ETV Bharat / state

লকডাউন না মানলে আইনি ব্যবস্থা নিতে পারবে পুলিশ, বিজ্ঞপ্তি নবান্নর - Corona spread

রাজ্যে কেউ লকডাউন না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে পুলিশ ৷ বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন ৷

নবান্ন
নবান্ন
author img

By

Published : Apr 12, 2020, 8:55 PM IST

কলকাতা, 12 এপ্রিল : রাজ্যে লকডাউন না মানলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন ৷ এই হুঁশিয়ারি দিয়ে এক বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ৷ সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, লকডাউন না মানলে পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হল ৷

গতকাল নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সামাজিক দূরত্বের প্রসঙ্গও তোলা হয় ৷ বিজ্ঞপ্তির প্রথমেই বলা হয়, জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ভারত সরকারের মন্ত্রকগুলিকে, রাজ্য সরকারগুলিকে ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরগুলিকে বিপর্যয় মোকাবিলা আইন, 2005-এর আওতায় নির্দেশ দিয়েছে, কোরোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যা পদক্ষেপ করা দরকার, তাই যেন করা হয় ৷ এরপর বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয় লকডাউন চলাকালীন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথাও ৷

বলা হয়, বিপর্যয় মোকাবিলা আইন, 2005-এর আওতায় কোরোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব কিছু বিধিনিষেধ জারি করেছেন ৷ দেশজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত পরিকাঠামো, জরুরি পরিষেবা ও নিত্যুপ্রয়োজনীয় পণ্য যাতে যথাসময়ে ও যথাযথভাবে পাওয়া যায়, সেদিকে নজর রাখতে বলেছেন ৷

নবান্নর তরফে জারি করা বিজ্ঞপ্তি
নবান্নর তরফে জারি করা বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তির শেষে বলা হয়, রাজ্যে কোরোনা সংক্রমণ রুখতে কেউ যদি বিধি অমান্য করেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা আইন, 2005-এর 60 নম্বর ধারা অনুযায়ী, সাব ইনস্পেকটরের উপর পুলিশের যে কোনও আধিকারিক যে কোনও বিধি লঙ্ঘনের জন্য আইনি ব্যবস্থা নিতে পারবেন ৷

লকডাউন যথাযথভাবে মানা হচ্ছে না বলে গতকালই রাজ্যের মুখ্যসচিব ও ডিরেক্টর জেনেরাল অফ পুলিশকে একটি চিঠি পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ চিঠিতে বলা হয়, রাজ্যের কয়েকটি জায়গায় লকডাউন মানা হচ্ছে না ৷ অত্যাবশ্যক নয়, এমন দোকান খোলায় ভিড় বাড়ছে ৷ পাশাপাশি চিঠিতে রাজনৈতিক নেতাদের খাদ্যসামগ্রী বিলি করা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ রাজাবাজার, নারকেলডাঙা, মানিকতলা, একবালপুর, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ ও তপসিয়ায় লকডাউন মানা হচ্ছে না বলে চিঠিতে জানানো হয় ৷ নারকেলডাঙায় বেশি কোরোনা সংক্রমণ হচ্ছে বলেও উল্লেখ করা হয় ৷ লকডাউন কেউ না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় ।

কলকাতা, 12 এপ্রিল : রাজ্যে লকডাউন না মানলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন ৷ এই হুঁশিয়ারি দিয়ে এক বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ৷ সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, লকডাউন না মানলে পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হল ৷

গতকাল নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সামাজিক দূরত্বের প্রসঙ্গও তোলা হয় ৷ বিজ্ঞপ্তির প্রথমেই বলা হয়, জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ভারত সরকারের মন্ত্রকগুলিকে, রাজ্য সরকারগুলিকে ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরগুলিকে বিপর্যয় মোকাবিলা আইন, 2005-এর আওতায় নির্দেশ দিয়েছে, কোরোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যা পদক্ষেপ করা দরকার, তাই যেন করা হয় ৷ এরপর বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয় লকডাউন চলাকালীন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথাও ৷

বলা হয়, বিপর্যয় মোকাবিলা আইন, 2005-এর আওতায় কোরোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব কিছু বিধিনিষেধ জারি করেছেন ৷ দেশজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত পরিকাঠামো, জরুরি পরিষেবা ও নিত্যুপ্রয়োজনীয় পণ্য যাতে যথাসময়ে ও যথাযথভাবে পাওয়া যায়, সেদিকে নজর রাখতে বলেছেন ৷

নবান্নর তরফে জারি করা বিজ্ঞপ্তি
নবান্নর তরফে জারি করা বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তির শেষে বলা হয়, রাজ্যে কোরোনা সংক্রমণ রুখতে কেউ যদি বিধি অমান্য করেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা আইন, 2005-এর 60 নম্বর ধারা অনুযায়ী, সাব ইনস্পেকটরের উপর পুলিশের যে কোনও আধিকারিক যে কোনও বিধি লঙ্ঘনের জন্য আইনি ব্যবস্থা নিতে পারবেন ৷

লকডাউন যথাযথভাবে মানা হচ্ছে না বলে গতকালই রাজ্যের মুখ্যসচিব ও ডিরেক্টর জেনেরাল অফ পুলিশকে একটি চিঠি পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ চিঠিতে বলা হয়, রাজ্যের কয়েকটি জায়গায় লকডাউন মানা হচ্ছে না ৷ অত্যাবশ্যক নয়, এমন দোকান খোলায় ভিড় বাড়ছে ৷ পাশাপাশি চিঠিতে রাজনৈতিক নেতাদের খাদ্যসামগ্রী বিলি করা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ রাজাবাজার, নারকেলডাঙা, মানিকতলা, একবালপুর, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ ও তপসিয়ায় লকডাউন মানা হচ্ছে না বলে চিঠিতে জানানো হয় ৷ নারকেলডাঙায় বেশি কোরোনা সংক্রমণ হচ্ছে বলেও উল্লেখ করা হয় ৷ লকডাউন কেউ না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.