ETV Bharat / state

মুকুল রায়ের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ বাড়ল, ফের শুনানি পুজোর পর

8 নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না মুকুল রায়কে ৷ আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ 5 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

মুকুল রায়ের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ বাড়ল
author img

By

Published : Sep 17, 2019, 12:45 PM IST

কলকাতা, ১৭ সেপ্টেম্বর : ফের মুকুল রায়ের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্ট ৷ 8 নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না মুকুল রায়কে ৷ আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ 5 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি । AG কলকাতার বাইরে থাকার কারণে আজ রাজ্যের তরফে PP শ্বাশত গোপাল মুখার্জি এই মামলার শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আর্জি জানান । বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ জানায়, পূজার পরে আবার শুনানি হবে । এছাড়া মামলার তদন্তকারী অফিসারের যদি মুকুল রায়ের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, তাহলে 72 ঘণ্টা আগে তাঁকে নোটিশ পাঠাতে হবে ।

এর আগে 6 সেপ্টেম্বর এই মামলার শুনানি হয় ৷ শুনানিতে 18 সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়ের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট ।

ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এই মামলার তদন্তকারী অফিসারের তদন্তের স্বার্থে মুকুলের সঙ্গে যদি কথা বলার প্রয়োজন হয়, তাহলে 72 ঘণ্টা আগে তাঁকে নোটিশ দিতে হবে । নোটিশ পাওয়ার 24 ঘণ্টার মধ্যে তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হতে হবে মুকুল রায়কে । আদালতের নির্দেশ মতো মুকুল রায় ইতিমধ্যেই পুলিশের সঙ্গে দেখা করেছেন এবং তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।

21 অগাস্ট প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় মুকুল রায় ঘনিষ্ঠ বাবান ঘোষকে ৷ সেই মামলায় সরশুনা থানায় মুকুল রায়ের নামেও অভিযোগ দায়ের হয় ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ধৃত বাবান মুকুল রায়ের নাম করে এক ব্যক্তির কাছ থেকে লক্ষধিক টাকা নিয়েছিল ৷ বাবান গ্রেপ্তার হওয়ার পরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান মুকুল রায় ৷

কলকাতা, ১৭ সেপ্টেম্বর : ফের মুকুল রায়ের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্ট ৷ 8 নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না মুকুল রায়কে ৷ আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ 5 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি । AG কলকাতার বাইরে থাকার কারণে আজ রাজ্যের তরফে PP শ্বাশত গোপাল মুখার্জি এই মামলার শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আর্জি জানান । বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ জানায়, পূজার পরে আবার শুনানি হবে । এছাড়া মামলার তদন্তকারী অফিসারের যদি মুকুল রায়ের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, তাহলে 72 ঘণ্টা আগে তাঁকে নোটিশ পাঠাতে হবে ।

এর আগে 6 সেপ্টেম্বর এই মামলার শুনানি হয় ৷ শুনানিতে 18 সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়ের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট ।

ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এই মামলার তদন্তকারী অফিসারের তদন্তের স্বার্থে মুকুলের সঙ্গে যদি কথা বলার প্রয়োজন হয়, তাহলে 72 ঘণ্টা আগে তাঁকে নোটিশ দিতে হবে । নোটিশ পাওয়ার 24 ঘণ্টার মধ্যে তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হতে হবে মুকুল রায়কে । আদালতের নির্দেশ মতো মুকুল রায় ইতিমধ্যেই পুলিশের সঙ্গে দেখা করেছেন এবং তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।

21 অগাস্ট প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় মুকুল রায় ঘনিষ্ঠ বাবান ঘোষকে ৷ সেই মামলায় সরশুনা থানায় মুকুল রায়ের নামেও অভিযোগ দায়ের হয় ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ধৃত বাবান মুকুল রায়ের নাম করে এক ব্যক্তির কাছ থেকে লক্ষধিক টাকা নিয়েছিল ৷ বাবান গ্রেপ্তার হওয়ার পরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান মুকুল রায় ৷

Intro:মুকুল রায়ের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ ৮ নভেম্বর পর্যন্ত করলো হাইকোর্ট Body:মানস নস্কর

সরশুনা মামলায় মুকুল রায়ের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ালো হাইকোর্ট, তবে করতে হবে তদন্তে সহায়তা

কলকাতা ১৭ সেপ্টেম্বর ঃ
সরশুনা মামলায় মুকুল রায়ের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ ৮ নভেম্বর পর্যন্ত করলো কলকাতা হাইকোর্ট। আগামী ৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।ইতিমধ্যে তদন্তের কারনে যদি তাকে ডাকার দরকার হয় ৭২ ঘন্টা আগে নোটিশ দিয়ে জানাতে হবে। নির্দেশ হাইকোর্টের।

বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

রাজ্যের তরফে পিপি শ্বাশত গোপাল মুখার্জি এই মামলার শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কারন এজি কলকাতার বাইরে আছেন।কিন্ত ডিভিশন বেঞ্চ একেবারে পুজার পরে আবার শুনানি করা হবে বলে জানায়।

এর আগে ৬ সেপ্টেম্বর সরশুনা মামলায় ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়ের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি নির্দেশে বলা হয় এই মামলার তদন্তকারী অফিসার যদি প্রয়োজন মনে করেন যে তদন্তের স্বার্থে মুকুলের সাথে কথা বলা প্রয়োজন তাহলে ৭২ ঘন্টা আগে নোটিশ দিতে হবে তাকে।নোটিশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাকে হাজির হতে হবে তদন্তকারী অফিসারের সামনে।নির্দেশ মতো মুকুল রায় ইতিমধ্যেই পুলিশের সাথে দেখা করেছেন।এবং তদন্তে সব রকম সহজোগিতা করার আশ্বাস দিয়েছেন।

২১ অগাস্ট প্রতারণার অভিযোগে গ্রেফতার হন মুকুল রায় ঘনিষ্ঠ বিজেপি নেতা বাবান ঘোষ।সেই ঘটনায় মুকুল রায়ের নামেও সরশুনা থানায় অভিযোগ রয়েছে। বাবান ঘোষ গ্রেপ্তার হওয়ার পরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান মুকুল রায়। মুকুল রায়ের নামে অভিযোগ, বাবান ঘোষ মুকুল রায়কে দেখিয়ে এক ব্যাক্তির থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন।
রেলের একটি প্রকল্পের ইনচার্জ করে দেবেন বলে দফায় দফায় তার থেকে কয়েক লক্ষ টাকা নেন বাবান ঘোষ।
বাবান ঘোষ আপাতত জেলে আছেন।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.