ETV Bharat / bharat

বায়ুসেনার বিমানে যান্ত্রিক ত্রুটি, দু'ঘণ্টা অপেক্ষার পর রওনা মোদির - PM MODI AIRCRAFT

বায়ুসেনার ওই বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটির জেরে প্রায় দু'ঘণ্টা দেওঘরের বিমানবন্দেরই অপেক্ষা করতে হল প্রধানমন্ত্রীকে ।

Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 7:34 PM IST

Updated : Nov 15, 2024, 7:50 PM IST

দেওঘর, 15 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে বিভ্রাট। বায়ুসেনার ওই বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটির জেরে প্রায় দু'ঘণ্টা দেওঘরের বিমানবন্দেরই অপেক্ষা করতে হল প্রধানমন্ত্রীকে। শেষমেশ ঘণ্টা দুয়েক পর অন্য একটি বিমানে দিল্লি রওনা দেন প্রধানমন্ত্রী ।

বিহারের জামুইতে একটি জনসভায় ভাষণ দিয়ে দেওঘর থেকে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। জামুই গিয়ে বিরসা মুণ্ডার 150তম জন্মজয়ন্তী সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখান থেকে দেওঘরে এসে পৌঁছন প্রধানমন্ত্রী। তখনই বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানা যায়।

দেওঘরের ডেপুটি কমিশনার বিশাল সাগর সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "বায়ুসেনার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অন্য একটি বিমানে দিল্লি ফিরতে হয়েছে । নির্দিষ্ট সময়ে ওই বিমানের যান্ত্রিক ত্রুটি ঠিক করা যায়নি। পরে অন্য বিমানে তাঁকে রওনা দিতে হয়েছে। আর এই কারণে প্রধানমন্ত্রীকে দেওঘরে দু'ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। "

এদিকে মোদি যখন দেওঘর বিমান বন্দরে অপেক্ষা করছিলেন সে সময় নিরাপত্তার কথা মাথায় রেখে দেওঘর এবং তাঁর আশাপাশের এলাকাটিকে নো-ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল । শুধু মোদি নন, ঝাড়খণ্ডে হেলিকপ্টার-বিভ্রাটের মুখে পড়তে হয়েছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকেও । গোড্ডার একটি সভায় যাওয়ার কথা ছিল রাহুলের । কিন্তু কংগ্রেসের দাবি সম্পূর্ণ রাজনৈতিতক স্বার্থে ঘণ্টা দুয়েক তাঁর হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি । কংগ্রেস নেতা দীপিকা পান্ডে সিং বলেন, "আমাদের নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারটিকে প্রায় দু'ঘণ্টার জন্য উড়তে দেওয়া হয়নি ।"

দেওঘর, 15 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে বিভ্রাট। বায়ুসেনার ওই বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটির জেরে প্রায় দু'ঘণ্টা দেওঘরের বিমানবন্দেরই অপেক্ষা করতে হল প্রধানমন্ত্রীকে। শেষমেশ ঘণ্টা দুয়েক পর অন্য একটি বিমানে দিল্লি রওনা দেন প্রধানমন্ত্রী ।

বিহারের জামুইতে একটি জনসভায় ভাষণ দিয়ে দেওঘর থেকে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। জামুই গিয়ে বিরসা মুণ্ডার 150তম জন্মজয়ন্তী সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখান থেকে দেওঘরে এসে পৌঁছন প্রধানমন্ত্রী। তখনই বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানা যায়।

দেওঘরের ডেপুটি কমিশনার বিশাল সাগর সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "বায়ুসেনার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অন্য একটি বিমানে দিল্লি ফিরতে হয়েছে । নির্দিষ্ট সময়ে ওই বিমানের যান্ত্রিক ত্রুটি ঠিক করা যায়নি। পরে অন্য বিমানে তাঁকে রওনা দিতে হয়েছে। আর এই কারণে প্রধানমন্ত্রীকে দেওঘরে দু'ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। "

এদিকে মোদি যখন দেওঘর বিমান বন্দরে অপেক্ষা করছিলেন সে সময় নিরাপত্তার কথা মাথায় রেখে দেওঘর এবং তাঁর আশাপাশের এলাকাটিকে নো-ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল । শুধু মোদি নন, ঝাড়খণ্ডে হেলিকপ্টার-বিভ্রাটের মুখে পড়তে হয়েছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকেও । গোড্ডার একটি সভায় যাওয়ার কথা ছিল রাহুলের । কিন্তু কংগ্রেসের দাবি সম্পূর্ণ রাজনৈতিতক স্বার্থে ঘণ্টা দুয়েক তাঁর হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি । কংগ্রেস নেতা দীপিকা পান্ডে সিং বলেন, "আমাদের নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারটিকে প্রায় দু'ঘণ্টার জন্য উড়তে দেওয়া হয়নি ।"

Last Updated : Nov 15, 2024, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.