ETV Bharat / state

তৃণমূলের হাথরস-প্রতিবাদ মিছিলে নির্যাতিতার নাম ! নিন্দা বিরোধীদের

2018 সালে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী কোনও অবস্থাতেই নির্যাতিতার ছবি বা নাম প্রকাশ্যে আনা যাবে না । এমনকী নির্যাতিতার মৃত্যু হলেও প্রকাশ করা যাবে না পরিচয় । সোশাল মিডিয়া ও মিছিলেও নির্যাতিতার নাম ব্যবহার করা যাবে না । কিন্তু শিলিগুড়িতে তৃণমূলের মিছিলে থাকা ব্যানারে নির্যাতিতার নাম দেখা যায় ৷ তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

গৌতম দেব
গৌতম দেব
author img

By

Published : Oct 16, 2020, 11:03 PM IST

Updated : Oct 17, 2020, 6:14 AM IST

শিলিগুড়ি, 16 অক্টোবর : হাথরসের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ আর সেই মিছিলে থাকা ব্যানার ও ফেস্টুনে নির্যাতিতার নাম ও ঠিকানা ছিল ৷ তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷

2018 সালে সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেয় ৷ সেই নির্দেশ অনুযায়ী কোনও অবস্থাতেই নির্যাতিতার ছবি বা নাম প্রকাশ্যে আনা যাবে না । এমনকী নির্যাতিতার মৃত্যু হলেও প্রকাশ করা যাবে না পরিচয় । সোশাল মিডিয়া ও মিছিলেও নির্যাতিতার নাম ব্যবহার করা যাবে না । কিন্তু শিলিগুড়িতে তৃণমূলের মিছিলের ব্যানারে নির্যাতিতার নাম দেখা যায় ৷ তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, ‘‘রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসক দলের নেতা-মন্ত্রীদের বুদ্ধি বিলোপ পাচ্ছে ৷ শিলিগুড়ির মিছিলে গৌতম দেব যা করলেন তা এক কথায় নিন্দনীয় ৷ এই সরকার যে কোনও নিয়মের তোয়াক্কা করে না তা ফের প্রমাণিত হল মন্ত্রীর এহেন আচরণে ৷ আসলে তৃণমূলের এখন একটাই পোস্ট । আর তা হল মুখ্যমন্ত্রীর । বাকি সব নামমাত্র টিকে রয়েছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়িতে মিছিল করছিলেন উত্তরবঙ্গের মন্ত্রী গৌতম দেব । তিনি বুঝতে পারেননি আজ প্রতিবাদ জানাতে গিয়ে কত বড় ভয়ংকর কাজ করেছেন ৷’’

একই সুর CPI(M) নেতা সুজন চক্রবর্তীর গলাতেও ৷ গৌতম দেবের আচরণের তীব্র নিন্দা করেন তিনি । বলেন, ‘‘সঠিক নির্দেশ পৌঁছায়নি বলেই এমন কাণ্ড ঘটিয়েছেন গৌতম দেব । অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত ।’’ একজন জনপ্রতিনিধি হিসেবে মিছিলে নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ করায় হতবাক তিনি ।

BJP নেতা সায়ন্তন বসু বলেন, ‘‘এরকম নেতা আছেন বলেই তৃণমূলের এই দৈন্যদশা ৷ লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্রে 80 হাজার ভোটে হেরেছেন । এরপরও বড় বড় কথা বলেন ৷ হাথরসের ঘটনা নিয়ে মিছিল করতে পারেন আর রাজগঞ্জে তৃণমূল নেতার নির্যাতনের কারণে নাবালিকা আত্মহত্যা করল । সেই ঘটনা নিয়ে উনি মিছিল করেন না । এরা কামদুনির জন্য মিছিল করেন না ৷ এরা কোচবিহারের জন্য মিছিল করেন না ৷ ’’

মন্ত্রী গৌতম দেবের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি ৷ SMS-এরও উত্তর দেননি ৷ রবীন্দ্রনাথ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

শিলিগুড়ি, 16 অক্টোবর : হাথরসের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ আর সেই মিছিলে থাকা ব্যানার ও ফেস্টুনে নির্যাতিতার নাম ও ঠিকানা ছিল ৷ তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷

2018 সালে সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেয় ৷ সেই নির্দেশ অনুযায়ী কোনও অবস্থাতেই নির্যাতিতার ছবি বা নাম প্রকাশ্যে আনা যাবে না । এমনকী নির্যাতিতার মৃত্যু হলেও প্রকাশ করা যাবে না পরিচয় । সোশাল মিডিয়া ও মিছিলেও নির্যাতিতার নাম ব্যবহার করা যাবে না । কিন্তু শিলিগুড়িতে তৃণমূলের মিছিলের ব্যানারে নির্যাতিতার নাম দেখা যায় ৷ তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, ‘‘রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসক দলের নেতা-মন্ত্রীদের বুদ্ধি বিলোপ পাচ্ছে ৷ শিলিগুড়ির মিছিলে গৌতম দেব যা করলেন তা এক কথায় নিন্দনীয় ৷ এই সরকার যে কোনও নিয়মের তোয়াক্কা করে না তা ফের প্রমাণিত হল মন্ত্রীর এহেন আচরণে ৷ আসলে তৃণমূলের এখন একটাই পোস্ট । আর তা হল মুখ্যমন্ত্রীর । বাকি সব নামমাত্র টিকে রয়েছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়িতে মিছিল করছিলেন উত্তরবঙ্গের মন্ত্রী গৌতম দেব । তিনি বুঝতে পারেননি আজ প্রতিবাদ জানাতে গিয়ে কত বড় ভয়ংকর কাজ করেছেন ৷’’

একই সুর CPI(M) নেতা সুজন চক্রবর্তীর গলাতেও ৷ গৌতম দেবের আচরণের তীব্র নিন্দা করেন তিনি । বলেন, ‘‘সঠিক নির্দেশ পৌঁছায়নি বলেই এমন কাণ্ড ঘটিয়েছেন গৌতম দেব । অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত ।’’ একজন জনপ্রতিনিধি হিসেবে মিছিলে নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ করায় হতবাক তিনি ।

BJP নেতা সায়ন্তন বসু বলেন, ‘‘এরকম নেতা আছেন বলেই তৃণমূলের এই দৈন্যদশা ৷ লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্রে 80 হাজার ভোটে হেরেছেন । এরপরও বড় বড় কথা বলেন ৷ হাথরসের ঘটনা নিয়ে মিছিল করতে পারেন আর রাজগঞ্জে তৃণমূল নেতার নির্যাতনের কারণে নাবালিকা আত্মহত্যা করল । সেই ঘটনা নিয়ে উনি মিছিল করেন না । এরা কামদুনির জন্য মিছিল করেন না ৷ এরা কোচবিহারের জন্য মিছিল করেন না ৷ ’’

মন্ত্রী গৌতম দেবের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি ৷ SMS-এরও উত্তর দেননি ৷ রবীন্দ্রনাথ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

Last Updated : Oct 17, 2020, 6:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.