ETV Bharat / state

মতবিরোধ ছিল না, মুকুল পুনরুদ্ধারে স্পষ্ট মমতা

author img

By

Published : Jun 11, 2021, 7:06 PM IST

মুকুল রায়ের সঙ্গে কোনওদিন মতবিরোধ ছিল না । নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে কোনও অপ্রীতিকর কথা বলেননি । ঘরে ফেরা মুকুল রায়কে পাশে বসিয়ে আজ স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Mamata Banerjee
ছবি

কলকাতা, 11 জুন : মুকুল অতটাও খারাপ নয়... বিধানসভা ভোটের প্রচারে বেরিয়েও বেশ নমনীয় ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । দলত্যাগীদের যখন তিনি গদ্দার বলে সম্বোধন করছেন, তখন মুকুল রায়ের (Mukul Roy) প্রতি তিনি ছিলেন অনেকটা সহানুভূতিশীল । আর আজ সাড়ে তিন বছর পর মুকুলের ঘর ওয়াপসির দিনে সেটাই যেন আরও স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

দলীয় বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে নেত্রী বললেন, "ঘরের ছেলে ঘরে ফিরল । মুকুল আমাদের ঘরের ছেলে । মুকুলের সঙ্গে কোনওদিন মতবিরোধ ছিল না । তৃণমূলে ফিরে মুকুল মানসিক শান্তি পেল । "

মুকুল যখন দল ছেড়েছিলেন, তখন ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এখন সেই পদে সদ্য অভিষিক্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে মুকুলকে যে দলে যোগ্য সম্মান দেওয়া হবে সেই বার্তাও দিয়ে রাখলেন নেত্রী । বললেন, দলে আগের মতোই সম্মান পাবেন মুকুল । দায়-দায়িত্বও সব আগের মতোই ।

আরও পড়ুন : Mukul Roy : পদ্মাসনে বসা মুকুল ফুটল ঘাসফুলে, যে পথে তৃণমূলে মুকুলায়ণ

এবারের ভোটে প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাকিদের মতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায়নি মুকুল রায়কে । নিজের মতো করে প্রচার করেছেন । জিতেও এসেছেন ।

বারবার দলবদল করায় মুকুল রায়ের রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরমে গরমে আজ সেই কথা স্মরণ করিয়ে দেন । বলেন, ‘‘মুকুল রায় নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে কোনও অপ্রীতিকর কথা বলেননি ৷’’

একই সঙ্গে বাকি তৃণমূলত্যাগীদের ঘরে ফেরার ভাগ্য যে খুব একটা সহজ হবে না তাও বুঝিয়ে দেন । বলেন, "ভোটের আগে অনেকেই গদ্দারি করেছেন । দলকে আক্রমণ করেছেন । তাঁদের দলে ফেরানো হবে না ।"

কলকাতা, 11 জুন : মুকুল অতটাও খারাপ নয়... বিধানসভা ভোটের প্রচারে বেরিয়েও বেশ নমনীয় ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । দলত্যাগীদের যখন তিনি গদ্দার বলে সম্বোধন করছেন, তখন মুকুল রায়ের (Mukul Roy) প্রতি তিনি ছিলেন অনেকটা সহানুভূতিশীল । আর আজ সাড়ে তিন বছর পর মুকুলের ঘর ওয়াপসির দিনে সেটাই যেন আরও স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

দলীয় বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে নেত্রী বললেন, "ঘরের ছেলে ঘরে ফিরল । মুকুল আমাদের ঘরের ছেলে । মুকুলের সঙ্গে কোনওদিন মতবিরোধ ছিল না । তৃণমূলে ফিরে মুকুল মানসিক শান্তি পেল । "

মুকুল যখন দল ছেড়েছিলেন, তখন ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এখন সেই পদে সদ্য অভিষিক্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে মুকুলকে যে দলে যোগ্য সম্মান দেওয়া হবে সেই বার্তাও দিয়ে রাখলেন নেত্রী । বললেন, দলে আগের মতোই সম্মান পাবেন মুকুল । দায়-দায়িত্বও সব আগের মতোই ।

আরও পড়ুন : Mukul Roy : পদ্মাসনে বসা মুকুল ফুটল ঘাসফুলে, যে পথে তৃণমূলে মুকুলায়ণ

এবারের ভোটে প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাকিদের মতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায়নি মুকুল রায়কে । নিজের মতো করে প্রচার করেছেন । জিতেও এসেছেন ।

বারবার দলবদল করায় মুকুল রায়ের রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরমে গরমে আজ সেই কথা স্মরণ করিয়ে দেন । বলেন, ‘‘মুকুল রায় নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে কোনও অপ্রীতিকর কথা বলেননি ৷’’

একই সঙ্গে বাকি তৃণমূলত্যাগীদের ঘরে ফেরার ভাগ্য যে খুব একটা সহজ হবে না তাও বুঝিয়ে দেন । বলেন, "ভোটের আগে অনেকেই গদ্দারি করেছেন । দলকে আক্রমণ করেছেন । তাঁদের দলে ফেরানো হবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.