বলে, "বন্ধুত্ব না করলে এই ছবি ভাইরাল করে দেব । আমার কাছে এমন অনেক ছবি ও ভিডিও আছে । " মেঘার লিভ ইন পার্টনার জানিয়েছেন, ওই ব্যক্তি একই আবাসনে থাকে । ছবিগুলি সবই জানলা দিয়ে লুকিয়ে তোলা । একেবারে ব্যক্তিগত মুহূর্তের ছবি ।

ঘটনার সূত্রপাত কিছুদিন আগেই । অভিযোগ, কিছুদিন ধরেই আদতে বেঙ্গালুরুর বাসিন্দা লক্ষ্মী প্রসাদ মেঘার সঙ্গে অভব্যতার চেষ্টা করে । ফ্ল্যাটে মেঘা একা থাকলে বন্ধুত্ব করার অছিলায় আসত । দিন দশেক আগে কলের পাইপ দেখার অছিলায় ফ্ল্যাটে ঢোকে । তার ফ্ল্যাটের কলের লাইনে নাকি বেশ কিছু সমস্যা হচ্ছে । ফ্ল্যাটে ঢুকেই সে বন্ধুত্বের প্রস্তাব রাখে ।

Intro:কলকাতা, ২০ মে: উশষী সেনগুপ্তকে নিয়ে হেনস্থা নিয়ে আলোচনা থামেনি এখনও। এরই মাঝে আর এক মডেলকে হেনস্থার অভিযোগ উঠল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একব্যাক্তিকে। Body:উশষীকে হেনস্তা করা হয়েছিল রাস্তায়। আর মডেল মেঘা রায়কে হেনস্থার অভিযোগ উঠেছে নিজের ফ্ল্যাটেই। মেঘার লিভ ইন পার্টনার জানিয়েছেন, গত সন্ধ্যায় বাইপাসের ধারের যে ফ্ল্যাটে তিনি থাকেন, সেখানে একা ছিলেন। হঠাৎই এক যুবক মেঘাকে এসে বলেন, “ আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই।" তারপরেই মোবাইলে মেঘার একটি ব্যক্তিগত ছবি দেখিয়ে বলেন, “বন্ধুত্ব না করলে এই ছবি আমি ভাইরাল করে দেবো। আমার কাছে এমন আরও অনেক ছবিও ভিডিও আছে।" ওই ব্যাক্তি থাকেন একই আবাসনে। ছবিগুলি সবই জানলা দিয়ে লুকিয়ে তোলা। একেবারে ব্যক্তিগত মুহূর্তের ছবি। Conclusion:ঘটনার সূত্রপাত অবশ্য বেশ কিছুদিন আগে। অভিযোগ,গত কিছুদিন ধরেই ওই আবাসনের বাসিন্দা লক্ষ্মী প্রসাদ তাঁর সঙ্গে অভব্যতার চেষ্টা করতেন। ফ্ল্যাটে মেঘা একা থাকলেই বন্ধুত্ব করার অছিলায় কাছে আসতে চাইতেন। দিন দশ আগে কলের পাইপ দেখার অছিলায় ফ্ল্যাটের ঢোকার চেষ্টা করেন লক্ষ্মী। ওনার ফ্ল্যাটের কলের লাইনে নাকি কিছু সমস্যা হচ্ছে। তাই লাইন দেখা দরকার। তারপরেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে। ফের বন্ধুত্ব করার প্রস্তাব।

অভিযোগ, গতকাল রীতিমতো আক্রমনাত্মক হয়ে পড়েন আদতে ব্যাঙ্গালুরুর বাসিন্দা লক্ষী। ঘটনার পরেই মেঘা তার লিভ ইন পার্টনারকে ফোন করে পুরো বিষয়টি জানান। তারপরেই অভিযোগ জানানো হয় পঞ্চসার থানায়। দেরি করেনি পুলিশ। তৎক্ষণাৎ তৎপর হয়ে ফ্ল্যাট থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আজ তাকে আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.