ETV Bharat / state

'নাগরিকত্ব না দিলে আমরণ অনশন, রামমন্দিরে পুজো দেবে না কোনও মতুয়া', হুঁশিয়ারি মমতাবালার

Matua Mahasava at Dharmatala: কোনও মতেই এনআরসি হতে দেবে না মতুয়া সমাজ ৷ আজ ধর্মতলার সভামঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দিলেন মমতা বালা ঠাকুর ৷ পাশাপাশি রামমন্দিরেও পুজো দিতে যাবে না মতুয়ারা, সাফ জানিয়ে দিলেন মহাসংঘের নেত্রী ৷

ETV Bharat
ধর্মতলার মহাসমাবেশের মঞ্চে মমতা বালা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 10:21 PM IST

ধর্মতলায় মতুয়া মহাসংঘের সভায় নেত্রী মমতাবালা ঠাকুর

কলকাতা, 28 ডিসেম্বর: নাগরিকত্ব না পেলে আমরণ অনশনে নামার হুঁশিয়ারি দিল মতুয়া সমাজ ৷ বৃহস্পতিবার ধর্মতলায় ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসমাবেশ মঞ্চ থেকে এই বার্তা দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসংঘের সভানেত্রী মমতাবালা ঠাকুর ৷ এছাড়া, মতুয়ারা কোনও দিনই রামমন্দিরে যাবে না, ভবিষ্যদ্বাণী করলেন মমতাবালা ৷ এই মহাসমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, বাংলা পক্ষের তরফে গর্গ চট্টোপাধ্যায় এবং মতুয়া মহাসংঘের কর্মী-সমর্থকেরা ৷

নাগরিকত্বের দাবিতে দু'দিনব্যাপী মহাসমাবেশের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ৷ দেশভাগের ফলে পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুদের নিঃশর্ত ভারতীয় নাগরিকত্ব প্রধানের দাবিতেই এই সভা ৷ এদিন মমতা বালা বলেন, "ভারতে এমন একটা সরকার ক্ষমতায় এল, তারা আইন পাশ করে বলে দিল জন্মসূত্রে ভারতীয় হতে পারবে না ৷"

তিনি আরও বলেন, "আমাদের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, তাই আমরা এখন উদ্বাস্তু ৷ আমরা এনআরসি হতে দেব না ৷ 2024 সালে বিজেপি ক্ষমতায় এলে মতুয়া সমাজ ও বাঙালিরা ক্ষতিগ্রস্থ হবে ৷ এই লড়াই সবার ৷" তিনি নাগরিকত্বের দাবিতে আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন ৷ এই সভা থেকে মমতা বালা বলেন, "মতুয়ারা রিফিউজি নয় ৷ এই দেশেরই নাগরিক ৷ তাই নাগরিকত্ব না পেলে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে মতুয়া সমাজ ৷"

ধর্মতলায় মঞ্চ থেকে এই পরিবারেরই আরেক সদস্য বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকেও তীব্র কটাক্ষ করেন মমতা ঠাকুর ৷ তিনি বলেন, "শান্তনু ঠাকুর, তুমি এই বংশে জন্মগ্রহণ করেছো ৷ হরি ঠাকুরের পবিত্র ধাম থেকে জল-মাটি অযোধ্যায় রামমন্দিরে নিয়ে যাওয়া হল ৷ আর তফশিলি জাতির সেই জল-মাটি তারা ফেলে দিল ?" এই ঘটনার পর রামমন্দিরে না-যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বালা ও তাঁর অনুগামীরা ৷ এই প্রসঙ্গে মমতা বালা বলেন, "রামকে আমরা সম্মান করি ৷ কিন্তু যে জায়গায় আমার ঠাকুরের লীলাখেলা হয়েছে, সেখানকার মাটি পাঠালেন শান্তনু ঠাকুর ৷ আর সেই মাটি-জল ফেলে দেওয়া হল ৷ এতে মতুয়া সমাজকে অপমান করা হয়েছে ৷ আমরা রামমন্দিরে কোনও দিন পুজো করতে যাব না ৷"

এদিন তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন করেন ৷ মমতাবালার দাবি, কী করে শান্তনুর এত সম্পত্তি হল, তা নিয়ে তদন্ত করা হোক ৷ তিনি জানান, সারা দেশে 10 কোটি মতুয়া নমঃশূদ্র রয়েছে ৷ 2003 সাল থেকে সবাই এই লড়াইয়ে সামিল হয়েছে ৷ 2016 সালে মতুয়ারা নিজেদের দাবি নিয়ে ধর্মতলাকে কাঁপিয়ে দিয়েছিল ৷ প্রয়োজনে আবার জানপ্রাণ দিয়ে লড়বে মতুয়া সমাজ ৷ নাগরিকত্বের দাবিতে আগামী জানুয়ারি মাসে ঠাকুর নগরে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে গিয়ে সমাবেশ করা হবে বলেন জানান মমতাবালা ঠাকুর ও তাঁর অনুগামীরা ৷

