ETV Bharat / state

বিজেপির ছেড়ে যাওয়া 8 কমিটিতে নতুন চেয়ারম্যান

মনোজ টিগ্গার জায়গায় শ্রম দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হল মদন মিত্রকে । এস্টিমেটস কমিটির চেয়ারম্যান পদে মিহির গোস্বামীর জায়গায় বসানো হচ্ছে সুদীপ্ত রায়কে ।

বিধানসভা ভবন
বিধানসভা ভবন
author img

By

Published : Jul 16, 2021, 5:53 PM IST

কলকাতা, 16 জুলাই : বিজেপির ছেড়ে যাওয়া পরিষদীয় কমিটির চেয়ারম্যান পদগুলিতে আট জন নতুন চেয়ারম্যান এর নাম ঘোষণা করা হল । নতুন আটজনই আপাতত এই দায়িত্ব পালন করবেন । অধ্যক্ষ জানিয়েছেন, বিরোধী দলকে চেয়ারম্যান পদ গ্রহণের জন্য আবারও অনুরোধ করা হবে । সেই অনুরোধ গ্রহণ করে যদি বিরোধীরা এই চেয়ারম্যান পদ গুলি নিতে রাজি হন, সেক্ষেত্রে তাদের ওই পদ গুলি ফিরিয়ে দেওয়া হবে ।

মনোজ টিগ্গার জায়গায় শ্রম দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হল মদন মিত্রকে । এস্টিমেটস কমিটির চেয়ারম্যান পদে মিহির গোস্বামীর জায়গায় বসানো হচ্ছে সুদীপ্ত রায়কে । কমিটি অন পেপার লেডসের চেয়ারম্যান পদে নন্দময় বর্মণের জায়গায় বসানো হয়েছে হুমায়ূন কবিরকে ।

বিধানসভা ভবন
বিজেপির ছেড়ে যাওয়া 8 কমিটিতে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়

বিজেপি বিধায়ক অশোক মিত্র যে কমিটির দায়িত্বে ছিলেন, সেই জায়গায় চেয়ারম্যান করা হয়েছে তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারকে । কৃষ্ণ কল্যাণীর জায়গায় চেয়ারম্যান করা হয়েছে আব্দুল খালেক মোল্লাকে । ফিশারিজ় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হচ্ছে রূপবানুর রহমানকে ।

বিষ্ণুপ্রসাদ শর্মার বদলে পূর্ত দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে তপন দাশগুপ্তকে । তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে অশোক চট্টাপাধ্যায়কে ।

কলকাতা, 16 জুলাই : বিজেপির ছেড়ে যাওয়া পরিষদীয় কমিটির চেয়ারম্যান পদগুলিতে আট জন নতুন চেয়ারম্যান এর নাম ঘোষণা করা হল । নতুন আটজনই আপাতত এই দায়িত্ব পালন করবেন । অধ্যক্ষ জানিয়েছেন, বিরোধী দলকে চেয়ারম্যান পদ গ্রহণের জন্য আবারও অনুরোধ করা হবে । সেই অনুরোধ গ্রহণ করে যদি বিরোধীরা এই চেয়ারম্যান পদ গুলি নিতে রাজি হন, সেক্ষেত্রে তাদের ওই পদ গুলি ফিরিয়ে দেওয়া হবে ।

মনোজ টিগ্গার জায়গায় শ্রম দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হল মদন মিত্রকে । এস্টিমেটস কমিটির চেয়ারম্যান পদে মিহির গোস্বামীর জায়গায় বসানো হচ্ছে সুদীপ্ত রায়কে । কমিটি অন পেপার লেডসের চেয়ারম্যান পদে নন্দময় বর্মণের জায়গায় বসানো হয়েছে হুমায়ূন কবিরকে ।

বিধানসভা ভবন
বিজেপির ছেড়ে যাওয়া 8 কমিটিতে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়

বিজেপি বিধায়ক অশোক মিত্র যে কমিটির দায়িত্বে ছিলেন, সেই জায়গায় চেয়ারম্যান করা হয়েছে তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারকে । কৃষ্ণ কল্যাণীর জায়গায় চেয়ারম্যান করা হয়েছে আব্দুল খালেক মোল্লাকে । ফিশারিজ় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হচ্ছে রূপবানুর রহমানকে ।

বিষ্ণুপ্রসাদ শর্মার বদলে পূর্ত দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে তপন দাশগুপ্তকে । তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে অশোক চট্টাপাধ্যায়কে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.