কলকাতা, 24 অগস্ট: প্রতিদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ শোনা যায় । মুখ্যমন্ত্রী থেকে শাসকদলের অন্য নেতারা বিভিন্ন সময় অভিযোগ করেন, বিভিন্ন প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না । এই অবস্থায় গত মঙ্গলবার (22 অগস্ট) কেন্দ্র থেকে প্রথম দফায় রাজ্যে এসেছিল 651 কোটি টাকা । আর আজ বৃহস্পতিবার এল আরও 996 কোটি টাকা । দুই দফা মিলে রাজ্যকে 1600 কোটি টাকা দিল কেন্দ্র । যদিও পঞ্চায়েত দফতর সূত্রে খবর, তাতে এই অর্থ পঞ্চদশ অর্থ কমিশনের রাজ্যের জন্য বরাদ্দ অর্থেরই অংশ । রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল ও নিকাশির কাজে এই টাকা ব্যবহার হবে ৷
প্রশাসন সূত্রে খবর, এই অর্থ দেওয়ার পাশাপাশি রাজ্যকে নির্দিষ্ট শর্ত বেঁধেও দিয়েছে কেন্দ্রীয় সরকার । যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে আগামী এক বছরের মধ্যে বরাদ্দ অর্থের 60 শতাংশ খরচ করতে পারলেই মিলবে পরবর্তী পর্যায়ের বরাদ্দ । প্রসঙ্গত, কেন্দ্রের থেকে বরাদ্দের ভিত্তিতে সবথেকে বেশি অর্থ পাওনা ছিল বাংলার । সেদিক থেকে বিচার করলে বড় লক্ষ্মী লাভ হল রাজ্যের ।
পঞ্চদশ অর্থ কমিশনের তরফে আগে রাজ্যকে যে অর্থ দেওয়া হয়েছিল, তা এখনও পর্যন্ত পুরোপুরি খরচ করতে পারেনি রাজ্য সরকার । ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে খরচ না হওয়া প্রায় 250 কোটি টাকা দ্রুত খরচ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । এবারও সেই টাকা সময়ের মধ্যে খরচ করা না গেলে সমস্যা বাড়তে পারে বলেই খবর । তাই যতদূর জানা যাচ্ছে, এই বরাদ্দ দ্রুত যাতে এই অর্থ খরচ করা যায়, তাতে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত দফতর ।
আরও পড়ুন: বাংলাকে ভাতে মারার চেষ্টা প্রধানমন্ত্রীর, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মোদিকে নিশানা মমতার