ETV Bharat / state

7 জুন উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

প্রতিটি দপ্তরের মন্ত্রী ও সচিবদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী । 7 জুন হবে বৈঠক ।

মমতা বন্দ্যোপাধ্য়ায়
author img

By

Published : May 28, 2019, 6:00 AM IST

কলকাতা, 28 মে: উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ জুন নবান্ন সভাঘরে হবে এই বৈঠক । সেখানে রাজ‍্যের প্রতিটি দপ্তরের মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক এবং পুলিশ সুপারদেরও হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।

শনিবার কালীঘাটের বাড়িতে দলীয় সাংসদ ও জেলা প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি অভিযোগ করেছিলেন, গত পাঁচ মাস নির্বাচনের কারণে উন্নয়নের কাজ করতে পারেননি।

এবার বিভিন্ন দপ্তরের কাজ কী অবস্থায় রয়েছে, তা জানতে চান মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশও দিতে পারেন তিনি । কোনও কাজ যাতে পড়ে না থাকে ও বরাদ্দ অর্থ যাতে সঠিকভাবে খরচ হয়, সেবিষয়ে বাড়তি গুরুত্ব দিতে চান মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এবারের পরিস্থিতি একদমই আলাদা। BJP-র আসন বেড়ে ১৮টি হওয়ায় আগামী দু'বছর তাদের কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এবার তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 28 মে: উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ জুন নবান্ন সভাঘরে হবে এই বৈঠক । সেখানে রাজ‍্যের প্রতিটি দপ্তরের মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক এবং পুলিশ সুপারদেরও হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।

শনিবার কালীঘাটের বাড়িতে দলীয় সাংসদ ও জেলা প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি অভিযোগ করেছিলেন, গত পাঁচ মাস নির্বাচনের কারণে উন্নয়নের কাজ করতে পারেননি।

এবার বিভিন্ন দপ্তরের কাজ কী অবস্থায় রয়েছে, তা জানতে চান মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশও দিতে পারেন তিনি । কোনও কাজ যাতে পড়ে না থাকে ও বরাদ্দ অর্থ যাতে সঠিকভাবে খরচ হয়, সেবিষয়ে বাড়তি গুরুত্ব দিতে চান মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এবারের পরিস্থিতি একদমই আলাদা। BJP-র আসন বেড়ে ১৮টি হওয়ায় আগামী দু'বছর তাদের কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এবার তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ।

Intro:কলকাতা, ২৭ মে: ভোট পরবর্তীতে রাজ‍্যের উন্নয়নের সার্বিক ক্ষতিয়ান নিতে এবারে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ জুন নবান্ন সভাঘরে হবে বিশেষ এই বৈঠক । জানা গেছে, রাজ‍্যের সমস্ত দফতরের মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাজির থাকতে নির্দেশ দিয়েছেন সমস্ত জেলা শাসক এবং পুলিশ সুপারদেরও ।


Body:গত শনিবার কালীঘাটের বাড়িতে দলীয় সাংসদ ও জেলা প্রতিনিধিদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিগত ৫ মাস যাবত নির্বাচনের কারণে উন্নয়নের কাজ করতে পারেননি। সেই মতো আজ সোমবার থেকেই ফের রাজ‍্যের উন্নয়ন কার্যে ঝাপিয়ে পড়ছেন তিনি । কোন অবস্থায় বিভিন্ন দপ্তরের কাজ পড়ে রয়েছে, তার সার্বিক ক্ষতিয়ান নিতে চান মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আগামী ৭ জুন প্রায় সমস্ত দফতরের মন্ত্রী, সচিবদের সঙ্গে নবান্ন সভাঘরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে হাজির থাকবেন জেলাশাসক এবং পুলিশ সুপারেরা । বিশেষ এই বৈঠক থেকে বেশকিছু কাজের গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিতে পারেন তিনি । কোনও কাজ যাতে পড়ে না থাকে ও বরাদ্দকৃত অর্থ যাতে সঠিকভাবে খরচ হয়, সেবিষয়ে গুরুত্ব আরোপ করতে পারেন মুখ্যমন্ত্রী। কাজের গতির নিরিখে মন্ত্রী-সচিবদের মার্কশিট দিতে পারেন তিনি। প্রসঙ্গত, কাজের খতিয়ান নিতে মাঝে মধ্যেই বৈঠক করে থাকেন মুখ্যমন্ত্রী। তবে ভোট পরবর্তীতে এবারে মমতার ডাকা উচ্চ পর্যায়ের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.