ETV Bharat / state

3 দিনের সফরে রাজ্যে আসছেন সংঘচালক মোহন ভাগবত - 31 অগাস্ট দুপুর 12টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামছেন মোহন ভাগবত

31 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন সংঘচালক মোহন ভাগবত । বৈঠক করবেন RSS- র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রান্থ প্রচারকদের সঙ্গে । 31 অগাস্ট দুপুর 12টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামছেন মোহন ভাগবত ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 29, 2019, 8:38 PM IST

কলকাতা , 29 অগাস্ট : 3 দিনের সফরে রাজ্যে আসছেন সংঘচালক মোহন ভাগবত । 31 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন তিনি । BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে রাজ্যের সামগ্রিক অবস্থার রিপোর্টও নেবেন । বৈঠক করবেন RSS- র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রান্থ প্রচারকদের সঙ্গে ।

31 অগাস্ট দুপুর 12টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামছেন মোহন ভাগবত । সেখান থেকে RSS -র প্রধান সদর কার্যালয় কেশব ভবনে যাবেন ৷ কেশব ভবন থেকে সন্ধ্যা 6 টায় দক্ষিণবঙ্গের RSS-র সম্পাদক জিষ্ণু বসুর বাড়িতে বৈঠক করবেন ।1 সেপ্টেম্বর সারাদিন কেশব ভবনে থাকবেন । সেদিন দিলীপ ঘোষ সহ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ৷ রাজ্যে BJP-র সাংগঠনিক বিষয়ে খোঁজখবর নেবেন । তারপর রাজ্যের একাধিক বুদ্ধিজীবী ও শিল্পপতিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন তিনি ।

2 সেপ্টেম্বর নিউটাউনে চিফ এয়ারমার্শালের বাড়িতে তিনি জনসংযোগ করবেন । তারপর ফুলবাগানে একটি ধর্মীয় কর্মশালাতে তিনি যোগ দেবেন । সারাদিন থাকবেন সেখানে । তারপর রাতে কেশব ভবন থেকে দিল্লি ফিরে যাবেন মোহন ভাগবত । এই বিষয়ে, RSS-র দক্ষিণবঙ্গের প্রধান জিষ্ণু বসু বলেন, "মূলত সাংগঠনিক কাজেই মোহন ভাগবত রাজ্যে আসছেন । তিনদিনই কলকাতায় একাধিক বৈঠক করবেন ।"

কলকাতা , 29 অগাস্ট : 3 দিনের সফরে রাজ্যে আসছেন সংঘচালক মোহন ভাগবত । 31 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন তিনি । BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে রাজ্যের সামগ্রিক অবস্থার রিপোর্টও নেবেন । বৈঠক করবেন RSS- র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রান্থ প্রচারকদের সঙ্গে ।

31 অগাস্ট দুপুর 12টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামছেন মোহন ভাগবত । সেখান থেকে RSS -র প্রধান সদর কার্যালয় কেশব ভবনে যাবেন ৷ কেশব ভবন থেকে সন্ধ্যা 6 টায় দক্ষিণবঙ্গের RSS-র সম্পাদক জিষ্ণু বসুর বাড়িতে বৈঠক করবেন ।1 সেপ্টেম্বর সারাদিন কেশব ভবনে থাকবেন । সেদিন দিলীপ ঘোষ সহ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ৷ রাজ্যে BJP-র সাংগঠনিক বিষয়ে খোঁজখবর নেবেন । তারপর রাজ্যের একাধিক বুদ্ধিজীবী ও শিল্পপতিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন তিনি ।

2 সেপ্টেম্বর নিউটাউনে চিফ এয়ারমার্শালের বাড়িতে তিনি জনসংযোগ করবেন । তারপর ফুলবাগানে একটি ধর্মীয় কর্মশালাতে তিনি যোগ দেবেন । সারাদিন থাকবেন সেখানে । তারপর রাতে কেশব ভবন থেকে দিল্লি ফিরে যাবেন মোহন ভাগবত । এই বিষয়ে, RSS-র দক্ষিণবঙ্গের প্রধান জিষ্ণু বসু বলেন, "মূলত সাংগঠনিক কাজেই মোহন ভাগবত রাজ্যে আসছেন । তিনদিনই কলকাতায় একাধিক বৈঠক করবেন ।"

Intro:29-08-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: ফের ৩ দিনের সফরে রাজ্যে আসছেন RSS এর চালক মোহন ভাগবত। ৩১ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি রাজ্যে থাকবেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে রাজ্যের বিজেপির সামগ্রিক অবস্থার রিপোর্টও নেবেন। বৈঠক করবেন RSS এর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রান্থ প্রচারকদের সঙ্গে।


RSS সূত্রে জানা গিয়েছে, ৩১ আগষ্ট দুপুর ১২ টা নাগাত মোহন ভাগবত কলকাতা বিমানবন্দরে নামছেন। বিমানবন্দরে নেমে সোজা পৌচ্ছে যাবেন RSS এর প্রধান সদর কার্যালয় কেশব ভবনে। তার পর কেশব ভবনে থেকে সন্ধ্যা ৬ টায় দক্ষিণবঙ্গের RSS এর সম্পাদক জিষ্ণু বসুর বাড়িতে বৈঠক করবেন।


১ সেপ্টেম্বর সারাদিন কেশব ভবনে থাকবেন। সেই দিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে রাজ্যের বিজেপির সাংগঠিক বিষয়ে খোজ খবর নেবেন। এছাড়া রাজ্যের একাধিক বুদ্ধিজীবি ও শিল্পপতিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন।


২ সেপ্টেম্বর নিউটাউনে চিফ এয়ারমার্শাল এর বাড়িতে তিনি জনসংযোগ করবেন। তার পর ফুলবাগানে একটি ধর্মীয় কর্মশালাতেই তিনি যোগ দেবেন। সেখানেই মূলত সারাদিন থাকবেন। তার পর রাতে কেশব ভবনে থেকে ৩ সেপ্টেম্বর মোহন ভাগবত দিল্লি ফিরে যাবেন।



RSS এর দক্ষিণবঙ্গের প্রধান জিষ্ণু বসু বলেন, "মূলত সাংগঠনিক কাজেই মোহন ভাগবত রাজ্যে আসছেন। ৩ দিনই কলাকাতায় একাধিক বৈঠক করবেন। মূলত সাংগঠনিক কাজেই তার রাজ্য সফর"Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.