কলকাতা, 15 নভেম্বর: এবার ছুটি বাড়ছে পুলিশ, দমকল, পুরকর্মী, স্বাস্থ্যকর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে জড়িত সরকারি কর্মচারীদের ৷ আজ রাজারহাটে বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে নবনির্মিত আদিবাসী ভবনে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উৎসবের মরশুম শেষে যে ছুটি জরুরি পরিষেবার সঙ্গে জড়িত সরকারি কর্মীরা পান, তার সংখ্যা বেড়েছে ৷
উৎসবের দিনগুলিতে রাজ্যবাসীরা আনন্দ করলেও, পুলিশ, পুরনিগম, পুরসভা, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িতরা ছুটি পান না ৷ সেই কারণে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, উৎসবের মরশুম মিটলে তাঁদের 10 দিনের বাড়তি ছুটি দেওয়া হত ৷ এ বছর থেকে সেই ছুটি বাড়িয়ে 15 দিন করা হয়েছে ৷
এ দিন মমতা বলেন, "যাঁরা 12 মাস কাজ করেন, তাঁরা ন্যূনতম অবকাশ যাতে পান সেটা দেখা প্রয়োজন ৷" তাঁদের কাজের জন্য পুলিশ প্রশাসন, পুরকর্মী, দমকল, স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্তদের ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ উৎসবের মরশুম যাতে শান্তিতে সবাই উদযাপন করতে পারেন, তার জন্য এই সরকারি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে জানান মমতা ৷ তাঁদের কাজকে অতুলনীয় বলে উল্লেখ করেছেন তিনি ৷
এ দিন পুলিশকর্মীদের প্রশংসা করতে গিয়ে সংবাদ মাধ্যমকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "কখনও কোনও ছোট ভুল হয়ে গেলে, আপনারা নিশ্চয়ই মিডিয়া ট্রায়াল করে তাঁদের গালাগালি করবেন ৷ কিন্তু মনে রাখবেন, আপনারা-আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই, তাঁরা কিন্তু জেগে পাহারা দেন ৷
তিনি বলেন, "এতদিন তাঁরা, 10 দিন করে ছুটি পেতেন ৷ আমি এই ছুটি বাড়িয়ে 15 দিন করতে বলেছি ৷ বিশেষ করে ফায়ার ব্রিগেড, পুরসভার কর্মী, হেলথ ওয়ার্কারদের এর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি ৷"