ETV Bharat / state

নন্দীগ্রামে প্রার্থী মমতা, হাফ লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর - নন্দীগ্রাম

নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী মমতা ৷ নেত্রী স্বয়ং ঘোষণা করেছেন সেই কথা৷ এটাকে মমতার মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ৷ কারণ, শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি ৷

mamata-challenge-suvendu-adhikari-from-nandigram
নন্দীগ্রামে ভোটে লড়ার মমতার ঘোষণায় চ্যালেঞ্জের মুখে শুভেন্দু
author img

By

Published : Jan 18, 2021, 6:07 PM IST

Updated : Jan 18, 2021, 7:56 PM IST

নন্দীগ্রাম, 18 জানুয়ারি : নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তথা কাঁথির অধিকারী পরিবারকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নন্দীগ্রামের মানুষ তাঁর সঙ্গেই আছেন বলে বারবার দাবি করছেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু সেখানে মানুষ সত্যিই তাঁর পাশে যে আছেন, তা এবার ভোটের ময়দানেও তা প্রমাণ করতে হবে শুভেন্দুকে৷ কারণ, গোটা ব্যাপারটা তাঁর কাছে সম্মান রক্ষার লড়াইয়ে পরিণত হল ৷

2011 সালে ক্ষমতায় আসার পথ তৃণমূল কংগ্রেসের জন্য অনেকটাই সুগম করে দিয়েছিল নন্দীগ্রাম আন্দোলন ৷ যে আন্দোলনের পুরোভাগে ছিলেন শুভেন্দু অধিকারী ৷ 2011 সালের নির্বাচনে নন্দীগ্রাম থেকে বিধায়ক হন ফিরোজা বিবি ৷ যিনি নন্দীগ্রাম আন্দোলনের এক শহিদের মা ৷ কিন্তু 2016 সালে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এরপর বাংলার রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়েছে ৷ মমতার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে শুভেন্দুর ৷ তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন ৷ বিজেপিতে আসার আগে অবশ্য নন্দীগ্রামে একাধিক কর্মসূচিতে বারবার নাম না করে নিজের দলকে বিঁধেছেন শুভেন্দু ৷ ক্ষমতায় আসার পর তৃণমূল নন্দীগ্রামের আন্দোলনকে ভুলে গিয়েছে বলেও কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে ৷

তৃণমূল নেত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু অধিকারী

এমনকী, তিনি বিজেপিতে যোগদানের পর 7 জানুয়ারি তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা ছিল নন্দীগ্রামে ৷ সেই সভা বাতিল হয় ৷ তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন শুভেন্দু ৷ ফলে সোমবার জবাব দেওয়ার সভা ছিল মুখ্যমন্ত্রীর জন্য ৷ তাই তিনি নাম না করে বারবার শুভেন্দুকে আক্রমণ করেছেন ৷ বলেন, ‘‘নন্দীগ্রাম আন্দোলন নিয়ে অনেকে বড় বড় কথা বলছে । নন্দীগ্রামের সঙ্গে আমার আত্মার টান । নন্দীগ্রাম আন্দোলনের জায়গা নয় । স্যালুট করার জায়গা ।’’ নাম না করে অধিকারী পরিবারকে আক্রমণ করেছেন মমতা৷ তাঁর দাবি, টাকা বাঁচাতে অনেকে বিজেপিতে যোগদান করছেন৷ বলেছেন, ‘‘তোমরা প্রধানমন্ত্রী হও৷ তোমরা রাষ্ট্রপতি হও৷ কিন্তু দয়া করে বাংলাকে বিক্রি করতে যেও না৷’’

শুভেন্দু অধিকারী ও তাঁর ছোটো ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন৷ কিন্তু শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী এখনও তৃণমূল কংগ্রেসে রয়েছেন৷ রাজনৈতিক মহল বলছে, তাই সরাসরি নাম না করে আক্রমণের পথে হেঁটেছেন মমতা৷ একই সঙ্গে জানিয়েছেন, নন্দীগ্রামকে তিনি ভালোবাসেন৷ নন্দীগ্রাম বরাবর তাঁর জন্য ভালো জায়গা৷ তৃণমূল নেত্রীর বক্তব্য, এই নন্দীগ্রাম থেকে নতুন তৃণমূল কংগ্রেসের জন্ম হল৷ পাশাপাশি তিনি নন্দীগ্রামের জন্য কী কী করেছেন সেটাও জানিয়েছেন৷ কিন্তু একেবারে সভার শেষে তিনি ঘোষণা করেছেন নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা৷

যাকে মমতার মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল৷ কারণ, শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি৷ শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে পরের ভোটে নিজের জনপ্রিয়তা প্রমাণে নন্দীগ্রামই তাঁর জন্য প্রথম পছন্দ ৷ তাই, মমতার ঘোষণার পর শুভেন্দু কী করবেন, তা নিয়ে জল্পনা শুরু হয় ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে প্রার্থী তিনিই, ঘোষণা মমতার

