ETV Bharat / state

Loreto College Controversy: রিপোর্ট তলবের পর ভুল স্বীকার করে নির্দেশিকা প্রত্যাহার লোরেটো কলেজের - লোরেটো কলেজ

লোরেটো কলেজের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয়,'লোরেটো কলেজে পড়াশোনার মাধ্যম ইংরাজি । পরীক্ষাতেও ইংরাজিতেই উত্তর দিতে হয় ৷ তাই যাঁরা আঞ্চলিক ভাষার স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেছেন তাঁরা এই কলেজের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না ।

ETV Bharat
লোরেটো কলেজ
author img

By

Published : Jul 4, 2023, 3:37 PM IST

Updated : Jul 4, 2023, 4:18 PM IST

কলকাতা, 4 জুলাই: ভর্তির নির্দেশিকা বিতর্কে ভুল স্বীকার করল লোরেটো কলেজ । চলতি বছর কলেজে ভর্তির জন্য যে নির্দেশিকা তারা জারি করেছিল, তার জন্য ক্ষমা চেয়ে নিল সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ । উল্লেখ্য, লোরেটো কলেজের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয়, 'লোরেটো কলেজে পড়াশোনার মাধ্যম ইংরাজি । পরীক্ষাতেও ইংরাজিতেই উত্তর দিতে হয় ৷ কলেজের লাইব্রেরির শুধু ইংরাজী ভাষার বই রাখা হয় । বাংলা বা হিন্দির মতো আঞ্চলিক ভাষার বই সেখানে নেই ৷ তাই যাঁরা আঞ্চলিক ভাষার স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেছেন তাঁরা এই কলেজের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না ।' আর এই নির্দেশিকা ঘিরেই শুরু হয় বিতর্ক, ওঠে নিন্দার ঝড় ।

ETV Bharat
লোরেটো কলেজের বিবৃতি

মঙ্গলবার লোরেটো কলেজ কর্তৃপক্ষের তরফে ক্ষমা চেয়ে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে,"লোরেটো কলেজ বাংলার বুকে প্রায় 100 বছর ধরে তাদের ঐতিহ্য বজায় রেখে এগিয়ে চলেছে । কোনও ভাষাকে অপমান করে আমরা এই ধরনের বিজ্ঞপ্তি জারি করতে চাইনি । অনিচ্ছাকৃত এই ভুলের জন্য বাংলার মানুষের কাছে আমরা ক্ষমা চাইছি । আমরা এই নির্দেশিকা ইতোমধ্যেই তুলে নিয়েছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ৷ এতদিন আমরা যেভাবে বাংলার মানুষদেরকে পরিষেবা দিয়ে এসেছি সেই ভাবেই আগামী দিনে এগিয়ে যাব ।" তবে লোরেটো কলেজের ওই বিতর্কিত নির্দেশিকার জন্য, এদিন কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় বাংলাপক্ষ ৷

আরও পড়ুন: বাংলা মাধ্যমের পড়ুয়ারা অংশ নিতে পারবে না ভর্তি প্রক্রিয়ায় ! লোরেটো কলেজের নির্দেশে নিন্দার ঝড়

লোরেটো কলেজের এই বিতর্কিত নির্দেশিকা পর কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় । যেহেতু লোরেটো কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এরকম কোনও নির্দেশিকা নেই, তাই ওই কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে এহেন নির্দেশিকার কারণ জানতে চাওয়া হয়েছিল । এর জবাবে লোরেটো কলেজ জানিয়েছে, ওই কলেজের পড়াশোনার মাধ্যম ইংরেজি । এমনকি কলেজের লাইব্রেরীতেও ইংরাজি ভাষার বই ও জার্নাল ছাড়া অন্য কোনও ভাষার বই নেই । তার ফলে অন্যান্য মাধ্যম থেকে যাওয়া পড়ুয়াদের ওই পঠন পাঠন মানিয়ে নিতে অসুবিধা হয় । এর ফলে অনেকেই কোর্সের মাঝপথ থেকে ছেড়ে চলে গিয়েছে অতীতে । তাই এই বছর নির্দেশিকা দিয়ে এই সম্পূর্ণ বিষয়টা জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আলোচনায় বসা হয় লোরেটো কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ।