আরও পড়ুন:

  1. মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
  2. 'তৃণমূলের আসন কমলে বিজেপির অত্যাচার বাড়বে', দেগঙ্গা থেকে সংখ্যালঘুদের বার্তা মমতার
  3. ভোট এলেই নাগরিকত্বের কথা বলা আসলে বিজেপির ছলনা: মমতা

ধর্মতলায় মতুয়া মহাসংঘের সভায় নেত্রী মমতাবালা ঠাকুর

কলকাতা, 28 ডিসেম্বর: নাগরিকত্ব না পেলে আমরণ অনশনে নামার হুঁশিয়ারি দিল মতুয়া সমাজ ৷ বৃহস্পতিবার ধর্মতলায় ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসমাবেশ মঞ্চ থেকে এই বার্তা দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসংঘের সভানেত্রী মমতাবালা ঠাকুর ৷ এছাড়া, মতুয়ারা কোনও দিনই রামমন্দিরে যাবে না, ভবিষ্যদ্বাণী করলেন মমতাবালা ৷ এই মহাসমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, বাংলা পক্ষের তরফে গর্গ চট্টোপাধ্যায় এবং মতুয়া মহাসংঘের কর্মী-সমর্থকেরা ৷

নাগরিকত্বের দাবিতে দু'দিনব্যাপী মহাসমাবেশের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ৷ দেশভাগের ফলে পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুদের নিঃশর্ত ভারতীয় নাগরিকত্ব প্রধানের দাবিতেই এই সভা ৷ এদিন মমতা বালা বলেন, "ভারতে এমন একটা সরকার ক্ষমতায় এল, তারা আইন পাশ করে বলে দিল জন্মসূত্রে ভারতীয় হতে পারবে না ৷"

তিনি আরও বলেন, "আমাদের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, তাই আমরা এখন উদ্বাস্তু ৷ আমরা এনআরসি হতে দেব না ৷ 2024 সালে বিজেপি ক্ষমতায় এলে মতুয়া সমাজ ও বাঙালিরা ক্ষতিগ্রস্থ হবে ৷ এই লড়াই সবার ৷" তিনি নাগরিকত্বের দাবিতে আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন ৷ এই সভা থেকে মমতা বালা বলেন, "মতুয়ারা রিফিউজি নয় ৷ এই দেশেরই নাগরিক ৷ তাই নাগরিকত্ব না পেলে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে মতুয়া সমাজ ৷"

ধর্মতলায় মঞ্চ থেকে এই পরিবারেরই আরেক সদস্য বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকেও তীব্র কটাক্ষ করেন মমতা ঠাকুর ৷ তিনি বলেন, "শান্তনু ঠাকুর, তুমি এই বংশে জন্মগ্রহণ করেছো ৷ হরি ঠাকুরের পবিত্র ধাম থেকে জল-মাটি অযোধ্যায় রামমন্দিরে নিয়ে যাওয়া হল ৷ আর তফশিলি জাতির সেই জল-মাটি তারা ফেলে দিল ?" এই ঘটনার পর রামমন্দিরে না-যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বালা ও তাঁর অনুগামীরা ৷ এই প্রসঙ্গে মমতা বালা বলেন, "রামকে আমরা সম্মান করি ৷ কিন্তু যে জায়গায় আমার ঠাকুরের লীলাখেলা হয়েছে, সেখানকার মাটি পাঠালেন শান্তনু ঠাকুর ৷ আর সেই মাটি-জল ফেলে দেওয়া হল ৷ এতে মতুয়া সমাজকে অপমান করা হয়েছে ৷ আমরা রামমন্দিরে কোনও দিন পুজো করতে যাব না ৷"

এদিন তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন করেন ৷ মমতাবালার দাবি, কী করে শান্তনুর এত সম্পত্তি হল, তা নিয়ে তদন্ত করা হোক ৷ তিনি জানান, সারা দেশে 10 কোটি মতুয়া নমঃশূদ্র রয়েছে ৷ 2003 সাল থেকে সবাই এই লড়াইয়ে সামিল হয়েছে ৷ 2016 সালে মতুয়ারা নিজেদের দাবি নিয়ে ধর্মতলাকে কাঁপিয়ে দিয়েছিল ৷ প্রয়োজনে আবার জানপ্রাণ দিয়ে লড়বে মতুয়া সমাজ ৷ নাগরিকত্বের দাবিতে আগামী জানুয়ারি মাসে ঠাকুর নগরে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে গিয়ে সমাবেশ করা হবে বলেন জানান মমতাবালা ঠাকুর ও তাঁর অনুগামীরা ৷

আরও পড়ুন:

  1. মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
  2. 'তৃণমূলের আসন কমলে বিজেপির অত্যাচার বাড়বে', দেগঙ্গা থেকে সংখ্যালঘুদের বার্তা মমতার
  3. ভোট এলেই নাগরিকত্বের কথা বলা আসলে বিজেপির ছলনা: মমতা

For All Latest Updates

TAGGED:

MatuaTMCCAA
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.