তবে সন্ধেয় রাসবিহারীতে মমতাকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু ৷ তিনি বলেন, "নন্দীগ্রামে আমি কিংবা অন্য যে কেউ বিজেপি-র প্রার্থী হোক না কেন, মমতাকে হাফ লাখ ভোটে হারাব ৷" আর তিনি যদি তা না পারেন, তবে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়ে দেন শুভেন্দু ৷

নন্দীগ্রাম, 18 জানুয়ারি : নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তথা কাঁথির অধিকারী পরিবারকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নন্দীগ্রামের মানুষ তাঁর সঙ্গেই আছেন বলে বারবার দাবি করছেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু সেখানে মানুষ সত্যিই তাঁর পাশে যে আছেন, তা এবার ভোটের ময়দানেও তা প্রমাণ করতে হবে শুভেন্দুকে৷ কারণ, গোটা ব্যাপারটা তাঁর কাছে সম্মান রক্ষার লড়াইয়ে পরিণত হল ৷

2011 সালে ক্ষমতায় আসার পথ তৃণমূল কংগ্রেসের জন্য অনেকটাই সুগম করে দিয়েছিল নন্দীগ্রাম আন্দোলন ৷ যে আন্দোলনের পুরোভাগে ছিলেন শুভেন্দু অধিকারী ৷ 2011 সালের নির্বাচনে নন্দীগ্রাম থেকে বিধায়ক হন ফিরোজা বিবি ৷ যিনি নন্দীগ্রাম আন্দোলনের এক শহিদের মা ৷ কিন্তু 2016 সালে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এরপর বাংলার রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়েছে ৷ মমতার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে শুভেন্দুর ৷ তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন ৷ বিজেপিতে আসার আগে অবশ্য নন্দীগ্রামে একাধিক কর্মসূচিতে বারবার নাম না করে নিজের দলকে বিঁধেছেন শুভেন্দু ৷ ক্ষমতায় আসার পর তৃণমূল নন্দীগ্রামের আন্দোলনকে ভুলে গিয়েছে বলেও কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে ৷

তৃণমূল নেত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু অধিকারী

এমনকী, তিনি বিজেপিতে যোগদানের পর 7 জানুয়ারি তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা ছিল নন্দীগ্রামে ৷ সেই সভা বাতিল হয় ৷ তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন শুভেন্দু ৷ ফলে সোমবার জবাব দেওয়ার সভা ছিল মুখ্যমন্ত্রীর জন্য ৷ তাই তিনি নাম না করে বারবার শুভেন্দুকে আক্রমণ করেছেন ৷ বলেন, ‘‘নন্দীগ্রাম আন্দোলন নিয়ে অনেকে বড় বড় কথা বলছে । নন্দীগ্রামের সঙ্গে আমার আত্মার টান । নন্দীগ্রাম আন্দোলনের জায়গা নয় । স্যালুট করার জায়গা ।’’ নাম না করে অধিকারী পরিবারকে আক্রমণ করেছেন মমতা৷ তাঁর দাবি, টাকা বাঁচাতে অনেকে বিজেপিতে যোগদান করছেন৷ বলেছেন, ‘‘তোমরা প্রধানমন্ত্রী হও৷ তোমরা রাষ্ট্রপতি হও৷ কিন্তু দয়া করে বাংলাকে বিক্রি করতে যেও না৷’’

শুভেন্দু অধিকারী ও তাঁর ছোটো ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন৷ কিন্তু শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী এখনও তৃণমূল কংগ্রেসে রয়েছেন৷ রাজনৈতিক মহল বলছে, তাই সরাসরি নাম না করে আক্রমণের পথে হেঁটেছেন মমতা৷ একই সঙ্গে জানিয়েছেন, নন্দীগ্রামকে তিনি ভালোবাসেন৷ নন্দীগ্রাম বরাবর তাঁর জন্য ভালো জায়গা৷ তৃণমূল নেত্রীর বক্তব্য, এই নন্দীগ্রাম থেকে নতুন তৃণমূল কংগ্রেসের জন্ম হল৷ পাশাপাশি তিনি নন্দীগ্রামের জন্য কী কী করেছেন সেটাও জানিয়েছেন৷ কিন্তু একেবারে সভার শেষে তিনি ঘোষণা করেছেন নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা৷

যাকে মমতার মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল৷ কারণ, শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি৷ শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে পরের ভোটে নিজের জনপ্রিয়তা প্রমাণে নন্দীগ্রামই তাঁর জন্য প্রথম পছন্দ ৷ তাই, মমতার ঘোষণার পর শুভেন্দু কী করবেন, তা নিয়ে জল্পনা শুরু হয় ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে প্রার্থী তিনিই, ঘোষণা মমতার

তবে সন্ধেয় রাসবিহারীতে মমতাকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু ৷ তিনি বলেন, "নন্দীগ্রামে আমি কিংবা অন্য যে কেউ বিজেপি-র প্রার্থী হোক না কেন, মমতাকে হাফ লাখ ভোটে হারাব ৷" আর তিনি যদি তা না পারেন, তবে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়ে দেন শুভেন্দু ৷

Last Updated : Jan 18, 2021, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.