ETV Bharat / state

CM Mamata on Mizoram Accident: মালদার শ্রমিকদের মিজোরামে নিয়ে যাওয়া ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মমতার - ঠিকাদার

CM Mamata Banerjee indicated action against contractor. টাকার লোভ লোক দেখিয়ে যে ঠিকাদার শ্রমিকদের মিজোরামে নিয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে, পরিযায়ী শ্রমিকদেরও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যের বাইরে না যাওয়ারও আর্জি মুখ্যমন্ত্রীর ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 11:09 PM IST

কলকাতা, 23 অগস্ট: মিজোরামে বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অভিযোগ করে জানান, টাকার লোভ দেখিয়ে বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল মিজোরামে। সেখানেই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত এই রাজ্যের 24 জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধু রতুয়ারই রয়েছেন 16 জন। ইংরেজবাজারের ছয় থেকে সাত জন রয়েছেন। আরও এক জায়গার রয়েছেন একজন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ইতিমধ্যেই দেহ আনার ব্যবস্থা করেছি। দেহ এলে আলগা পৌঁছবে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিবারদের নিশ্চয়ই সাহায্য করব আমরা।" একই সঙ্গে, তিনি রেলের কাছে দাবি জানিয়েছেন, যদি রেলের কাজ করতে গিয়ে কেউ মারা যায় তাহলে একটা করে চাকরি রেলকে দিতে হবে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "আমরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তবে যে ঠিকাদার এদের নিয়ে গিয়েছিল তাদের আমরা জেরা করব।"

আরও পড়ুন: চন্দ্রযানের সফল অবতরণের পরই উচ্ছ্বসিত মমতা, টুইটে শুভেচ্ছাবার্তা

পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যেও এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আপনি বাইরে যাচ্ছেন কেন ? আপনাদের তো সুযোগ দেওয়া হচ্ছে ৷ আজকে আপনাদের জন্য এত কিছু করা হচ্ছে।" তিনি আরও বলেন, "হয়তো যারা বাইরে নিয়ে যাচ্ছে তারা আপনাদের বেশি টাকা দিচ্ছে। কিন্তু আপনাদের জীবনের নিরাপত্তা নেই। একটা ছোট্ট ঘরে 20 জন, 30 জনকে থাকতে হয়। পরিবার ছেড়ে থাকেন কেন ? আমি পরিযায়ী শ্রমিকদের বলব রাজ্যে ফিরে আসুন। আমরা পরিযায়ী শ্রমিকদের সকলের নাম রেজিস্টার করব। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য কমিটি গড়া হয়েছে। সামিরুল ইসলাম তার চেয়ারম্যান। আমি বলছি পরিযায়ী শ্রমিকরা যদি এখানে কাজ করতে চান তাদের কাজ দেওয়া হবে।"

প্রসঙ্গত, এদিন মিজোরামের সাইরানে কুরুম নদীর রেল ব্রিজ ভেঙে মৃত্যু হয় 24 জনের ৷ এরপরই যানা যায়, এদের মধ্যে প্রায় সকলেই পশ্চিমবঙ্গের মানুষ ৷ যা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

কলকাতা, 23 অগস্ট: মিজোরামে বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অভিযোগ করে জানান, টাকার লোভ দেখিয়ে বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল মিজোরামে। সেখানেই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত এই রাজ্যের 24 জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধু রতুয়ারই রয়েছেন 16 জন। ইংরেজবাজারের ছয় থেকে সাত জন রয়েছেন। আরও এক জায়গার রয়েছেন একজন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ইতিমধ্যেই দেহ আনার ব্যবস্থা করেছি। দেহ এলে আলগা পৌঁছবে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিবারদের নিশ্চয়ই সাহায্য করব আমরা।" একই সঙ্গে, তিনি রেলের কাছে দাবি জানিয়েছেন, যদি রেলের কাজ করতে গিয়ে কেউ মারা যায় তাহলে একটা করে চাকরি রেলকে দিতে হবে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "আমরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তবে যে ঠিকাদার এদের নিয়ে গিয়েছিল তাদের আমরা জেরা করব।"

আরও পড়ুন: চন্দ্রযানের সফল অবতরণের পরই উচ্ছ্বসিত মমতা, টুইটে শুভেচ্ছাবার্তা

পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যেও এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আপনি বাইরে যাচ্ছেন কেন ? আপনাদের তো সুযোগ দেওয়া হচ্ছে ৷ আজকে আপনাদের জন্য এত কিছু করা হচ্ছে।" তিনি আরও বলেন, "হয়তো যারা বাইরে নিয়ে যাচ্ছে তারা আপনাদের বেশি টাকা দিচ্ছে। কিন্তু আপনাদের জীবনের নিরাপত্তা নেই। একটা ছোট্ট ঘরে 20 জন, 30 জনকে থাকতে হয়। পরিবার ছেড়ে থাকেন কেন ? আমি পরিযায়ী শ্রমিকদের বলব রাজ্যে ফিরে আসুন। আমরা পরিযায়ী শ্রমিকদের সকলের নাম রেজিস্টার করব। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য কমিটি গড়া হয়েছে। সামিরুল ইসলাম তার চেয়ারম্যান। আমি বলছি পরিযায়ী শ্রমিকরা যদি এখানে কাজ করতে চান তাদের কাজ দেওয়া হবে।"

প্রসঙ্গত, এদিন মিজোরামের সাইরানে কুরুম নদীর রেল ব্রিজ ভেঙে মৃত্যু হয় 24 জনের ৷ এরপরই যানা যায়, এদের মধ্যে প্রায় সকলেই পশ্চিমবঙ্গের মানুষ ৷ যা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.