কলকাতা, ১৭ সেপ্টেম্বর : ফের মুকুল রায়ের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্ট ৷ 8 নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না মুকুল রায়কে ৷ আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ 5 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি । AG কলকাতার বাইরে থাকার কারণে আজ রাজ্যের তরফে PP শ্বাশত গোপাল মুখার্জি এই মামলার শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আর্জি জানান । বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ জানায়, পূজার পরে আবার শুনানি হবে । এছাড়া মামলার তদন্তকারী অফিসারের যদি মুকুল রায়ের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, তাহলে 72 ঘণ্টা আগে তাঁকে নোটিশ পাঠাতে হবে ।
এর আগে 6 সেপ্টেম্বর এই মামলার শুনানি হয় ৷ শুনানিতে 18 সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়ের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট ।
ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এই মামলার তদন্তকারী অফিসারের তদন্তের স্বার্থে মুকুলের সঙ্গে যদি কথা বলার প্রয়োজন হয়, তাহলে 72 ঘণ্টা আগে তাঁকে নোটিশ দিতে হবে । নোটিশ পাওয়ার 24 ঘণ্টার মধ্যে তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হতে হবে মুকুল রায়কে । আদালতের নির্দেশ মতো মুকুল রায় ইতিমধ্যেই পুলিশের সঙ্গে দেখা করেছেন এবং তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।
21 অগাস্ট প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় মুকুল রায় ঘনিষ্ঠ বাবান ঘোষকে ৷ সেই মামলায় সরশুনা থানায় মুকুল রায়ের নামেও অভিযোগ দায়ের হয় ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ধৃত বাবান মুকুল রায়ের নাম করে এক ব্যক্তির কাছ থেকে লক্ষধিক টাকা নিয়েছিল ৷ বাবান গ্রেপ্তার হওয়ার পরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান মুকুল রায় ৷