কলকাতা, 4 জুলাই: ভর্তির নির্দেশিকা বিতর্কে ভুল স্বীকার করল লোরেটো কলেজ । চলতি বছর কলেজে ভর্তির জন্য যে নির্দেশিকা তারা জারি করেছিল, তার জন্য ক্ষমা চেয়ে নিল সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ । উল্লেখ্য, লোরেটো কলেজের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয়, 'লোরেটো কলেজে পড়াশোনার মাধ্যম ইংরাজি । পরীক্ষাতেও ইংরাজিতেই উত্তর দিতে হয় ৷ কলেজের লাইব্রেরির শুধু ইংরাজী ভাষার বই রাখা হয় । বাংলা বা হিন্দির মতো আঞ্চলিক ভাষার বই সেখানে নেই ৷ তাই যাঁরা আঞ্চলিক ভাষার স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেছেন তাঁরা এই কলেজের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না ।' আর এই নির্দেশিকা ঘিরেই শুরু হয় বিতর্ক, ওঠে নিন্দার ঝড় ।

ETV Bharat
লোরেটো কলেজের বিবৃতি

মঙ্গলবার লোরেটো কলেজ কর্তৃপক্ষের তরফে ক্ষমা চেয়ে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে,"লোরেটো কলেজ বাংলার বুকে প্রায় 100 বছর ধরে তাদের ঐতিহ্য বজায় রেখে এগিয়ে চলেছে । কোনও ভাষাকে অপমান করে আমরা এই ধরনের বিজ্ঞপ্তি জারি করতে চাইনি । অনিচ্ছাকৃত এই ভুলের জন্য বাংলার মানুষের কাছে আমরা ক্ষমা চাইছি । আমরা এই নির্দেশিকা ইতোমধ্যেই তুলে নিয়েছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ৷ এতদিন আমরা যেভাবে বাংলার মানুষদেরকে পরিষেবা দিয়ে এসেছি সেই ভাবেই আগামী দিনে এগিয়ে যাব ।" তবে লোরেটো কলেজের ওই বিতর্কিত নির্দেশিকার জন্য, এদিন কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় বাংলাপক্ষ ৷

আরও পড়ুন: বাংলা মাধ্যমের পড়ুয়ারা অংশ নিতে পারবে না ভর্তি প্রক্রিয়ায় ! লোরেটো কলেজের নির্দেশে নিন্দার ঝড়

লোরেটো কলেজের এই বিতর্কিত নির্দেশিকা পর কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় । যেহেতু লোরেটো কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এরকম কোনও নির্দেশিকা নেই, তাই ওই কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে এহেন নির্দেশিকার কারণ জানতে চাওয়া হয়েছিল । এর জবাবে লোরেটো কলেজ জানিয়েছে, ওই কলেজের পড়াশোনার মাধ্যম ইংরেজি । এমনকি কলেজের লাইব্রেরীতেও ইংরাজি ভাষার বই ও জার্নাল ছাড়া অন্য কোনও ভাষার বই নেই । তার ফলে অন্যান্য মাধ্যম থেকে যাওয়া পড়ুয়াদের ওই পঠন পাঠন মানিয়ে নিতে অসুবিধা হয় । এর ফলে অনেকেই কোর্সের মাঝপথ থেকে ছেড়ে চলে গিয়েছে অতীতে । তাই এই বছর নির্দেশিকা দিয়ে এই সম্পূর্ণ বিষয়টা জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আলোচনায় বসা হয় লোরেটো কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ।

Last Updated : Jul 4, 2023, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.